মুক্তান্বেষার ৮ম সংখ্যা (চতুর্থ বর্ষ, ২য় সংখ্যা, মে ২০১১) বাজারে বেরিয়েছে। শিক্ষা আন্দোলন মঞ্চ এবং মুক্তমনার মুখপত্র হিসেবে ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাটির লক্ষ্য হচ্ছে সমাজে যুক্তিবাদ, বিজ্ঞানমনস্কতা এবং মানবকল্যানবোধ প্রতিষ্ঠা। মুক্তান্বেষার এই নতুন সংখ্যাটিতে মুক্তমনার নিয়মিত ব্লগারদের অনেকের লেখাই যেমন স্থান পেয়েছে, সেই সাথে পাওয়া যাবে অন্য অনেক নতুন লেখা। আগ্রহী পাঠকদের আজিজ সুপার মার্কেটের তক্ষশিলা সহ অন্যান্য বুকস্টল থেকে ম্যাগাজিনটি সংগ্রহ করতে অনুরোধ করা হচ্ছে।

:line:

যে রচনাগুলো নিয়ে বর্তমান সংখ্যাটি সাজানো হয়েছে সেগুলো হল –

সূচীপত্র

সম্পাদকীয় … ০৪

বাংলাদেশে উচ্চশিক্ষার মানোন্নয়ন ম. আখতারুজ্জামান … ০৫

অতুলনীয় বিদ্যাসাগর প্রফেসর কবীর চৌধুরী … ১০

বিজ্ঞানের গান রায়হান আবীর … ১৪

মস্তিষ্কে, অনুরণন সংগোপনে জওশন আরা … ৩০

বিশ্বাসের ভাইরাস অভিজিৎ রায় … ৩৯

রবীন্দ্র সাধক রফিকুল ইসলাম … ৫৩

রম্য রচনা

সেই কুমীরের গল্প ফাহিম রেজা … ৫৪

কবিতা

লিঙ্গত্ব জুবায়ের জনি … ৫৫

প্রতিক্রিয়াশীল মুক্তমনা শাহাদাত হোসেন … ৫৬

সাক্ষাৎকার
বেগম মুশতারী শফীর মুখোমুখি … ৫৭

শ্রদ্ধাঞ্জলি
রবীন্দ্রসঙ্গীত সাধক ও মহান শিল্পী সুচিত্রা মিত্র … ৬৫
শিক্ষাবিদ অধ্যাপক ম. আখতারুজ্জামান … ৬৬

পুস্তকের জগতে
অজ্ঞানতার ভাষা … ৬৭
গ্রান্ড ডিজাইন – ঈশ্বরবিহীন মহাবিশ্বের রূপরেখা অভিজিৎ রায় এবং অজয় রায় … ৭২

:line:

ঢাকা থেকে প্রকাশিত মুক্তান্বেষা পত্রিকাটির সম্পাদনা পর্ষদে আছেন –

  • অধ্যাপক অজয় রায়
  • অধ্যাপক শহিদুল ইসলাম
  • অধ্যাপক হাসান আজিজুল হক
  • এবং অনন্ত বিজয় দাশ
  • সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন সাইফুর রহমান তপন, টেলিফোনঃ ০১৭১৬ ০১৫২৭০, ০১৫৫ ৬৩২৭৭৫৭
  • মুক্তান্বেষার জন্য নিয়মিত লিখুন, বিজ্ঞানমনস্ক প্রগতিশীল মনন গড়ে তুলতে সাহায্য করুন।

    মুক্তান্বেষার পূর্ববর্তী সংখ্যা গুলো পাওয়া যাবে এখানে – (১ম সংখ্যা | ২য় সংখ্যা | ৩য় সংখ্যা | ৪র্থ সংখ্যা| ৫ম সংখ্যা | ৬ষ্ঠ সংখ্যা | ৭ম সংখ্যা) ।

    :line:

    মুক্তান্বেষার আগামী সংখ্যার জন্য মুক্তমনা ব্লগারদের কাছ থেকে প্রগতিশীল, বৈজ্ঞানিক ও যুক্তিবাদী চিন্তাধারার সাথে সম্পর্কযুক্ত লেখা আহবান করা হচ্ছে। লেখা ইউনিকোডে কিংবা বিজয়ে (সুতনী ফন্টে) পাঠানো যেতে পারে। ইমেইলে বিষয়ের ঘরে ‘মুক্তান্বেষা পত্রিকার জন্য লেখা’ বাক্যটি ব্যবহার করুন। লেখা পাঠানোর ঠিকানা – [email protected] এবং কপি করুন এই ইমেইলে – [email protected]

    :line:

    বাংলাদেশ থেকে মুক্তান্বেষার গ্রাহক হবার জন্য নীচের যে কোন একটি লিঙ্ক থেকে ফর্মটি পুরণ করে মানি অর্ডার/পে অর্ডার/ব্যাংক ড্রাফট সহযোগে শিক্ষা আন্দোলন মঞ্চের ঠিকানায় প্রেরণ করুন –

    গ্রাহক ফর্ম (পিডিএফ) :pdf:

    গ্রাহক ফর্ম (জেপেগ) (P)