আমার কি দোষ,
আদিগন্ত বুনোফুলের হিল্লোল যদি মন কাড়ে
মেঘমালা রঙের মাখামাখিতে যদি ডুবে যাই,
রাতের আকাশ যদি না সীমাহীন রহস্য করে;
অতঃপর ভাললাগার উত্তর যদি আমি না চাই?
যদি যুক্তি এবং,
ভাবনাগুলো বহু দূর গাঁয়ে যদি বেড়াতে চায়
প্রতিবাদ ঝিমোয়, মানবতার দৃষ্টিপথ হয় শুন্যে;
আমি জ্ঞানপাপ বিলাসে যদি গা ভাসাই, হঠাৎ;
ব্যাখ্যাতীত বিজ্ঞান যদি ভালবাসি, অপ্রমানিত?
আমি জেনেশুনে যদি,
জানতে না চাই, কি কেন এবং কিভাবে?
শব্দার্থ খুঁজতে যদি উদাস লাগে, আমার;
সমীকরনের স্বভাব ভাবনা যদি ছুটি নেয়,
যদি ভালো লাগার ভালবাসা একাই জেতে?
দোষ? ক্ষমাহীন যুক্তিরা বিক্ষুব্ধ,
তাড়া করে আটপৌরে এই মানুষ আমাকে
খারিজ করে দেয় ঐ কল্পমেয়াদী ভাব ছুটি
অকস্মাৎ খামোখা ভালোলাগা ভাব ঝরে যায়
যুক্তি, মানবতা ও এযাবৎ আহরিত জ্ঞানভারে।
মানুষ তো আর শালগ্রাম নয় ঠিক
একই রকম থাকবে সারা জীবন !
মাঝে মাঝে পাশ ফিরতেও হবে
মাঝে মাঝেই উড়াল দেবে মন
(শঙ্খ ঘোষ)
@শুভ্র,
আরে আরে কি দারুণ অদ্ভুত, আগে কখনো দেখিনি। শঙ্খ ঘোষের লেখা পড়ে দেখতে হবে তো। ধন্যবাদ শুভ্র আপনাকে, ভালো লাগছে।
@কাজী রহমান,
একটা সুন্দর কবিতা উপহার দেবার জন্য ধন্যবাদটা আপনার প্রাপ্য ৷ আরো লিখবেন আশা করি ৷
@শুভ্র,
অবশ্যই লিখব। ভাল থাকুন।
দারুন! একে বলে বৈজ্ঞানিক কবিতা।
অন্যরকম…অরিজিনাল…
@রাহনুমা রাখী,
আমাকে আরো সুখী করে দেবার জন্য আপনাকে (F) এবং ধন্যবাদ। ভালো থাকুন।
কবিতা কেন যেন মাথার উপর দিয়ে যায়। তারপরেও (Y)
@স্বাধীন,
:)) :)) বদলে যাওয়া নিজেকে মাঝে মাঝে আয়নার সামনে দাঁড় করানো আর কি। মন্তব্য আর পড়বার জন্য ধন্যবাদ।
ভাবের রসে ডুব সাঁতার কেটে হারিয়ে যাবার আগেই –
ভাববাদে ভয় পেয়ে ভাব-কে তাড়িয়ে দিচ্ছেন? তাতে কাঠামো থাকবে, প্রাণ থাকবে না।
তবুও সাধুবাদ, ভাবের জলে একটুখানি ….
@স্বপন মাঝি,
হাহ হা, ভাববাদীরা এখানে ভাল মার খায়। তাই একটু সুবিধাবাদী হলাম আর। তবে একথা তো ভুল নয় যে আমরা এখানে অনেক বেশী যৌক্তিক আর বিশ্লেষণী। সেই কারনেই আমাদের ভাবের পরিমার্জন, পরিশোধন, পরিবর্তন ইত্যাদি হয়েছে। এত কিছু জেনেও আবার স্বীকার করছি যে ভাবের ভয়ে ভাব ভেগেছে। 😕
অসাধারণ ভাল লেগেছিল।কিন্তু শেষ প্যাড়াতে এসে সব শেষ করে দিলেন।যুক্তি বিজ্ঞান জ্ঞান-এগুলোর সমাবেশ ঘটলে ভাব থাকবে না তা তো না।জীবনানন্দের কবিতায় যুক্তি খুঁজতে গেলে আশা করি পাবেন না।মানসিক বাস্তবতা একটা বিষয়।ওখানে সম্ভবত অনেক অদ্ভূত অদ্ভূত বিষয় খেলে যায়।তার জন্য মন খারাপ করার কারণ নেই।
@ইমরান মাহমুদ ডালিম,
মাঝে সাঝে অযৌক্তিক ভালো লাগাকে ছাড় দিতে ইচ্ছা করেনা। অভ্যাস খারাপ হয়েছে। এই লেখাটা ঐ রকম ভালো লাগাকে বাঁচিয়ে রাখার চেষ্টা অথচ …………।।। মন্তব্যের জন্য ধন্যবাদ।