কল্পনা চাকমা : পাপ মোচনের দায়
কল্পনা চাকমা– এই নামটি মনে করার সঙ্গে সঙ্গে বেদনায় মন ভাড়ি হয়ে আসে। বুকের মধ্যে দেড় দশক আগে বিঁধে যাওয়া কাঁটার রক্তক্ষরণ হতে থাকে, হতে থাকে।… মনে পড়ে হারিয়ে যাওয়া পাহাড়ি মেয়েটির কথা। মনে পড়ে আজও এই অপহরণের সুবিচার হয়নি। বাংলাদেশ নামক কথিত গণতান্ত্রিক রাষ্ট্র এতো বড় একটি মানববাধিকার লংঘনের দায় দীর্ঘ ১৫ বছর ধরে … পড়তে থাকুন কল্পনা চাকমা : পাপ মোচনের দায়
এমবেড করার জন্য এই ইউআরএল কপি করে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে পেস্ট করুন।
এমবেড করার জন্য এই কোড কপি করে আপনার সাইটে পেস্ট করুন