তোমার যত ভন্ডামি সব ব্যাভার দিয়ে ঢাকা থাক
ভালো লাগা ইটিশ পিটিশ এসব এখন তুইল্লা রাখ।
পরেজগারের বেশে ও কে যেমন খুশী তেমনি চাখ;
প্রেমিকরুপী কামের পুরুষ সময় বুঝে গিল্ লা খাক।
ভানপ্রেমিক রে কালকে স্বামী
তালাক অস্ত্র সঙ্গে রাখ
অবাধ্য তার শাস্তি স্বরূপ
তিন সতীনের ভুজুং ডাক;
মেয়ে লোকের সকল অঙ্গ
কঠিন করে ঢাকরে ঢাক,
পর পুরুষের কামের দৃষ্টি
নইলে তারে করবে খাঁক।
এসব কথা লেখা আছে পাক কিতাবে বুঝলি বাপ
হাদিস সুরা সকল দিয়াই করব দেশের আইন গাপ;
লাইগ্যা পইড়া মজা লুটো দেরির কুনো নাইরে মাপ,
বাঙালি রা জাগলে কলাম ব্যাবাক আশা হইব সাফ।
এক কথায় চিচিংফাক!!! :rotfl:
@বুনো বিড়াল,
কথা ঠিক, বাঙালিরা কবে পুরোপুরি জাগবে বলা কঠিন। ধন্যবাদ পইড়া মজা লওয়ার জ-ই-ন্ন :))
হামিও এক-খান রংগো ল্যাখ্যাছিনু
পকাস হইলো ক্যেনে না বুঝিনু 🙁
কিন্তু বাদল কমেন্ট দ্যেখ্যা
গেছি হামি খুবি ভইড়ক্যা!! :-O
পকাস না হয়্যাছে ভালো হয়্যাছে
নির্বাসন থ্যাক্যা বাচা গ্যাছে! :))
@টেকি সাফি,
হামদুলিল্লা হামদুলিল্লা। ভয় ই তো মূল কথা। কি সব গতি ফতি নিয়া অঙ্ক মারেন, আপ্নের গুনাহের ভয় নাই? এখন থিকা শুধু রতি নিয়া অঙ্ক করবেন। বেহেস্থে গতিবিদ্যায় কাম হবে না, হামদুলিল্লাহ, রতি বিদ্যা জানা থাকলে চির কুমারীদের নিয়া কত কাম সুখে থাকবেন চিন্তা করেন তো দেখি। ন্যাকবানেরা আফনের হেদায়েত করুক। (D)
দাড়ি ওয়ালা পাগড়ী পরা মোল্লারা যদি ক্ষেপে ভাই
লিখার দায় মাথা নিয়ে নির্বাসন ছাড়া উপায় নাই।
ব্যপক বিনোদন দিলেন গো।
@বাদল চৌধুরী,
নির্বাসনে যদি যান ই বাইজান তাইলে একটা সওয়াবের কাম কইরা যাইবেন কলাম, অন্তত দুগা মুল্লারে মাগনায় ডবল খাৎনা কইরা যায়েন। সাচ্চা বান্দা দুগা খাসী দিলে দোয়া করব। :))
হাঃ হাঃ … খুবই মজার হইসে!
(Y)
@অভিজিৎ,
বাঙালির রা (Ra) আলাদা রাখছি কিন্তু। বাঙালির বাঙালিত্ব নিয়ে বাঙালিরা জাগুক। রা জাগলে তো এক্কেরে ফানা ফিল্লা ………।। :))
ব্যাভার এবং গাপ শব্দের অর্থ বুঝিনি,
কবিতা পাঠ করে এগুচ্ছি আর একটু একটু করে রস…… তারপর অইলো কী,
সে বাঙালীকে দেখতে হয়তো একদিন আমাদের যাদুঘরে যেতে হবে।
এলোমেলো কিছু বলে আসল কথাটা বলি, খুব ভাল লেগেছে।
@স্বপন মাঝি,
গাপ করে দেওয়া মানে মেরে দেওয়া/খেয়ে ফেলা/গায়েব করে দেওয়া ইত্যাদি। ব্যাভার নিয়ে জিজ্ঞাসা; এ কেমন ব্যাবহার?
ভাত খাওয়া বাঙালি; বিচ্ছু, মহা বিচ্ছু; একবার যদি বিগড়ায় খবর আছে। কত দখলদার হানাদার বিদেশী অত্যাচারী মোগল ব্রিটিশ আর অপশক্তি খেদাইল আর এই মোল্লা বাহিনী, এদেরও একদিন খবর হবে। খালি বিগড়াইতে দেন। আপনার কাহিনীর দ্বিতীয় বিবাহ, মানে স্বামীদের তালাক হুমকির বিরুদ্ধে স্ত্রীদের উল্টা অন্য পুরুষে বিবাহ জারী রাখেন। তালাক একদিন যেন যাদুঘরে থাকে :))
@কাজী রহমান,
@কাজী রহমান,
লেখাটা পড়ে মনে হলো, আপনার কাছে চালান করে দেই,
http://www.dailyjanakantha.com/news_view.php?nc=15&dd=2011-05-28&ni=60000
@স্বপন মাঝি,
পড়লাম,
হ্যাঁ, তবে …………………………
তবে কোনটি গ্রহণ করা হবে, আর কোনটি বর্জন করতে হবে সে ব্যাপারে সচেতন না হলে বাংলাদের নিজস্ব সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে যে আশঙ্কা তার সাথে সম্পূর্ণ একমত আমি, এইটা মাথায় রাখতে পারলেই চলে।
ভাল থাকুন।
“ডারুন! ডারুন!!”
@শ্রাবণ আকাশ,
হেঃ হেঃ হেঃ অনেকডিন আপনার খবর নেই যে……।আপনার শুভেচ্ছার জন্য ডন্নবাড :))
খুব সুন্দর।
@তামান্না ঝুমু,
ধন্যবাদ তামান্না ঝুমু। আপনিও লিখতে থাকুন। (F)
চমৎকার (Y)
উঠিছে গড়ি মুক্ত মনন
খসিবে সহসা সব কিতাবের রহস্য বাঁধন।
গেল গেল রবে ওরা উঠিছে কেঁপে
অন্তঃজালে রহস্য ভেদের কলম দেখে ।।
@রাজেশ তালুকদার,
তাই যেন হতে থাকে, দ্রুত। ভাল থাকুন। :))
বাঃ বাঃ
লা জবাব !
@সেন্টু টিকাদার,
ধন্যবাদ ধন্যবাদ :))