আমাদের মধ্যকার যে আঁতাত,
তা ভালোবাসা নয়।
এটা তাহলে কি ?
তোমায় জিজ্ঞেস করছি বন্ধু,
হয়তো এটা শুধুই সঙ্গ।
একটা সময় ধরে যে শক্তির তীব্রতা
আমাদের মাঝে বিদ্যমান আছে,
তা ভালোবাসা নয়।
এটা তাহলে কি ?
রসায়ন, খেলা নাকি যাদু মন্ত্র ?
এর কম হলে আমার চলবে না‌।

আমাদের মধ্যকার ভৌত আসক্তি,
আমাদের বোঝাপড়া ভালোবাসা নয়।
কিন্তু এটা তাহলে কি ?
তোমার কাছে তো আমার লুকানোর কিছুই নেই,
তবে স্বাভাবিকতার আড়ালে আমরা আর লুকাতে পারি না।
আমরা এখন অদম্য এক কম্পনের অতি সন্নিকটে দাঁড়িয়ে;
এরপর সামনে যত রাত আসবে তা হবে ভাগাভাগির রাত।

প্রতিটি স্বপ্ন, প্রতিটি মুহুর্ত, প্রতিটি বেদনা হয়তো এক সময় হারিয়ে যাবে,
শুধু আমরাই পারবো না একটা নগ্ন সত্য হতে নিজেদের বাঁচাতে,
আমরা এখন অদম্য এক কম্পনের অতি সন্নিকটে দাঁড়িয়ে;
তা সে আগে হোক আর পরেই হোক।
আমাদের মধ্যকার যে আঁতাত
তা ভালোবাসা নয়….., হয়তো।