বৈশাখের ধূসরতা কেটে যাবে
আমার গ্লানিটুকু আমিই বুঝি,
বাহিরে অন্তরে
নিঃস্ব দোলায় চেপে
আমারই আড়ালে আমার মতন
একজন চলে যায়
নিঃশব্দে।

আর এক জন্মের অপেক্ষায়
সাদা খাতা অক্ষরে অক্ষরে
রক্তাক্ত।

বেদনা বিধূর অশ্রু
ভেজা চোখে নামে
জোছনার প্লাবন।
আমারই মত আমার
আর একজন
চমকে ওঠে পেঁচার ডাকে
মধ্যরাতে।

এতো অসহায় কাউকে দেখিনি
ভাসমান রক্তিম
সরোবরে।