বৈশাখের ধূসরতা কেটে যাবে
আমার গ্লানিটুকু আমিই বুঝি,
বাহিরে অন্তরে
নিঃস্ব দোলায় চেপে
আমারই আড়ালে আমার মতন
একজন চলে যায়
নিঃশব্দে।
আর এক জন্মের অপেক্ষায়
সাদা খাতা অক্ষরে অক্ষরে
রক্তাক্ত।
বেদনা বিধূর অশ্রু
ভেজা চোখে নামে
জোছনার প্লাবন।
আমারই মত আমার
আর একজন
চমকে ওঠে পেঁচার ডাকে
মধ্যরাতে।
এতো অসহায় কাউকে দেখিনি
ভাসমান রক্তিম
সরোবরে।
বাহ! চমৎকার কবিতা।
কবিতাটা পড়ে চুপচাপ কিছুক্ষণ গালে হাত দিয়ে বসে ছিলাম। ‘মন কেমন করে” হলে কিছু বলতে ইচ্ছে করে না।
ভাল থাকবেন।
@স্বপন মাঝি,
এমন হয় আমার ও মাঝে মধ্যে কথা আসেনা। এমন আমি বুঝতে পারি।
আপনি পড়েছেন কবিতা আমি তাতেই ধন্য। শুভকামনা জানাই।
প্রিয় মডারেটর/ অথবা এডমিন-
আমি ই-বার্তা লিখতে গিয়ে লিখতে পারলাম না বাংলায় । কেননা বাংলা শব্দ ভেঙ্গে যাচ্ছে। অভ্র কাজ করছেনা। আমাকে সাহায্য করবেন অনূগ্রহ করে?
আমার একা হচ্ছে নাকী বাকী সবার হচ্ছে জানিনা। আমি অনেক দিন পরে এলাম তাই বুঝতে পারছিনা।
জীবনের এই খেলাঘরে আমরা কখনো হারবো কখনো জিতবো, এর নামই তো জীবন।
একটা গান শুনো-
httpv://www.youtube.com/watch?v=B6jQrGqT6mo&feature=related
@আকাশ মালিক,
আপনি এই গানটা দিয়ে আমাকে অনেক পেছনে নিয়ে গেলেন। যখন একটা সিনেমা দেখার জন্য বাবার পেছনে ঘুর-ঘুর করতাম। কবে নিয়ে যাবেন দল-বল মিলে শেষ দিকে নিতেন। এই গানে যাকে দেখলাম মনে হয় তিনি সুজাতা, গানের কণ্ঠ আব্দুল আলীম। মধুর কন্ঠ আব্দুল আলীমের। এখন আর এমন কণ্ঠ খুঁজে পাওয়া যাবেনা। ভালো লাগলো।
@আকাশ মালিক,
গানটা শুনে হারিয়ে গিয়েছিলাম। খুব ভাল লাগলো। আপনার ভান্ডারে মনে হয় অনেক গান আছে। একটা গান খুঁজে খুঁজে হয়রান, ক্থাগুলো মনে হয় এরকম “বিকাল বেলা মিলছে মেলা, ভোরের হাওয়া লাগছে গায়”
যদি জানা থাকে, অনুগ্রহ করে জানাবেন কি?
বিষন্নতার ছবি আপনার কবিতাটা , মনে হচ্ছে আপনার বর্তমান বাস্তবতা। কবিতা, সঙ্গীত, শিল্প এগুলো আছে বলেই না মানুষ হলো মানুষ, নইলে জীব জানোয়ারের সাথে তাদের পার্থক্য থাকতো কোথায় ?
তবে সাম্প্রতিক কালে বাংলাদেশে পেঁচা আছে কি না বুঝতে পারছি না। ঝোড় ঝাড় জঙ্গল এসব তো নেই আর , অতিরিক্ত আদম সন্তানের চাপে সেসব তো কবেই বিনাশ হয়ে গেছে মনে হয়।
@ভবঘুরে,
আপনি আমার লেখা পড়েছেন তাতেই আমি খুশি। পেচার ডাক শুনি বৈকি, তবে শহরে না, মাঝে মধ্যে গ্রাম অঞ্চলে গেলে এখনও শোনা যায়।
আপনাকে অনেক ধন্যবাদ।
অনেকদিন পর আপনাকে মুক্তমনায় দেখে ভাল লাগল। মাঝখানে শুনেছিলাম আপনার বোনের শরীর ভাল নয়। আশা করি সব ঝুট ঝামেলা মিটে গেছে।
@অভিজিৎ,
ছোট বোন ২৫ দিন হসপিটালে থেকে বাসায় গিয়েছে। মেজর অপারেশন হয়েছে
তো, আগামী কাল আবার ডাক্তার আছে। সময় লাগবে। তবু আপনার শুভকামনায় আশা করি সুস্থ হবে। বাদবাকী ভাগ্য।
অনেক দিন পরেই মুক্তমনায় এলাম। এক সাথে ঝড় বয়ে গিয়েছিল অনেকদিন।
এক দিকে মেয়ের এইচ,এস,সি পরীক্ষা অন্য দিকে ছোট বোন এমন অসুস্থ।
শরীর মন সবই খারাপ ছিল। এখন কিছুটা ভালোর দিকে।
কথায় আছে না ,
দূর্ভাগ্য একা আসেনা
আমার অবস্থাও তেমনই। আপনি খোঁজ নিলেন ভালো লাগলো।
@আফরোজা আলম,
আমাদের জীবনে মাঝে মাঝে সমস্যার সৃষ্টি হয়,বিপদ আসে আবার চলেও যায়।আপনার বিপদ-আপদ আস্তে আস্তে কাটিয়ে উঠেছেন জেনে ভাল লাগছে।ভাল থাকবেন।
@তামান্না ঝুমু
আপনাকে অনেক ধন্যবাদ, সাথে থাকার জন্য।
অসম্ভব বিষণ্ণ ছবি।
আপনার সাম্প্রতিক জীবন জটিলতা আর এই সময় এমনি একটি দৃশ্যকে এক সুতোয় গাঁথা বাস্তব বলে মনে হচ্ছে।
আমার ধারনা এখানে লিখে হাল্কা হয়েছেন।
দুঃখিত দোয়া করতে পারছি না তাই, তবে এখন আর ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। ভালো বোধ করুন। (F)
@কাজী রহমান,
ভীষন সহমত (Y)
জীবন আছে বলেই কষ্ট,দুঃখ,জ্বরা,অসুখ-বিসুখ,বেদনাসহ কিছুক্ষনের জন্য সুখ,আনন্দ থাকবেই।তাই আপনাকে বলছি বিষন্ন না হয়ে জীবনের তরে তাকানোই হবে সুখের কাজ।
ভালো থাকার চেষ্ঠা করবেন।
অ,টঃ আপনার এস,এম,এস এর জন্য ধন্যবাদ।
@মাহবুব সাঈদ মামুন,
আপনি বলেছেন,
অবশ্যই ঠিক বলেছেন। আপনাকেও অনেক ধন্যবাদ।
অঃটঃ- আপনি ভালো আছেন কিনা জানার জন্য মেসেজ দিয়েছিলাম।
@কাজী রহমান,
হয়তো আপনার কথাই ঠিক। এর আগেও আপনি আমাকে অনেক সুন্দর করে
বলেছেন, আমি কৃতজ্ঞ সে জন্য। সুখের সময় অনেককে পাওয়া যায়। কষ্টের দিনগুলো বড্ড একাকী কাটে। সাথে থাকার জন্য ধন্যবাদ।
আগের মতই আফরোজার কবিতা পড়ে মনটা আছন্ন হয়ে যায়।
আগের কবিতাগুলোর মতই এই কবিতাটাও খুব সুন্দর হয়েছে।
@আবুল কাশেম,
অনেক ধন্যবাদ কবিতাটা পড়ার জন্য।
সুন্দর বিষন্ন কবিতা!
তারপর কেমন আছেন?
@লাইজু নাহার,
ধন্যবাদ, পড়ার জন্য। কেমন আছি? জীবনে এমন কোনোদিন ছিলাম না। ভালো মন্দের উর্ধে আছি গো। এমন ও জীবন হয় এইটাও অভিজ্ঞতা হল। আমাদের পরিবারের জন্য দোয়া করবেন।
@লাইজু নাহার,
আসলে কবিতা কেউ পড়ুক চাই না পড়ুক, আমি লিখে যাই মনের তাড়নায়।
অনেক সময় অনেক দুর্বোধ্য কষ্ট থেকে কবিতা বের হয়ে আসে। আর মুক্তমনায়
লেখা না দিলে কেমন যেন লাগে। এই কারনে দেই। জানি হয়তো অনেকেই কবিতা পছন্দ নাও করতে পারেন। আপনি বা আপনার মত ক’জন পড়লেই চলবে।
আর,
চমৎকার, চমৎকার!
অনেক দিন পরে আপনার আগমন। শুভেচ্ছা।
@সাইফুল ইসলাম,
হাঁ, অনেক অনেক দিন পরে এলাম। অনেক ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।