আমাদের ফরিদ ভাইয়ের মত একটা ডিসক্লেমার দিতে হবে এই পোস্টের আগে। এটি একটি রসময় পোস্ট। কাচ্চা বাচ্চাদের প্রবেশ নিষেধ। কেবলমাত্র প্রাপ্তবয়স্করাই এটি পাঠ করবেন। আর যেহেতু এটি একটি রসময় পোস্ট, সেহেতু এটি খুব বেশি সিরিয়াসলি না নিলে কিংবা এর অন্তর্নিহিত কোন তাৎপর্য খোঁজার চেষ্টা না করাই ভাল হবে।
:line:
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, মরহুম বিন লাদেন চমৎকার একটি ইসলামী জীবন অনুসরণ করেছেন। যেখানে তিনি তার বিপ্লবী আদর্শে বলিয়ান উম্মতদের আত্মঘাতী বোমা হামলায় প্ররোচিত করেছেন, নাইন- ইলেভেনের মত আরো ঘটনা পুনর্বার ঘটানোর ডাক দিয়েছেন, কাফির নাসারাদের সমূলে ধ্বংস করে ইসলামী সাম্যবাদের পতাকা তুলে ধরার হাক ডাক পেরেছেন, সেখানে সেই বিপ্লবের অসংবাদিত নেতা লাদেন ইসলামাবাদের মাত্র ৬০ মেইল দূরে সামরিক বাহিনীর অভয়ারণ্য বলে খ্যাত এবোটাবাদের একটি দূর্গতুল্য প্রাসাদে তিন স্ত্রী এবং এগারোজন সন্তান সন্ততি নিয়ে নিরাপদে জীবন যাপন করতেন, কাফির নাসারাদের বানানো কোকা-কোলা / পেপসি চুক চুক করে পান করতেন, শখ করে দূর্গের বাইরে মারিজুয়ানা বা গঞ্জিকার বাগান করতেন, এবং গভীর রাতে কম্পিউটারে বসে বসে পর্নোগ্রাফি দেখতেন। চমৎকার একজন ইসলামী নেতার মতোই কাজ কারবার।
বিন লাদেন সংক্রান্ত সর্বশেষ চাঞ্চল্যকর খররটি হল, যে বিন লাদেন মেয়েদের সম্মান করে শরিয়া মোতাবেক চলাফেরা, হিজাব পরা, পর্দানসীন থাকাকে পশ্চিমা ধাচের অশালীন চলাফেরার চেয়ে অনেক উৎকৃষ্ট বলে মনে করতেন, সেই লাদেন পশ্চিমা মেয়েদের পর্নোগ্রাফি তার কম্পিউটারে সংগ্রহ করে রাখতেন, এবং সম্ভবত উৎসাহের সাথে সেগুলো তারিয়ে তারিয়ে উপভোগ করতেন। এ খবরটি প্রকাশিত হয়েছে রয়টার, সিএনএন, ইয়াহু নিউজ, ফক্স নিউজ, এবিসি নিউজ, গার্ডিয়ান, হাফিংটন পোস্ট সহ বহু নিউজ মিডিয়াতেই। এরকম একটি নিউজ –
যদিও হলফ করে বলার উপায় নেই যে, বিন লাদেনই সেই পর্নোগুলো দেখতেন, কিন্তু তার পরেও যখন তার পার্সোনাল কম্পিউটারেই রকমারী ধরণের ঢালাও পর্নের সংগ্রহ আবিস্কৃত হয়েছে, এবং সেই কম্পিউটারটি সুরক্ষিত ছিলো কেবল বিন লাদেনের নিত্যদিনের ব্যবহারের জন্যই, তখন মন থেকে জোরালো একটা সন্দেহের তীর প্রক্ষিপ্ত হয় বৈকি! যাহা হাঁসের মত প্যাক প্যাক করে আর যার হাসের মত পালক আছে – তাহা শেষ পর্যন্ত হাঁসই!
আমি পর্নোবিরোধি কেউ না। কে নিশিরাত জেগে পর্নোগ্রাফি দেখছে আর না দেখছে সেটা আমার বিবেচ্য ছিলো না কখনোই, এই লেখার মাধ্যমে পর্নোগ্রাফির বিলুপ্তির কোন পিটিশনও হাজির করছি না আমি, যার ইচ্ছে হয় দেখুক, আমার কী বলার আছে! কিন্তু আমার আগ্রহের কেন্দ্রবিন্দুটি হল – যে বিন লাদেন পাশ্চাত্যে অশ্লীলতা, পর্নোগ্রাফি, হোমোসেক্সুয়ালিটি আর পতিতাবৃত্তি সহ বহুকিছুতে সোচ্চার, সকল ধরণের ‘পশ্চিমা বেলেল্লাপনার’ বিরুদ্ধেই তার নিরঙ্কুষ জিহাদ, সেই নীতি নৈতিকতার চূড়ামনি বিধ্বংসী জিহাদী নেতা লাদেন বসে বসে পর্নোগ্রাফি দেখতেন – ব্যাপারটা অভিনব না? সর্ষের মধ্যেই যখন ভুত থাকে, তখন আর কী বা বেশি বলার থাকে।
আমি ফেসবুকে এ নিয়ে একটি স্ট্যাটাস দেয়ার পর আমার ফেসবুক বন্ধু নিপুন সরকার একটি মজাদার মন্তব্য করেছেন –
“এইগুলা হয় কাফির ইউএছদের প্রপাগান্ডা নয় এইগুলা ১০০% শরিয়তি হালাল পর্ণ… 🙂 “
ছবি – ওসামা বিন লাদেনের হালাল পর্ন?
তারপর থেকেই আমি ভাবছি, ওসামার দেখা এই ১০০% শরিয়তি হালাল পর্নোর তালিকা কেমন হতে পারে? নিউয়র্ক পোস্ট একটা মজার তালিকা করতে চেষ্টা করেছে, তালিকাটা এরকমের –
* তালিব্যানাস (Talibuns)
* ডেব্বি ডাস এবোটাবাদ (Debbie Does Abbotabad)
* ওরআল কায়দা (Oral Qaeda)
* নো ফতোয়া চিক্স (No Fatwa Chicks)
* ৯ ১/২’র শেখরা (9 1/2 Sheiks)
* আই ই ডিডিডি (IE-DDD)
* সুইসাইড বোম্বশেলস ৬ (Suicide Bombshells 6)
* বিহাইন্ড দা গ্রিণ বুর্কা (Behind the Green Burqa)
* সহস্র আরব এক রজনীতে (1000 Arabians in One Night)
* ওয়েপন অব ম্যাস শিডাকশন (Weapons of Mass Seduction)
ইত্যাদি।
বিল মার আমার প্রিয় একজন কমেডিয়ান। আমি এইচ বি ও চ্যানেল দেখিই মুলতঃ বিল মারের শুক্রবারের ‘রিয়েল টাইম উইথ বিল মার’ দেখার জন্য। গত শুক্রবার ছিলো বিল মারের জন্য পয়মন্ত একটি দিন। লাদেনের কম্পিউটারে পর্ন পাওয়া নিয়ে মজার কিছু রসিকতা করলেন বিল মার শুরুতেই। তারপর শো শেষও করলেন তার বিখ্যাত ‘নিউ রুল’-এ লাদেনকে নিয়ে এসে। বিল মারের ‘নিউ রুল’ এ লাদেনের হালাল পর্নের তালিকাটি এরকম –
* ডিপ গোট (deep goat)
* র্যাডিকাল জিজলাম (Radical Jizzlam)
* বেয়ারলি ভিজিবল (Barely visible)
* সেভেটি টু ভার্জিন এণ্ড ওয়ান ভেরি একসটেড রান জেরোমি (72 Vergin and one very exhausted run Jeremy )
* ইয়েন্টল (Yentl)
ইউটিউব থেকে বিলমারের নিউরুলের লাদেন সংক্রান্ত অংশটুকু এখানে তুলে দেয়া হল –
httpv://www.youtube.com/watch?v=xonDwYQ_-AU
বলাই বাহুল্য নিউইয়র্ক পোস্ট আর বিল মারের তালিকাটি বানানো, লাদেনের কম্পিউটারে পর্নো পাওয়া যাওয়ার খবরটি সঠিক হলেও ‘হালাল পর্নের’ তালিকাটি নয়; এটা স্রেফ রসিকতা। এটা বলতেই হল, কারণ আমাদের ইসলামী ভায়েরা আবার রসিকতা বুঝতে পারেন না। দেখা যাবে, তারা আরেক সাইটে গিয়ে আমার বিরুদ্ধে হুঙ্কার ছাড়ছেন – একটা বানোয়াট বানানো মিথ্যা পর্ণের তালিকা দিয়ে ইসলামের ইমেজ নষ্ট করতে চাচ্ছেন বদ্ধমনা অভিজিৎ রায়।
না ইসলামের ইমেজ নষ্টের জন্য অভিজিৎ রায়কে লাগে না। ইসলামের ‘অবিসংবাদিত নেতা’ বিন লাদেনের বিবিধ কাজ কর্মই ইমেজ ধূলিস্ম্যাৎ করার জন্য যথেষ্ট। 🙂 শুধু পর্নোগ্রাফি নয়, বিন লাদেনের দূর্গ থেকে এভেনার মত বিভিন্ন ‘সেক্সুয়াল স্টিমুলেটর’ও পাওয়া গেছে। তার চেয়েও মজার ব্যাপার হল, নিজে আয়েশ করে বাহারি ধরণের পর্নো দেখলেও তার মৃত্যুর পরে তার স্ত্রীরা যেন কোনক্রমেই পুনর্বার বিয়ে না করতে পারেন – এ নিয়ে একটি উইল করে গেছেন ‘মহানুভব লাদেন’। অবশ্য এগুলো কোনটাই আমার কাছে খুব একটা বিস্ময়কর কিছু মনে হয়নি। কাগজে কলমে মৌলানারা তোতাপাখির মত ‘ইসলামে পর্নোগ্রাফি হারাম’ জাতীয় বুলি আউরালেও কিংবা বোরখা আর হিজাবের জয়গান গাইলেও আরব বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোই সবচেয়ে ‘সেক্স স্টার্ভড’ জাতি সেটা অনেক আগে থেকেই মুখে মুখে প্রচলিত ছিল। হিন্দি নাচ গানের সেন্সুয়াল ভিডিওর জমজমাট ব্যাবসা নাকি আরবেই। মধ্যপ্রাচ্যের ‘বেলি ড্যান্সিং’ কিংবা পাকিস্তানের মুজরার কথাও কমবেশি সবাই জানে। শুধু তাই নয়, সৌদি বাদশাহদের হারেম পোষা থেকে শুরু করে, দেশ বিদেশ থেকে সুন্দরী নারী ভাড়া করে নিয়ে এসে শেখদের পার্থিব লালসায় ব্যবহারের খবর প্রায়ই পত্রপত্রিকায় পাওয়া যায় (ইরোটিক এবং পর্নোগ্রাফিক আরব কালচার নিয়ে অনেক গবেষণাও হয়েছে, দেখুন এখানে)। আর এর মধ্যে পাওয়া গেছে আরো এককাঠি সরেস খবর। সম্প্রতি গুগলের বদৌলতে পর্নোওয়েবসাইট কারা বেশি পরিভ্রমণ করে এ সংক্রান্ত জরিপ চালানো হয়েছে, আর এ থেকে বেরিয়ে এসেছে এক মজাদার তথ্য। ২০০৬ সালে করা এ জরিপে পাওয়া ফলাফলে কারা বেশি পর্নসাইট ভ্রমণ করেন জানেন? পাঠকেরা হয়তো অবাক হবেন – ইসলামী শরিয়া সমৃদ্ধ পাকিস্তানীরা। শুধু ২০০৬ সালের নয়, ২০০৪ সালের পর থেকেই পাকিস্তানীরা এ ব্যাপারে শীর্ষে, এবং গত বছরের জরিপেও একই ফলাফল বেরিয়ে এসেছে (২০১০ সালের রিপোর্টের ফলাফল দেখুন এখানে) । জরিপ থেকে দেখা যাচ্ছে, পাকিস্তানীরা কেবল হিউম্যান সেক্সেই আগ্রহী নয়, সেই সাথে ‘horse sex’, ‘donkey sex’, ‘camel sex’ প্রভৃতি সার্চেও তালিকার প্রথমে। শুধু পশুমেহনে পাকিদের আসক্তি থাকলেও না হয় কথা ছিল, সেই সাথে তার আগ্রহী ‘rape sex’, child sex এবং ‘rape video’ দর্শনেও (সাধু সাবধান :-s )। এই দেশটাকে পাকিস্তান না ডেকে পর্ণিস্তান ডাকলেই তো হয় ( ইন ফ্যাকট ফক্সে এ সংক্রান্ত একটি নিউজ হেডিং ছিল –No. 1 Nation in Sexy Web Searches? Call it Pornistan) । আরো আছে – ২০০৬ সালের রিপোর্ট অনুযায়ী যৌনতাসন্ধানী বুভুক্ষু প্রথম দশটি দেশের ছয়টিই ইসলামী দেশগুলোর দখলে। সেগুলো হচ্ছে: মিসর (দ্বিতীয়), ইরান (চতুর্থ), মরক্কো (পঞ্চম), সৌদি আরব (সপ্তম) এবং তুরস্ক (অষ্টম)। অমুসলিম দেশ চারটে হচ্ছে: ভিয়েতনাম (তৃতীয়), ভারত (ছয়), ফিলিপাইন (নবম) এবং পোল্যান্ড (দশম)। অর্থাৎ দেখা যাচ্ছে, প্রথম আটটি দেশের ছ’টিই মুসলিম অধ্যুষিত দেশ। কি চমৎকার ইসলামী নিয়মানুবর্তিতা, আর ইসলামী রক্ষাকবচ!। দ্য ডেইলি বিস্টের কলামিস্ট আসরা নোমানী ‘Bin Laden’s porn and Muslim hypocrisy on sex’ শীর্ষক প্রবন্ধে এজন্যই লিখেছেন –
“Some of the Muslim societies that are the most repressive toward women…also have some of the highest rates of pornography usage in the world.”
জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের টেরোরিজম বিশেষজ্ঞ ক্রিস্টিন ফেয়ার বলেছেন, ‘লাদেনের বাসায় পর্ন পাওয়ায় অবাক হইনি মোটেই। জিহাদীরা পর্নো ভালবাসে এটা তো জানা কথাই। সাধে কি তাদের জন্য পরকালে বাহাত্তুরটা হুর পরীর লোভ দেখানো হয়েছে নাকি!’। রজার সিম্পসনের উদ্ধৃতি দিয়েই বলতে হয় – ‘the greater the repression the greater the revolution’. আগামী বিশ্বের সেক্সুয়াল রিভলুশন সম্ভবতঃ ইসলামী বিশ্বেই শুরু হবে, আর মরহুম বিন লাদেন হলেন সেই বিপ্লবের পথিকৃত। আমার তো তাই মনে হচ্ছে।
অথচ পর্নগ্রাফি নাকি হারাম ইসলামে! এক মুখে পর্নোকে হারাম বলা হয়, অথচ ইসলামের জিহাদীদের নেতাই বসে বসে সোৎসাহে পর্ন দেখেন। হারামের কথাই যখন এলো, কী হারাম নয় কেউ কি বলতে পারেন? সেদিন আমাদের সৈকত চৌধুরীর ফেসবুক স্ট্যাটাস থেকে ধর্মকারীর একটি পোস্টে গিয়ে একটা মজার এবং তাৎপর্যপূর্ণ লেখা পড়লাম, শিরোনাম –এ জীবন রাখিয়া কী লাভ!, সেখানেই পেলাম অমূল্য এই ছবিটি –
ছবি -ইসলামে যে কি হারাম নয়, কেউ বলতে পারে?
উপরের ছবিটি নিজেই অর্থবহ, যাকে ইংরেজীতে বলে সেলফ-এক্সপ্লেনেটরি। তাই ব্যাখ্যা বিশ্লেষণের খুব বেশি দরকার নেই। আমার অবশ্য বেশি পছন্দ অস্ট্রেলিয়ান কৌতুকাভিনেতা জিম জেফ্রিসের নান্দনিক ব্যাখ্যাটাই। জিহাদী মুসলিমেরা এতো ক্ষ্যাপা কেন, এ বিষয়ে কমেডিয়ান জিম জেফ্রিসের মজার একটা ভিডিও আছে নেটে। তিনি সেই ভিডিওতে কৌতুক করে (ইংরেজীতে) বলেছিলেন:
‘ভাই আমি আর যাই হই মুসলিম হৈতে পারুম না। আরে মুসলিম হৈলে আমি তো আর বেকন আর বিয়ার খাইতে পারুম না, ভাবা যায়? আর শালার এই দুইটা জিনিসই হৈল গিয়া পৃথিবীর সব চাইতে তামান্দারি দুইখান জিনিস। তুমি যদি আমার থেইকা বেকন আর বিয়ার কাইড়া নাও, আমি শালা গিয়া বিল্ডিং এর উপর উইড়া গিয়া শালার বিল্ডিং উড়ায় দিমু’।
জিম জেফ্রিসের ভিডিওটি ইউটিউব থেকে এম্বেড করে দেওয়া হল –
httpv://www.youtube.com/watch?v=VEfL11huQxY
অবশ্য সেক্স ম্যানিয়্যাক জীব কেবল ইসলামেই আছে তা মনে করলে বেজায় ভুল হবে। সব ধর্মেই সেটা কমে বেশি আছে বলাই বাহুল্য। পরলোকগত সাইবাবার সেক্স স্ক্যান্ডাল পত্রপত্রিকায় এসেছে। ‘ভগবান রজনীশের’ যৌনউন্মত্ততার কথাও সর্বজন বিদিত ছিল। চার্চের বিভিন্ন পাদ্রী প্রায়ই শিশু যৌন নিপীড়ণ এবং ব্যাভিচারের কারণে নিত্যদিনই পত্রপত্রিকার শিরোনাম হন, তা তো আমরা এখনও হর-হামেশাই দেখছি। আসলে যেখানেই মাত্রাতিরিক্ত বাধা্র প্রাচীর তুলে দিয়ে যৌনতাকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে, সেখানেই তৈরি হয়েছে নানা ধরনের আসক্তি এবং আস্ফালন। আমরা নাফরমান নাস্তিকেরা অবশ্য মনে করি যৌনতা বিবর্তনেরই ফসল। যৌনতাকে পাপ, ব্যাভিচার, পশ্চিমের বেলাল্লাপনা বলে কৃত্রিম উপায়ে যে নিয়ন্ত্রণ করা যায় না, যায় না দমন করা কেবল হিজাব কিংবা বুরকার বুলি কপচিয়ে, সেটা মরহুম ওসামা বিন লাদেন লুকিয়ে লুকিয়ে পর্ন দেখে এবং অন্যান্য (অ)কাজ কুকাজের মাধ্যমেই পূনর্বার প্রমাণ করে দিলেন, নয় কি?
লাদেন এই পোস্ট পড়তাসে আর কইতাসে “কৃষ্ণ করলে লীলা আর আমি করলে বিলা “
এতে করে সমস্যা তো আরও বাড়লো। ইসলামের পক্ষে যারা কথা বলেন, তাদেরকে লাদেনের উদাহরণ দিতে গেলেই এখন তারা বলবেন, লাদেনের ইসলাম সঠিক ইসলাম নয়, সে নিজেই তো পর্ণগ্রাফি দেখতো।
একটা যায়গাতে মোহাম্মদ ও লাদেনের মিল ভালই দেখা যাচ্ছে।
মোহাম্মদ মারা গেছিল এক ইহুদী নারীর বিষ মাখা মাংস খাওয়ার কারনে। যদিও তাৎক্ষনিক মৃত্যু ঘটে নি। মৃত্যু ঘটেছিল ধীর বিষক্রিয়ায়, যে কারনে মৃত্যুর সময় তাকে গভীর যন্ত্রনা ভোগ করতে হয়। লাদেনও তেমনি মারা গেল খৃষ্টান( ইহুদী ও নাস্তিকও হতে পারে) মার্কিন সেনাদের গুলিতে। তফাৎ শুধু একটাই- লাদেন অতি দ্রুত পটল তুলেছে অনেকগুলো গুলি খাওয়ার পর। আরও একটা মিল এদের কাউকেই আল্লাহ বাঁচাতে আসেনি। সেটাই আফশোশ!
অভিজিৎ দার পোস্ট টা পরে আমার স্বলিখিত প্রবচনের কথা মনে পড়লো, আমাদের মুসলমান ভাইদের দেখলে মনে হয় তাদের আল্লা তাদের আদেশ দিয়েছেন “হে মুমিনগণ! তোমরা দলে দলে না হলে একা একা বাড়ীর ভেতরে পর্ন দেখো, কিন্তু সাবধান! শয়তানের প্ররোচনায় পরে সুন্দরি প্রতিযোগিতা হতে দিও না। বিশ্বাসীগণরা জানে যে তাদের জন্য পর্ন হালাল করা হয়েছে। কিন্তু কাফের মুশরিকরা তা বুঝবে না, সেই জন্যে তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন আগুন, যদি তারা জানত।” (I)
মেয়েদের বোরখা হিজাবের জন্য যারা গলাবাজি করে তারা মেয়েদের সম্মান করে এই কথা ভ্রুনাক্ষরেও স্বীকার করব না।
আর লাদেনের পর্নোগ্রাফিক আচরনে মোটেও অবাক হইনি।বরং না হলে অবাক হতাম।
ধার্মিক ব্যক্তিদের কাছে মেয়ে মানুষ যে শুধুই শরীর এ কথা মুক্তমনা যেই কেউ স্বীকার করবে।
বেটায় বাইচা থাকলে বাপের পথ ধরত।বাপে তো ৫৭টার মত উৎপাদন করসে।উনি তো মাত্র ২৭টা!
যাহা হাঁসের মত প্যাক প্যাক করে আর যার হাসের মত পালক আছে — তাহা শেষ পর্যন্ত হাঁসই!
@হৃদয়াকাশ,
জোশ মন্তব্য তো বুঝলাম কিন্তু থাম্পস ডাউন দিয়ে দিলেন যে! 🙂
@অভিজিৎদা,
আমার স্বভাবই হচ্ছে ব্যতিক্রম কিছু করা। এটা কেনো জানি আমার অবচেতন মন থেকেই চলে আসে, এজন্যই হয়তো দিয়ে ফেলেছিস থাম্বস ডাউন। :-Y
ধর্মকারী সাইটের একটি শ্লোগান হচ্ছে- ধর্মই সকল কৌতুকের উৎস। কিন্তু এখন আমার মনে হচ্ছে সকল ধর্ম নয়, মুসলমানরাই সকল কৌতুকের উৎস। :lotpot:
একটা গান মনে পড়ল-
আল্লায় নিজেই পর্ণো দেখে/ আমি থুক্কু লাদেন দেখলে দোষ কি…
আহ নিচে না গিয়ে ভুল যায়গায় চলে এসেছে কমেন্টটা!
পোস্টখানা পাঠ করিয়া বেশ মজা পাইলাম। এইবার তৃপ্তির সহিত একটা হালাল ঘুম দিতে গেলাম।
ভালো লেগেছে। 🙂 যাহোক, লাদেন পর্ন দেখতেন- এটা অন্যায় কিছু মনে করি না। তাকে সন্ত্রাসী থেকে শুরু করে নবীজী- পৃথিবীর প্রতিটি মানুষের জন্য যৌনতা স্বাভাবিক একটা বিষয়। পশ্চিমা বিশ্বের মিডিয়াগুলো এসব প্রকাশ করে চাঙ্গা রাখার চেষ্টা করে। চেক করলে পৃথিবীর সব VIP-দের কম্পিউটারে পর্ন পাওয়াটা বিচিত্র কিছু না। অসুবিধা নেই লাদেন ভাইয়ের। মৃত্যুর পর এসব খবরে তার কিছু আসে যায় না।
@পুঁটিমাছ, ‘সন্ত্রাসী’ শব্দের আগে ‘তাকে’ লিখলাম ভুলে 😛 হাহা, ‘উত্তেজিত’ হয়ে পড়েছিলাম মনে হয়। 😛
@পুঁটিমাছ,
এই জন্যই তো ধর্মে আছে বেশি উত্তেজনা ভাল না। ধর্মকর্ম কিছু করবেন না, তো হবে ক্যামনে।
ভালই ত বলেসেন। রশময় পশ্তের কথা বলে কতগুল পিন মারা কথা বল্লেন ।
কয়দিন এইখানে আসি না দেখে ভালই তো ইসলাম বিদ্বেষের পসরা খুলে বসেছেন। আমি নিয়মিত থাকার সময়ে তো ঠান্ডা মেরে গেছিলেন।
যাক গে, কাফের নাছারা ইহুদীদের মিডিয়ার কোন খবরেই আমি বিশ্বাস করি না। আল জাজিরার লিংক দেন, তারপর দেখা যাবে।
@আদিল মাহমুদ, ভাইরে,কাফের-ইহুদী-নাছারাদের কথায় কান দেন না জেনে ভালো লাগল। এখানে ইসলাম বিদ্বেষের পসরাও খুলে বসা হয় নি। লাদেন পর্ন দেখতেন কি দেখতেন না- সেটা আমরা সত্যিকার অর্থে জানতেও পারব না। তিনি না দেখলেও তার ইমেজ একই থাকে। এখানে শুধু ‘মুখে এক, মনে আরেক’ বিষয়টা নিয়ে মজা করা হচ্ছে। লেখক তো ডিসক্লেইমার দিয়েই দিয়েছেন।
@পুঁটিমাছ,
আপনি মনে হয় বুঝতে পারেননি, আদিল মাহমুদ কথাগুলো মজা করে বলেছেন। উনাকে আগে থেকে হয়তো চিনেনা তাই বুঝেননি :-)।
@রামগড়ুড়ের ছানা, সবই রূপক, আমরা কাফির রা তার মোজেজা বুঝব না 😛
@পুঁটিমাছ,
এই লেখককে আমি বেশ ভাল করেই চিনি ভাইজান। ইনি কুখ্যাত ইসলাম বিদ্বেষী, কাফের নাছারা এহুদীদের পয়সা খেয়ে ৯১১ এর পর থেকেই এ ধরনের বিভ্রান্তি মূলক প্রচারনা চালিয়ে আমাদের মত ঈমান্দারদের ঈমান হালকা করার চেষ্টা করছেন। উনি গালিগালাজ করেন না, মুখে মিষ্টি মিষ্টি কথা বলে কৌশলে মগজ ধোলাই করেন।
এক পর্যায়ে আমিও ওনার পাতা ফাঁদে প্রায় পাড়া দিয়ে ফেলেছিলাম, তবে শেষ মুহুর্তে রাব্বুল আলামিন আমাকে রক্ষা করেছেন।
@আদিল মাহমুদ,
লাদেনের ‘ইয়ে’র মতো আপনার ঈমান যে খাড়া আর তরতাজা আছে, তাহা শুনিয়া প্রীত হইলাম। :))
কিন্তু রাব্বুল আলামীন ‘শেষ পর্যন্ত’ আপনাকে রক্ষা করতে তো পারেন নাই বলেই মনে হয়। অন্য ব্লগে গিয়ে তো ইহুদী নাসারা আর ভারতের দালালদেরই মনের ভুলে সাপোর্ট করে ফেলেন, আর জিহাদী ভাইদের রোষানলে পড়েন। ঢেকী স্বর্গে গেলেও ধান ভানে… কি আর করবেন!
@অভিজিৎ,
হাসেন হাসেন, দিন আপনাদেরই; নাস্তিকদের হাসি দুনিয়াতেই হবে, পরকালে তো ভয়াবহ পরিনতি অপেক্ষা করছে, সবই কিতাবে আছে।
একজন শহীদ যাকে র্যাবের মত বিনা বিচারে কাপুরুষের মত হত্যা করা হয়েছে নিয়েও ঠাট্টা মশকরা করেন, আপনারা নাকি আবার মানবতাবাদী। ভড়ং ছাড়েন।
আজকে আমরা শ্যাম চাচার দাবড়ানির ভয়ে সরাসরি শহীদ লাদেন চাচার হয়ে কথা বলতে পারছি না, তাই বলে ভাববেন না যে আপনাদের এইসব ভুলে যাব!
@আদিল মাহমুদ,
না আপনেরে দেইখা হাসি না, মরার পরে আপনের বলা পরকালের ভয়াবহ পরিস্থিতি নিয়ে সাগরেদ আর গুরুর কথোপকথন পড়ে প্রবল হাসি আসতেসে। ছবিটা এখানে
[img]http://4.bp.blogspot.com/-j0eyW-LpBXI/TdMHrBSPg9I/AAAAAAAACjE/82xRWtk5IJI/s1600/koroti.jpg[/img]
আর বাই দ্য ওয়ে, এখন ফেসবুক আর নেটেই যা পাওয়া যাচ্ছে, অভিজিৎরে ইসলাম বিদ্বেষী বললে পাগলেও লজ্জা পাইবে।
@অভিজিৎ, একটা ধর্মের নবী নিয়ে এরকম কার্টুন একে হাজার হাজার নিরাপরাধ ধর্মে বিশ্বাসী লোকের মনে আঘাত দেয়া কি উচিৎ বলেন?
@নাসিম ফিরোজ,
ভাই কার্টুন তো সব বিষয় নিয়েই আঁকা হচ্ছে, হয়েছে। রাজনৈতিক ইস্যু নিয়ে কার্টুন, সামাজিক ইস্যু নিয়ে কার্টুন, হয়েছে সমাজ সংস্কৃতি সভ্যতা দেশ পৃথিবীকে নিয়ে কার্টুন। ডারউইনকে নিয়েও কার্টুন হয়েছে – বানর দেহের সাথে ডারউইনের মুখ জুড়ে দিয়ে। হয়নি? আইনস্টাইন, বিল গেটস, সাই বাবা কাউকে নিয়ে কার্টুনই বাদ যায়নি। কেবল ধর্ম আর ধর্মীয় পয়গম্বরদের এর বাইরে রাখতে হবে কেন এটা আমার কখনোই বোধগম্য হয়নি। আপনার মন্তব্যের পরেও না।
যাকগে, “হাজার হাজার নিরাপরাধ ধর্মে বিশ্বাসী লোকের” বিশ্বাসে আঘাত লাগায় আমি দুঃখিত। কিন্তু আমি আমার অবস্থানে অটল আছি। অধিকাংশ মানুষের কথা মনে কয়রে বসে থাকলে পৃথিবীটা আজো সমতল থাকতো, কিংবা সূর্যই ঘুরতো পৃথিবীর চারিদিকে। আমাদের সৌভাগ্য “হাজার হাজার নিরাপরাধ ধর্মে বিশ্বাসী লোকের” বিশ্বাসে আঘাত লাগবে বলে গ্যালিলিও কোপার্নিকাসেরা বসে থাকেন নি। আসলে ধর্মীয় বিশ্বাস কোন আলাদা ট্রিটমেন্ট দাবী করে না। আর দশটা সাহিত্যিক, রাজনৈতিক কিংবা সামাজিক বিশ্বাসের যেমন সমালোচনা করা হয়, ক্ষেত্রবিশেষে অপদস্থ করা হয়,ব্যঙ্গ করা হয়, যেমনটি করা হয়ে থাকে সাহিত্য,চলচ্চিত্র, খেলাধুলা বা অন্যান্য যাবতীয় বিষয়কে, ধর্মেও সেটা হবে কমবেশি। এটা যত তাড়াতাড়ি বোঝা যায় ততই ভাল আমাদের জন্য।
তারপরেও সংশয় থাকলে Patton Oswalt এর এই ভিডিওটা দেখতে পারেন –
httpv://www.youtube.com/watch?v=6AjyopaiKqM
@অভিজিৎ,
হাঃ হাঃ হাঃ “I love you like a book!!!!!! There is an invisible anus above of my head!!!”
ইনি তো পুরনো জোকস্ গুলো খুব নতুন ভাবে বলেন। :guli:
@অভিজিৎ , ভাই দারুন বলেছেন. (Y)
অন্যান্য ধর্মের সব কথাকে আঙ্গুল দেখায়ে ভুল বলে দিল এই নবী, তখন কি লক্ষ লক্ষ অন্য ধর্মের লোকের বিশ্বাসে আঘাত লাগেনি??সেটা কি উচিত হইসে,বলেন?
প্রশ্ন রইল।
@আদিল মাহমুদ, ভাই আমাগো মত কাফির নাস্তিক গো পোস্ট পইরা কাজ নাই, আফনে মুমিন, ২ দিন পর বেহেস্ত নছিব হইবও, ৭২ হুরি কি কইরা সামলাবেন তার টাইম টেবিল আগে থেইকা করেন। মনে রাখবেন হুরি ৭২ তা হইলেউ জিনিস ১ টা।
যে বেহেস্তে ওসামা জিহাদি গো মামা থাকবে সেইখানে জ্ঞানীদের না যাওয়াই উত্তম। কারণ হাদিসেই বলছে “শহিদের রক্তের চেয়ে জ্ঞানীদের কলমের কালি উত্তম।
@আদিল মাহমুদ, আপনি কার পয়সা খাইছেন? তালিবান গো (গাঞ্জা বেচার শরিয়তি হালাল টাকা) ? :lotpot:
:hahahee: :hahahee: :hahahee: :hahahee: :hahahee: :hahahee: :hahahee: :hahahee: :hahahee:
@লীনা রহমান,
বেশি হাইসেন না, তাগুদি জনতার প্রতিনিধি আদিল মাহমুদ আবার রাগ করতে পারেন। আর তা ছাড়া মেয়েরা বেশি হাসলে মাটি বেজার হয়, লাল সালু পড়েন নাই?
জটিল।।।। :S
নাস্তিকেরা ধার্মিকদের বিনোদনেও ক্যারা লাগায়। প্রিয় নবী হযরত মোহাম্মদ (স:) এর এমন কোন সেক্সোয়াল আকাম-কুকাম কি ছিল যা তিনি করেন নি এবং আমাদেরকে করতে বলেননি? তিনি এখন বেঁচে থাকলে বা তার সময়ে ইন্টারনেট থাকলে আমাদের জন্য পর্ণোগ্রাফি ফরয করতেন। প্রতিদিন মসজিদে যেয়ে পর্ণগ্রাফি দেখার জামেলা থেকে আল্লা আমাদের হেফাজত করেছেন। এ জন্য শুকরিয়া।
আমার মাথা মনে হয় একটু খারাপের দিকে। ২০০১ থেকে ২০১০ এর মধ্যে হলে, আমিও রাস্তায় নেমে যেতাম আনন্দে। কিন্তু এখন মানুষটির জন্য আমার খারাপ-ই লাগছে। মানুষের মৃত্যুতে আমি খুশি হতে পারছিনা। একসময় আমি বিশুদ্ধ মানুষ হতে চেষ্টা করেছি। পারিনি। কোনো বিশুদ্ধ মানুষের দেখাও পাইনি। বিশুদ্ধ মানুষ সম্ভব না। ভালো-মন্দ আপেক্ষিক ব্যাপার। যদি সে পর্ণো দেখেই থাকে, তাতে ক্ষতিটা কি? পর্ণো তো আমি প্রায়-ই দেখি। কোনো না কোনো সময়ে আমরা সবাই একটু-আধটু ভন্ড। লাদেন কেনো লাদেন? তার তো টাকা আর সামাজিক পরিচয় কম ছিলোনা। কেনো সে তার জীবনটাকে এমনভাবে যাপন করলো? তার জীবন আমার জীবন না। কিন্তু পরিস্থিতিতে পড়লে আমিও হয়তো তার মতো হয়ে উঠতাম। লাদেন নাকি আশির দশকে একজন হিরো ছিলো। কে তাকে হিরো বানালো? আর তারপর হলোটা কি? সে রাস্তায় নেমেছে তার একটা বিশ্বাসের উত্থান ও জয়ের জন্য। আমার ও তো কতো বিশ্বাস আছে, কিন্তু আমি তো রাস্তায় নামছিনা। কেনো? নামা উচিৎ ছিলো, কিন্তু আমি আমেরিকায় পড়ে আছি, ভালো খাচ্ছি, ভালো পরছি, আর মাঝে মাঝে ছোট-বড় কিছু কথা লিখছি। জানি আমি অতি তুচ্ছ, অথচ ভাব দেখাচ্ছি আমি কি না কি।
“Wislawa Szymborska” এর একটি কবিতার কথা মনে পড়ছেঃ
Could Have
It could have happened.
It had to happen.
It happened earlier. Later.
Nearer. Farther off.
It happened, but not to you.
You were saved because you were the first.
You were saved because you were the last.
Alone. With others.
On the right. The left.
Because it was raining. Because of the shade.
Because the day was sunny.
You were in luck — there was a forest.
You were in luck — there were no trees.
You were in luck — a rake, a hook, a beam, a brake,
A jamb, a turn, a quarter-inch, an instant …
So you’re here? Still dizzy from
another dodge, close shave, reprieve?
One hole in the net and you slipped through?
I couldn’t be more shocked or
speechless.
Listen,
how your heart pounds inside me.
বাংলাদেশই বা কম গেলো কোথায়?
একটু ঘাটতে গিয়েই দেখি ওমা, বাংলাদেশও আছে :-X
২০০৪ থেকে আজ পর্যন্ত দেশভিত্তিক “sex” কী-ওয়ার্ড ব্যবহার করে সার্চ করেছে এ তালিকায় বাংলাদেশ ৪র্থতম হয়েছে, পাকিস্তান দ্বিতীয়। 😛
http://www.google.com/insights/search/#q=sex&cmpt=geo
@টেকি সাফি,
আরে, পুলাপাইন দেখি পড়তেই আছে! জানোনা, তুমার জইন্য এইসব এখন হালাল না? কল্লা ফালায়া দিমু কইলাম।
@জুপিটার জয়প্রকাশ,
পুলাপাইন কারে কন? এহহ গেরামের আমার ছোট খালাতো ভাই…মামাতো ভাই বিয়া কইরা তিনটা পোলার বাপ হয়া গেলো মিয়া :))
কল্লা ফালাইবেন? সামনে আহেন দেহি! :-[ :guli: :guli:
পর্নো কি আসলেই পাওয়া গেছে নাকি মিথ্যা প্রচারণা করা হয়েছে এটা বোঝার কোনো উপায় আছেকি?
অভিজিতদার মত আমিও পর্নো দেখাকে খারাপ মনে করিনা,কে রাতে বসে পর্নো দেখছে তাতে সমস্যা নেই, তবে গ্রুপ করে অনেকে মিলে দেখা,এসব নিয়ে ক্লাসের পিছনে সর্বক্ষন আলাপ করা,আশেপাশের মেয়েদের পর্নস্টারদের সাথে তুলনা করা এ জিনিসগুলো ভয়ংকর খারাপ লাগে। যখন দেখি বন্ধুদের অনেকেরই আড্ডার,বিনোদনের একটা বড় উতস সস্তা পর্নোগ্রাফিক মেটারিয়াল, তখন খারাপ লাগে। প্রথম প্রথম এগুলো সাথে পরিচিত হয়ে সবাই বেশি মাতামাতি করে এটাই স্বাভাবিক,তবে পরেতো সেটা কমে যাবার কথা,১০জন মিলে মোবাইলে পর্নো দেখা কিভাবে সুস্থ বিনোদন হতে পারে আমার জানা নেই।
@রামগড়ুড়ের ছানা,
সত্য মিথ্যা যাচায় করার দরকার নাইতো, এইটা একটা ফান পোষ্ট। ইচ্ছে হলে সত্য ধরেন নাইলে নাই 🙂 তবে আমি সত্য মনে করছি, সবার উপরে উনি মানুষ ছিলেনতো নাকি? যাকগে, আর পর্নো অ্যাডিকশন নিয়ে বলি,
দিনে এক দুইবার সিগারেট খাওয়াটা খুব খারাপ কিছু না, আয়ুও অর্ধেক হয়ে যায় না কিন্তু সয়নে স্বপনে, উঠতে বসতে ছাব্বিশ ঘন্টা প্যাকেটের পর প্যাকেট শেষ করাটা নেশার পর্যায়ে পড়ে। তখন সেটা মোটেও ভাল কিছু নয়।
সেক্স ফ্যান্টাসী সবারই আছে তবে এখানে একটা খুব সিম্পল দর্শন আছে, ঠিক সুগার কোটেড কুইনাইনের মত। সেটা হলো কুইনাইন সোজাসুজি খাইতে খুব ভাললাগবে না, তেমনই সরাসরি সেক্স ফ্যান্টাসী একটু বাজে রুচির পরিচয় দেয় কিন্তু একটু লাভ (L) মিশিয়ে দিলে আবার সেটাই স্বর্গীয় হয়ে যায়। আমি মনে করি প্রেম হচ্ছে কারো প্রতি সেক্সুয়াল আকর্ষন প্রকাশের সব থেকে ভদ্র মাধ্যম। তাই প্রেম বর্জিত সেক্স ফ্যান্টাসী আমার কাছেও খারাপ লাগে!
@টেকি সাফি, ঠিক কথা। হুমায়ুন আজাদের একটা কথা আছে, পুরোপুরি মনে করতে পারলাম না। অনেকটা এরকম- “দুপুরের স্বর্গীয় প্রেম রাতের বেলা মাংসের উল্লাস হয়ে দাঁড়ায়।” অথবা “যাকে চা-ই, তাকে পাওয়া কাম, না পাওয়া হল প্রেম”।
ফ্যান্টাসীর কথা তুলে আনার জন্য ধন্যবাদ। কাম-বুভুক্ষু মানুষরাই এটা খারাপ- সেটা খারাপ বলে ‘আঙ্গুর ফল টক’ গল্পটা প্রমাণ করে। অধিকাংশ মানুষই সুযোগের অভাবে সৎ হয় (আরেকটা হুমায়ুন স্যার মারলাম :P)
হজরত লাদেন (সা.) একটু দেখছিলেন পরকালের হুর-পরীরা কেমন হইতারে। 🙂
তারপরেও যদি আপত্তি করেন তবে বলব –
লাদেনের ইচলাম সহিহ ইচলাম নহে……….. 😛
@সৈকত চৌধুরী,
অবশ্য সহিহ ইচলাম কোনটা তা নিয়ে ভাবিত হইতে পারেন। 😛
[img]http://3.bp.blogspot.com/-CsHGJg_tyRo/Tc7IkA1phTI/AAAAAAAACh4/mGxw1UebWxA/s1600/wife-beat_new2%255B3%255D.jpg[/img]
উৎস: কখন যে তা আক্ষরিক, আর কখন যে তা রূপক!
@সৈকত চৌধুরী,
🙂
পোস্ট পড়ে বেশ মজা পেলাম। ইসলামে পর্ন অবশ্যই হালাল, তবে মৃত্যুর পরে 😀 । এবং অবশ্যই মরার আগ পর্যন্ত মোমিম ঈমানদার মুসলমান হয়ে থাকতে হবে :-X ।
হালাল পর্নের এই উদাহরণগুলো কেমন লাগে দেখুন তো সবাই…
[img][/img]
[img]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQ3ZGWpnAQ6FQXrSl_xSq9EGxiGokgecRbADWsqW3R6Ong1eWe-XQ[/img]
[img][/img]
দারুন মজার লেখা ৷ তবে হারাম কার্টুনটা অসধারন হয়েছে ৷
ওসামা বিন লাদেন হালাল পর্ণ উপভোগ করেছেন। ইসলামে হারাম বা তথাকথিত সব নিষিদ্ধ জিনিষের আগে হালাল শব্দটা জুড়ে দিলেই সেগুলো মুসলমানের জন্য হালাল হয়ে যায়। এভাবেই ইসলামে হারামকে হালাল করে নিবার নিয়ম। খুবই সহজ নিয়ম, ধর্ম পালন করেও মজাদার জিনিষগুলো কিভাবে উপভোগ করা যায় তারই উপায়। এতে আর আর্শ্চয্যের কি আছে। বিন লাদেন আসল ইসলাম ধর্মের সুযোগ্য ধারক এবং বাহক।
:lotpot:
পোস্টটা জট্টিলস্! 😛
রসময় পোস্ট হিসাবে ঠিক আছে। এটাকে সিরিয়াসল না নেওয়াটাই আমার মতে বুদ্ধিমানের কাজ।
লাদেন পর্নোগ্রাফি দেখত, এটা আমার কাছে খুব গুরুত্ববহ কিছু মনে হয় নি। শতভাগ পুরুষই জীবনের কোনো না কোনো সময়ে পর্নোগ্রাফি দেখে থাকে, তা সে যতই ধর্মীয় লেবাস পরা থাকুক না কেন। তবে, ধর্মীয় লেবাসধারী লোকজনের এই আচরণকে মানুষ সহজে মেনে নিতে পারে না বলে হইচইটা একটু বেশি হয় তাঁদেরকে নিয়ে। বাংলাদেশেও একবার ক্বারী মোহাম্মদ বেলালীর বউ পেটানো এবং পর্নোগ্রাফি দেখা নিয়ে বিশাল হট্টগোল তৈরি হয়েছিল। আর এখন সারাবিশ্বে হচ্ছে লাদেনকে নিয়ে। নিজের ঘরের মধ্যে প্রাইভেটলি পর্নোগ্রাফি দেখার মধ্যে অশ্লীলতার কিছু নেই, নৈতিকতারও বিরাট কোনো অবক্ষয় ঘটে না এতে। সমাজেও বিশাল কোনো ক্ষতি তৈরি হয় না। রসটা মূলত আসছে ধর্মীয় নেতাদের স্ববিরোধিতা থেকে। কারণ, মুখে মুখে তাঁরা এটাকে নৈতিকতাবিরোধী এবং ধর্মবিরোধী কাজ হিসাবে ঘোষণা দেন, আবার নিজেরাও গোপনে গোপনে ঠিকই পর্নোগ্রাফি উপভোগ করে থাকেন।
লাদেনের পর্নোগ্রাফি দেখার চেয়েও একই সাথে তিন স্ত্রী রাখা, মোহাম্মদের অনুকরণে উইল করে তাঁর মৃত্যুর পরে স্ত্রীদের বিয়ে না করার নির্দেশ দেওয়াটাকেই আমার কাছে বেশি অশ্লীল এবং ক্ষতিকর বলে মনে হয়েছে। লোকটা যে একজন বিকৃত ধর্মোন্মাদ লোক ছিল, স্ত্রীদের ক্ষেত্রে তাঁর বিধানই সেকথা প্রমাণ করে।
@ফরিদ আহমেদ,
সিরিয়াসলি না নেয়ার জন্যই কিন্তু ডিসক্লেইমার দেয়া। তারপরেও কেন যেন সিরিয়াস দিকেই চলে যাচ্ছে ব্যাপারটা। আর লেখার এই অংশতেই আমার পর্ণ নিয়ে অবস্থানটুকু পরিস্কার করেছি-
আমি পর্ণবিরোধি কেউ না। কে নিশিরাত জেগে পর্নোগ্রাফি দেখছে আর না দেখছে সেটা আমার বিবেচ্য ছিলো না কখনোই, এই লেখার মাধ্যমে পর্ণগ্রাফির বিলুপ্তির কোন পিটিশনও হাজির করছি না আমি, যার ইচ্ছে হয় দেখুক, আমার কী বলার আছে! কিন্তু আমার আগ্রহের কেন্দ্রবিন্দুটি হল — যে বিন লাদেন পাশ্চাত্যে অশ্লীলতা, পর্ণগ্রাফি, হোমোসেক্সুয়ালিটি আর পতিতাবৃত্তি সহ বহুকিছুতে সোচ্চার, সকল ধরণের ‘পশ্চিমা বেলেল্লাপনার’ বিরুদ্ধেই তার নিরঙ্কুষ জিহাদ, সেই নীতি নৈতিকতার চূড়ামনি বিধ্বংসী জিহাদী নেতা লাদেন বসে বসে পর্ণগ্রাফি দেখতেন — ব্যাপারটা অভিনব না?
এইটাই ছিলো মূল বক্তব্য।
ঠিক। সেই সাথে অবশ্য জিহাদী লিডারের পর্ণ দেখা, কাফির নাসারাদের ড্রিংক কোকাকোলা সেবন, এবং দুর্গের বাইরে গঞ্জিকার চাষ! কোনটাই বা বাদ দিবেন। এই লোক তিন স্ত্রী না রাখলে কিংবা উইল করে তাঁর মৃত্যুর পরে স্ত্রীদের বিয়ে না করার নির্দেশ না দিলেই বরং অবাক হতাম।
@অভিজিৎ,
দেখেছি ডিসক্লেইমারটা। ওটার কারণে আমি রসালো একটা মন্তব্যই করতাম। কিন্তু দেখলাম যে, অনেকেই ওই ডিসক্লেইমারকে অগ্রাহ্য করে চলেছে। রসের হাঁড়ি খোলার বদলে রাগের হাঁড়ি ফাটাচ্ছে এখানে।
পর্ণ বানানটা পরিপূর্ণ ভুল। এর মানে পত্র বা পাতা, পাপকর্ম নয়।
@ফরিদ আহমেদ,
সঠিকটা কি ? পর্ন না পর্নো?
@অভিজিৎ,
এটা বিদেশী শব্দ, কাজেই পর্নো হবে।
@ফরিদ আহমেদ,
থ্যাঙ্কস!
আরো বুঝলাম, লাদেন হবার মতো সকল প্রতিভাই আপনের ছিলো :))
@অভিজিৎ,
হ, সব প্রতিভাই ছিল, খালি একটা ছাড়া। চাইরখান খুবসুরত বিবি জোগাড় করতে পারলাম না লাদেন ভাইয়ার মত। 🙁
রসময়, ফাইজলামি হইলেও লেখাটার মধ্যে চিন্তার অনেক উপদান আছে। যেই চিন্তাটা কমন সেন্স থিকা আসার কথা থাকলেও পৃথিবী অর্ধেকেরও বেশি মানুষের মাথায় আসেনা।
লাদেনের এইসব দেখে মনে হচ্ছে তার আর ১ টি ১৪ বছরের বাচ্চার মানসিকতার কোনো পার্থক্য নেই। ১৪ বছরের ১ টি বাচ্চাও লাদেনের চেয়ে বেশি চিন্তা করতে পারে…………
ইসলামে পর্ন কেন নিশিদ্ধ সেই নিয়ে আবুল কাশেম কিছু গবেষনা করলে ভাল হয়।
মহম্মদের জীবনী নিয়ে কিছু হাদিস ঘাঁটলে দেখা যায়, তিনি চাইতেন শুধু তার বৌরা পর্দাসীন থাকুক। বাকীদের বৌ এবং মেয়েদের সৌন্দর্য্য নিয়ে তিনি উপভোগ করার পরামর্শ দিয়েছেন বলেই হাদিস থেকে দেখা যায়। আর পর্ন ত মেয়েদের সৌন্দর্য্য উপভোগ করার ব্যাপার-সাপার। সুতরাং আমার মতে মহম্মদ যেহেতু মেয়েদের সৌন্দর্য্য উপভোগ করার উপদেশ দিয়েছেন, সেহেতু ইসলামে পর্ন হারাম হতে পারে না। এগুলো পরবর্তী কালে ইসলামিক স্কলার জন্যে এসেছে-মহম্মদএর জীবনী পড়ে, তাকেও মোটেও কোন রক্ষণশীল লোক বলে মনে হয় নি। বরং যৌনতাকে উপভোগ করার নির্দেশই তার জীবনী এবং বানী থেকে বেড়িয়ে আসে। মুসলমানরা তার উলটো বুঝলে, সেটা তাদের দোষ :)) :))
সুতরাং ওসামা একজন খাঁটি মুনিমই ছিলেন :lotpot: :lotpot:
@বিপ্লব পাল,
শুধু খাঁটি মুমিন বললে বোধ হয় লাদেনকে পুরাপুরি মূল্যায়ন হয় না। জন্মান্তরবাদে যারা বিশ্বাস করেন, আমার ধারনা তাদের মূল্যায়নে লাদেনকে মোহাম্মদের দ্বিতীয় জন্ম হিসেবেই বিশ্বাস করবেন। কারন লাদেন হুবহু মোহাম্মদের সব রকম সুন্নাহ আক্ষরিক অর্থেই পালন করেছেন। তিনি নিত্য নতুন বিয়ে করতেন, তাও বুড়া কালে কচি মেয়ে, যেমনটা নবী করেছিলেন। তার স্ত্রীদেরকে তিনি মরার পর অন্য কাউকে যাতে বিয়ে না করে তার জন্য বলে গেছেন যা মোহাম্মদ করেছিলেন। মোহাম্মদের মতই নারীদেহ উপভোগ করতে পছন্দ করতেন লাদেন , শুধু তাই নয় পর্নও ছিল তার খুব প্রিয় বিষয়। মোহাম্মদের কালে পর্ন থাকলে তিনি নিজেও সেটা খুব পছন্দ করতেন বলে মনে করার সঙ্গত কারন আছে কারন যেভাবে তিনি কোরানে হুর পরী নিয়ে রসালো বক্তব্য দিয়েছেন তা কোন মতেই পর্নের চাইতে কম নয়।মোহাম্মদের মত অমুসলিমদের বিরুদ্ধে জেহাদের ডাক দিয়ে নিজে স্বয়ং নানা রকম সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে ইহুদি নাসারা কাফেরদের হত্যা করেছেন বা করার চেষ্টা করেছেন। এটার কারন লাদেন নিজেকে মোহাম্মদের তূল্য জ্ঞান করতেন, প্রকাশ্যে বলেন নি হয়ত কিন্তু কাজে কর্মে বুঝাতে চেষ্টা করেছেন।
সুতরাং লাদেন খাঁটি মুমিনের চেয়ে আরও বেশী কিছু ছিলেন।
@ভবঘুরে,
ভালই বলেছেন। 🙂
ইসলাম এ যে কি হারাম আর কি হালাল তা মুসলমানরাই গুলিয়ে ফেলছে। পর্নগ্রাফী যতদূর মনে হয় শুধু ইসলাম না সব ধর্মেই নিষিদ্ধ। আমার তো মনে হয় সুস্হ বুদ্ধি সম্পন্ন কারো ই দেখা উচিত না। আর আমি যতদূর জানি সংগীত কে ইসলাম অবঐধ মনে করে না।
@উপাধী,
আপনার সুস্থ মস্তিষ্কে এই ধারনা কেন জন্মাইল বেরাদর? একটু খোলাসা করলে বুঝতে সুবিধা অইত আর কী।
@উপাধী,
দেখেন ভাইজান, মুক্তমনা সাইটে আমরা নিজেদের মনগড়া ধ্যান ধারনার কথা তেমন একটা প্রকাশ করি না। এখানে যে যাই বলে রীতিমতো রেফারেন্স দিয়ে কথা বলে। আপনার এ বক্তব্যের পক্ষে কোন রেফারেন্স আছে? না থাকলে হুদা কথা বলে স্পেস নষ্ট না করাই ভাল।
@উপাধী,
ইসলামে যদি সংগীত বৈধ হয় তবে সে সংগীত গাইবে কে,শুনবে কে এবং কীভাবে? ইসলামি শরিয়াত মোতাবেক কোন নারী কি সংগীত শিল্পী হতে পারবে? সে পরপুরুষের সামনে কিভাবে গান করবে? দেশে বিদেশে কিভাবে কনসার্টে অংশ নেবে?আর কোন পুরুষ যদি সংগীত শিল্পী হয় তাহলে সে গান কে শনবে শুধু পুরুষ নাকি নারীরাও সে গান শুনার ও দেখার অধিকার রাখে? নারীদের তো পরপুরুষের পানে তাকানো নিষেধ। তাহলে টিভি বা কোন কনসার্টে গিয়ে নারী গান শুনবে বা দেখবে কিভাবে?মোহাম্মদের জীবদ্দশায় সংগীত বা কোন প্রকার শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেছিলেন কি?
@তামান্না ঝুমু,
ওয়েল, ইসলামে নৃত্য-গীত প্রভৃতিকে কি চোখে দেখা হয়, সাম্প্রতিক একটি ঘটনা তার প্রমাণ। খ্যাতনামা নর্তকী মার্থা গ্রাহামের ১১৭ তম জন্মবার্ষিকীর সম্মানে গুগল একটি এনিমেশন লোগো যোগ করেছিল, তাদের সাইটে গুগল লেখার উপরে। ধর্মপ্রাণ ইসলামিস্টরা সেটাতেও বেজার হয়ে উঠেছিল, তারা সেটাকে নিয়েছিল ধর্মানুভূতিতে আঘাত হিসেবে; দেখুন এখানে।
@অভিজিৎ,
ইসলাম নিয়ে কথা বললেই মুসলিমদের ধর্মানুভূতিতে আঘাত লাগে।কিন্তু কোরানের পাতায় পাতায় যে বিধর্মী কাফেরদেরকে হত্যা করতে বলা হয়েছে,হাত পা কেটে দিতে বলা হয়েছে সেটা অন্য ধর্মাবলম্বীরা অথবা ধর্মহীনেরা মেনে নেবে কীভাবে?
লেখাটি রসময় পোস্ট হলেও বিভিন্ন দিকে গুগূরুত্বপূর্ণ আলোকপাত করে।
এই লেখাটি বিবর্তন,ইসলাম, জিহাদ, মনস্তত্ব, ইত্যাদির সাথে হয়ত জ্ঞানী গুণীরা সুদীর্ঘ আলোচনায় অংশ নেবেন।
ইসলামে পর্নোগ্রাফি হারাম।
সৌদি আরবে রাত বারোটার পর মাউল্টিভিশন- ১, মাউল্টিভিশন -২,৩,৪,৫,৭ স্যাটেলাইট টি ভি চ্যানেলে সফটকো্র থেকে হার্ডকো্র পর্নো ছবি শুরু হয়। এক শরিয়া দেশে এটা হয়, এটা আমাকে আবাক করেছিল।
কেন এই ডবল স্টানডার্ড ?
চোলি কা পিছে ক্যায়া হ্যায়- দিল হ্যায় মেরা।
হিজাব কা পিছে ক্যায়া হ্যায়- ?
ছবি — ওসামা বিন লাদেনের হালাল পর্ণের ছবিটি অতিব সুন্দর।
ওড়নায় মাথা ঢাকা এবং বোর্খা পরিহিতা নারীদের নঃ চঃ চিঃ ডি ভি ডি বাজারে বেশি কাটে।
বার বার মোড়কের আচ্ছাদনের কভারে বাঁধা বস্তুকে বা উপহারকে মোড়ক খুলে দেখতে ভাল লাগে। হয়তো বা বেশী মনস্ত্বাতিক আকর্ষণের অনুপ্রেরনা মেলে কোন একান্ত পরিবেশে। ধর্মের নামে নারীকে মোড়কের কভার বা পূর্ণ আচ্ছাদনে আবৃত করে রাখা হল একটা মিত্যাচার যা ধর্মাচারের নামে চালু আছে।
ইসলামী শরিয়া সমৃদ্ধ পাকিস্তানে (বা পোর্নিস্তানে ) পাঞ্জাবি মহিলাদের মুজরা নাচ যাকে স্টেজ শো বলা হয়ে থাকে রিতিমত সেন্সুয়াস। কেন এই ডবল স্টানডার্ড ?
১২০% সত্য।
এখানে যৌনতাসন্ধানী স্টার্ভড হিসাবে যদি আমরা শুধু পুরুষদেরকেই ধরি তাহলে দেখা যায় যে দেশগুলিতে মহিলাদের সংখ্যা পুরুষদের চেয়ে কম হয় সেই দেশগুলির পুরুষেরাই বেশী সেক্স স্টার্ভড হয়। ফিলিপাইনের নাম কি করে লিস্টে এল বুঝ্লাম না। এই দ্বিপময় দেশটিতে নারীর প্রাচুর্যতা ইন্দনেশিয়ারই মত।
@সেন্টু টিকাদার,
চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, সেন্টুদা।
লাদেনের বাড়ীতে পর্নো পাওয়ার ব্যাপারটা আমার কাছে ধোকাবাজি মনে হচ্ছে। খালেদা জিয়ার বাড়ীতেও পর্নো আর মদ পাওয়া গিয়েছিল। এগুলা খুবই সস্তা কৌশল।
পুরো বিষয়টাকে আপনি ভূল ভাবে উপস্থাপন করেছেন। (H)
মরহুম বিন লাদেন ঐসব দেখে বোঝার চেষ্টা করতেন যে ইসলাম বিনা পশ্চিমা দুনিয়ায় কতটুকু রসাতলে গেল। :))
@সাদাচোখ,
আপনি আমার মনের কথা জানলেন কেমনে ? আমি ঠিক এ মন্তব্য করব বলে সাব্যাস্ত করার পরই দেখি আপনার এ মন্তব্য।
আসলেই ভুলভাবে লাদেনকে তুলে ধরা হয়েছে নিবন্ধে। লাদেন যদি পশ্চিমা বিশ্বের এসব বেলেল্লাপনা সচক্ষে না দেখে, তাহলে সে বুঝবে কেমনে পশ্চিমা বিশ্ব কতটা নষ্ট হয়ে গেছে। তাই লাদেনের বাড়ীতে এটা পর্নো লাইব্রেরী থাকলেও আমি আশ্চর্য হতাম না :))
@ভবঘুরে,
সত্যি কথা বিভিন্ন জনের চোখে একই ভাবে ধরা পড়ে। শুনেন নাই, কিছু কিছু বৈজ্ঞানীক সত্য বিভিন্ন বিজ্ঞানী স্বতন্ত্র ভাবে কাছাকাছি সময়ে আবিষ্কার করেছেন? :))
আমাদের বিষয়টাও অনেকটা একইরকম। :))
@সাদাচোখ,
আপনি এই ছবিটি দয়া করে সরান। এটি দেখলেই চোখে জ্বালা ধরে।
দেখেন বিষ খেলে যে কেউ মারা যেতে পারে এটা প্রমান করতে হলে আগে আপনাকে বিষ খেয়ে মারা যেতে হবে। ঠিক সে রকমই পর্ণগ্রাফি কতটা ভালো বা খারাপ, পর্ণগ্রাফির মধ্যে আকন্ঠ ডুবে না গেলে তা বুঝতে পারা যায় না। উনি সিদ্ধান্ত নেয়ার আগে জাস্ট একটু ডুবতে চেয়েছিলেন। তাইতেই আপনাদের কম পড়ে গেল! তাছাড়া উনি তো আর এগুলো নিয়ে কবরে থুক্কু সাগরে ঝাপ দেন নাই যে আপনাদের কম পড়ে যাবে।
জ্বী না জনাব। সেই সৌভাগ্য আপনার কোনোদিনই হবে না। বরং আপনাকে ধন্যবাদ দিয়েই মুমিনরা তাদের গুরুর সাথে একাত্মা প্রকাশ করার জন্য ওয়েবে ঐ সব নাম দিয়ে অলরেডী সার্চ করা শুরু করে দিয়েছেন। নামগুলোর লিস্টটা সুন্দর করে প্রকাশের জন্য তারা আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। এখন গুগলেশ্বরের কাছে খোঁজ নিলেই জানা যাবে এই ভিডিওগুলোর জন্য মুমিনদের আকুপাকু কতটা।
সবই ঠিক আছে খালি আল্লারে হারাম করে দিলেই হতো।
@শ্রাবণ আকাশ,
ইয়ে মানে আপনাকে “উত্তর সঠিক হয়েছে, ১০ নম্বর দেওয়া গেল” বলতে ইচ্ছে হচ্ছে। বলব নাকি? :))
শালা হাস্তে হাস্তে মইরা গেলাম :lotpot: :lotpot: অনুবাদটা সেইরকম !!
@টেকি সাফি,
ঐ মিয়া, তুমি না লেখা বুক মার্ক কইরা রাখছ, পড় নাই? 🙂
@অভিজিৎ,
বিশ্বাস করেন খালি ভাল ভাল অংশটুকু পড়সি 😛
@টেকি সাফি,
না পড়লে বুঝলা কেম্নে এতে খারাপ খারাপ অংশ রহিয়াছে? হাচা কথা কও। 🙂
@সৈকত চৌধুরী,
ছবি দেইখ্যা? :)) 😛
:)) 😀 :lotpot: :lotpot: :hahahee: :rotfl:
আমার বয়স সতের বছর ৮ মাস মত, তাই লেখাটা এখন পড়লাম না, বুকমার্ক কইরা রাখলাম :)) 😀 :lotpot: :lotpot: :hahahee: :rotfl:
@টেকি সাফি, তাড়াতাড়ি বড় হন 🙂
@শ্রাবণ আকাশ,
আল্লার দয়ায় ডেইলী বড় হইতেসি, কম বড় নেয়ামত?
এই ঘৃন্য জীবটি আবার তার উইলে বলে গেছে তার স্ত্রী রা যেনো পূন:বিবাহ না করে। নিজের প্রতি কতটা কনফিডেন্স তার ছিলো এবং সবচেয়ে কাছের জনদের কিচোখে দেখতো সেটাও এতে বোঝা যায়।
@সফিক, উনি নিজেরে বর্তমান মুসলিম জাহানের মাতব্বর বা নবীজি ভাবতেন, তাই বউদের ব্যপারে নবীজির মতই বলে গেলেন।
@মোজাফফর হোসেন, শুধু একটাই পার্থক্য- আয়াতের জায়গায় উইল!
@শ্রাবণ আকাশ, হাহা ! ভালো বলেছেন।
@শ্রাবণ আকাশ, হাছা কথা- ভাইজান!