প্রত্যক্ষে কিংবা পরোক্ষে
স্পর্শে অনুভবে, না কি
নিবেদনে, অবদানে?

আস্তিক থেকে নাস্তিক
অথবা পথিক পথে,
ঈশ্বর খুঁজি বৃথাই।

সংশয়ে হই মাতাল
যুক্তিকে জড়িয়ে দেখি
শুধু একাই, একেলা।

মায়া নাকি কায়া তারা
আমি
 বোধে, কী নির্বোধে
,
আছি আমি এবং নাই !

ভালবাসা আছে জানি
তুলনাতে বাঁচে ঘৃণা,
যুক্তি মুক্তি এই জ্ঞান।

এইতো মুক্তি আমার,
আহা, আহা কি যে শান্তি।