প্রত্যক্ষে কিংবা পরোক্ষে
স্পর্শ অনুভবে, না কী
নিবেদনে, অবদানে?
আস্তিক থেকে নাস্তিক
অথবা পথিক পথে,
ঈশ্বর খুঁজি বৃথাই।
সংশয়ে হই মাতাল
যুক্তিকে জড়িয়ে দেখি
আমি একাই, একেলা।
মায়া নাকি কায়া ওরা।
আমি বোধে, কী নির্বোধে,
আছি আমি এবং নাই?
ভালবাসা আছে জানি।
তুলনাতে বাঁচে ঘৃণা।
যুক্তি, মুক্তি, এই জ্ঞান।
এইতো মুক্তি আমার,
আহা। আহা কি যে শান্তি।
আরে সেই জন্যই তো যুক্তি, ঘাবড়ায়েন না :))
@কাজী রহমান,
শান্তি ভ্রান্তি নিয়ে আমার তেমন চিন্তা নাই। ওসব আপেক্ষিক ব্যাপার। আমি বানান ও বাক্য গঠন নিয়াই পেরেশান হাল আছি। :-Y
কি করা যায় বলেন তো? :-X
@অরণ্য,
ও আচ্ছা, এই কথা!
লেখা চালান দিয়া এডমিনরে ব্রাকেটে কইবেন ‘যে’কটা খুশী বানান শুদ্ধির সবিনয় অনুরোধ রাখলাম’। দেখা যাউক হ্যাতে খালি ঝাড়ি মারে নাকি মাগনায় জঙ্গলে (অরণ্যে) মঙ্গলও করে, না কি আমাগরে ফরোয়ার্ড কইরা দেয়।
অভ্র তেও কিন্তু আরামে বানান শুদ্ধির ব্যাপার।
মনে ভাবি শান্তির সমার্থ
আছে নাকি কিছু?
শান্তিরে হারায়ে করব ব্যর্থ
পাইনা এমন কিছু:-(
অভিধান-অভিমান ঘেঁটে দেখি, একী!
ভ্রান্তি ছাড়া কিছুনাই?
শান্তি ভ্রান্তি এক, সেকী!
অর্থহীন সব লড়াই(U)
কাজি ভাই আপনার তুলনা আপনি
@হামিদা রহমান,
😀 😀 😀
আপনার জন্য (F)
ভালো লিখেছেন।
@আদম অনুপম,
ধন্যবাদ (F) আপনাকে।
@কাজী রহমান,
এ সংশয়ে নিজেও দুলি। আপনি আমারএ দোলনায় মৃদু ধাক্কা দিলেন।
@গীতা দাস,
যেহেতু ঝাড়ি যুক্তি এবং মানবতা
হই শুধুমাত্র কয়েকজন;
আমরা এক পাতায় থাকলেই তো শক্তি। একই আলোর আভাতেই প্রশান্তি। আপনি ভালো থাকুন। (F)
আপনার কিছু প্রবন্ধ পড়েছি।
আপনি যে এত সুন্দর কবিতা লিখতে পারেন তা জেনে বিস্মিত হলাম।
ধন্যবাদ এই সুন্দর কবিতার জন্য।
@আবুল কাশেম,
আপনার স্বচ্ছ শুভেচ্ছায় স্নাত আমি বড়ই বিগলিত হলাম। সম্মানিত বোধ করছি। আপনাকেও ধন্যবাদ (F)
@আবুল কাশেম, কবিতাটি আমারও বেশ ভালো লেগেছে।
@মোজাফফর হোসেন,
ভালো লেগেছে জেনে সুখী হলাম। আপনিও লেখেন ভালো, বেশ ঝরঝরে সহজ। ভালো থাকুন।
আমি তো মনে করি কবি হয়ে সহজকে কঠিন আর কঠিনকে সহজ করা আপ্নাদের(কবিদের) কাজ।
কবিতা অসাধারণ শক্তিশালী হয়েছে। নমনীয় কিন্তু শক্ত।
@kobutor,
:)) কথা ঠিক, আপ্নাকে ধইন্না
কবিতা লেখার চেষ্টা করেও কবিতা ঠিকঠাক বুঝি না। হয়তো কবিতার ভেতরেও অন্য কোন কবিতা থাকে।
কবি বলেই হয়তো অনেক কঠিন একটা কথা কত সহজভাবে চালান করে দিলেন।
@স্বপন মাঝি, :-s
ব্যক্তিজীবনে বিবর্তন নয় একেবারে বিপ্লবের ইঙ্গিত দেখলাম। সত্যি নাকি ? (F)
@সংশপ্তক,
:)) :)) :)) সত্যি।
দর্শন, আস্তিক, নাস্তিক, সংশয়বাদ, যুক্তিবাদ, ঈশ্বরবাদ, ভাববাদ, তুলনা আর বিজ্ঞানে মুক্তমনা, এক বোতলে।
এক নম্বরে সংশপ্তক; আনন্দিত হইলাম…… :))