প্রত্যক্ষ অথবা পরোক্ষে,
স্পর্শে কামে আর অনুভবে;
নিবেদনে নাকি অবদানে?

নাস্তিক হলে আস্তিক, আমি আস্তিক হলে নাস্তিক;
ঈশ্বর বিনে কেবা?

সংশয়ে দুলি টলমল;
ঝাড়ি যুক্তি এবং মানবতা
হই শুধুমাত্র কয়েকজন।

মায়া নাকি কায়া, আমি বোধে নাকি নির্বোধ;
আছে আবার নাই?

ভালবাসা লভ্য জানা,
তুলনার অস্তিত্বেই বাঁচে ঘৃণা;
সত্যের সন্নিহিত বিজ্ঞান।

উল্লাসের জানালা খুলে, বিশ্বাস উড়াল দিয়ে মুক্ত;
আহা কিযে শান্তি।