প্রত্যক্ষে না’হয় পরোক্ষে
কাম স্পর্শে অনুভবে
হতে পারে নিবেদনে,অবদানে।

নাস্তিক আস্তিক আমি, আস্তিক হলে নাস্তিক
ঈশ্বর খুঁজে মরছি বৃথা।
সংশয়ে দুলি টলমল
ঝাড়ি যুক্তি ও মানবতা
হয়ে পড়ি শুধু একলা।

মায়া নাকি কায়া আমি
বোধে থাকি নাকি নির্বোধ
আমি আছি আবার নাইও?

ভালবাসা জানি আছে
তুলনাতে বাঁচে ঘৃণা
আর সত্যের কাছে বিজ্ঞান।
আমার মুক্তি উল্লাসে তাই
শূন্যে, আহা কিযে শান্তি।