ডানা এবং শেকড়,
উড়াল এবং মহাজাগতিক আধার,
বাজপাখি এবং বটগাছ,
আমার আত্মা দুভাগে বিভক্ত।
শেকড় এবং ডানা,
কেবল একটার নির্বাচনে আমি সক্ষম;
কোনটা নির্বাচিত হবে আত্মার গভীরে রয়েছে এখনও অনুক্ত।
সীমাহীন একাকিত্বে যেমন হতে পারে আমার মহাজাগতিক সমাধি,
তেমনি সীমাহীন ভালোবাসায় হতে পারে সুখময় মৃত্যু।
আমি চলতে থাকবো যতক্ষণ দৃষ্টির সামনে থাকবে পথ,
যতক্ষণ সে পথ স্বাধীনতার সীমানা পেরিয়ে অসীম দূরত্বে শেষ না হয় ;
এ চলা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত তোমাকে ছাড়া আমার সত্তা হবে অস্তিত্বহীন।