আজ ভেঙে যাক সব নিষ্ঠুর কারাপ্রাচীর,
ছিঁড়ে যাক পাষাণ শেকল,
ছিঁড়ে যাক পায়ের বেড়ি,
ভেঙে চুরমার হোক যত কারাগারের তালা।
এসেছে দিন বদলের পালা।
এসেছে দিন বদলের পালা।
আজ স্বাধীনতার দমকা হাওয়ায়
উবে যাক অন্ধ-অবগুন্ঠন।
জ্বলে উঠুক মুক্তির লন্ঠন।
খুলে যাক রুদ্ধ-দ্বার।
পিশাচের শোষণ, জ্বলে পুড়ে হোক অঙ্গার।
রুদ্র-শোষণ ভেঙে হোক চুরমার।
মুক্তিকামী বন্দিনীদের ,চীৎকারে ফেটে যাক গলা।
এসেছে দিন বদলের পালা।
এসেছে দিন বদলের পালা।
এবার উন্মুক্ত আলো জ্বলুক বদ্ধ-আঁধারে,
মুক্তির কড়া নড়ুক দ্বারে দ্বারে।
টুটে যাক হাতকড়া।
সহস্র বছরের কারাবন্দিনীদের হোক মুক্তি।
চিরাচরিত বৈষম্যের হোক সমাপ্তি।
বর্বর শোষণের হোক অবলুপ্তি।
বন্ধ হোক পৈশাচিক দাস-মুনিবের খেলা।
খুলে যাক মূক- বধিরের মুখের তালা, কানের তুলা।
এসেছে দিন বদলের পালা।
এসেছে দিন বদলের পালা।
আরও একটি সুন্দর কবিতা উপহার দিলেন তামান্না ঝুমু।
আপনার বানান সঠিক হচ্ছে। অভ্র স্পেল-চেক আপনাকে বানান পুলিশ থেকে অনেক দূরে রাখবে মনে হচ্ছে।
ভীষণ ব্যাস্ততার জন্য বেশী কিছু লিখতে পারলাম না। সময় পেলে লিখব।
@আবুল কাশেম,
স্পেল-চেক শেখানোর জন্য ধন্যবাদ। কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল।
দেশের নারী মুক্তির আন্দোলন মানেই এনজিও-গ্রুপের আন্দোলন; অর্থাৎ দাতা গোষ্ঠির ডলার-পাউন্ড-ইউরো’র পয়সায় নারী মুক্তির অন্বেষণ! তাদের দিয়ে আর যা-ই হোক, শেষ পর্যন্ত নারী মুক্তি হবে, এ কথা আমি বিশ্বাস করি না। … (W)
—
কবিতাটি শ্লোগান ধর্মী হলেও এর স্পিরিটটুকু ভালো লাগলো। চলুক। (F)
@বিপ্লব রহমান,
ধন্যবাদ মন্তব্যের জন্য।
সরি ভুলে (N) হয়েছে
(Y) হবে (টাইপোর জন্য ক্ষমা প্রার্থী)
@হামিদা রহমান,
ধন্যবাদ।
(N)
bangladeshe prekkhapote nari dibosh palon kora ar nim gache aam khoja same kotha! ei desher culture, social system mene narir shoman odhikar protishtha impossible!
@তৃতীয় নয়ন,
শত বছর আগের সাথে যদি এখনকার তুলনা করেন তবে দেখতে পাবেন যে পরিবর্তন হয়েছে অনেক ক্ষেত্রে। একেবারে যে পরিবর্তন হয়নি তা নয়। তবে সর্বক্ষেত্রে , এমনকি সব পরিবারে এখনো নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়নি। সেজন্য আমাদেরকে নিরলস কাজ করে যেতে হবে।
(Y) :clap
@কাজী রহমান,
ধন্যবাদ।
“জাগো নারী জাগো বহ্নিশিখা”-
আজকের দিনে এটাই জানিয়ে গেলাম!
@লাইজু নাহার,
আমাদের নিজেদেরকে আগে অধিকার সচেতন হতে হবে, না হলে কখনো অবস্থার পরিবর্তন সম্ভব নয়। ধন্যবাদ মন্তব্যের জন্য।
ভালোলাগা জানিয়ে গেলাম।
@আফরোজা আলম,
ধন্যবাদ।