আমরা ক’জনা মুক্তমনা,
খরস্রোতানদীতে দাঁড়িয়েছি স্রোতের বিপরীতে।
আমরা খুঁজি যুক্তি,
আমরা খুঁজি কুসংস্কার থেকে মুক্তি।
চড়েছি আমরা যুক্তির রথে,
পর্বতসম বাধা আমাদের মুক্তির পথে।
অন্যায় আর অসত্যের বিরুদ্ধেই আমাদের যুদ্ধ।
আমরা অপ্রতিরুদ্ধ,
আমাদের রোখে কার আছে সাধ্য ?
সত্যই মোদের হাতিয়ার,
মিথ্যার প্রতি মোরা জানাই ধিক্কার।
বিজ্ঞানে আমাদের আস্থা,
যুক্তিতে আমাদের মুক্তি।
ধর্ম মোদের মানবতা,
সততাই মোদের উৎকৃষ্ট পন্থা।
আমরা সুরা আর হুরীর লোভে করিনা কোন কাজ।
আমরা অন্ধকার সমাজ ভেঙে-
গড়তে চাই আলোকিত সুশীলসমাজ।
আমরা রূপকথার গল্প শুনিয়ে কাউকে দেইনা ধোঁকা।
আমরা সত্য আর বিজ্ঞানের আলোতে-
দূর করবো সব কুসংস্কারের সংক্রামক পোকা।
বিজ্ঞানের পাখায় ভর দিয়ে –
আমরা পাড়ি জমাবো দূরনক্ষত্রে।
সত্যের অন্বেষণে ডুব দেবো গভীর সমুদ্রে।
ভালোই তো লিখেছেন। মুক্তমনা হিসাবে একটা লক্ষ স্থির করে ফেলেছেন।
(ধরিয়ে দেয়া ভুলগুলো দেখলাম ঠিক হয়নি এখনো।)
@শ্রাবণ আকাশ,
কোন লেখা পোষ্ট করার পরে তাতে কোন ভুল ত্রুটি থাকলে তা কিভাবে ঠিক করা যায়? “খরস্রোতানদী” ও “দূরনক্ষত্র” শব্দ দুটি কাজী আব্দুল ওদুদের অভিধানে পেলামনা। অভিধানে রয়েছে নক্ষত্রচক্র, নক্ষত্রপাত, নক্ষত্রবিদ্যা ইত্যাদি কিন্তু দূরনক্ষত্র নেই। আবার শুধু খরস্রোতা আছে খরস্রোতানদী নেই।অন্য কোন অভিধানে থাকতে পারে।আমি পুরোপুরি নিশ্চিত নই শব্দ গুলো একত্রে অথবা স্পেস দিয়ে লিখতে হবে? আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ।
মুক্তমনার থিম হিসেবে এই কবিতা বেশ সুন্দর মিলে যায়। চমৎকার লেগেছে। দু’টো জায়গায় দু’টি শব্দ একত্রে চলে এসেছে। স্পেস দিয়ে দিলে ভালো হয়।
@স্বাধীন,
ধন্যবাদ।
প্রতিটি লাইনই চমৎকার
এই লাইনগুলো খুবই ভালো লাগলো –
কিংবা এ দুটো লাইন –
(Y) (Y)
@অভিজিৎ,
মুক্তমনা আমাকে দিয়েছে অনেক কিছু।আমার এ ক্ষুদ্র কবিতাখানি তাই মুক্তমনার জন্যে। মুক্তমনার সংস্পর্শে এসে অনেকেই মুক্তচিন্তার সুযোগ পাচ্ছে। ধন্যবাদ এমন একটি চমৎকার ক্ষেত্র সৃষ্টির জন্যে যেখানে আমরা মুক্তচিন্তা ও আলোচনার সুবিধা পাচ্ছি।এবং ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্যে।
খুব ভাল লাগল এই লাইনটি। আপনার কবিতা লিখার হাত খুব ভাল। নিয়মিত লেখার চর্চা করলে আপনি কবি হিসেবে প্রতিষ্টিত হতে পারবেন।
@আবুল কাশেম,
সুন্দর একটি মন্তব্যের জন্যে ধন্যবাদ।
মুক্তমনার থিম সং করা যায় কবিতাটিকে। ভালো লাগলো।
@মোজাফফর হোসেন,
ধন্যবাদ মন্তব্যের জন্যে।
বরাবরের মতই সুন্দর লাগলো কবিতাটি।
শুধু নিচের বানানটি—
মুক্তমানা>>মুক্তমনা
ভালো লাগলো কথাগুলো।
@মাহফুজ,
ধন্যবাদ মন্তব্য এবং ভুল বানানটি ধরিয়ে দেয়ার জন্যে।