মুক্তমনা সাইটকে আরো বেশি ব্লগিং-বান্ধব করার মানসে একে আপগ্রেড করার উদ্যোগ নেয়া হয়েছে। এর আপগ্রেড শেষ হলে ব্লগাররা ওয়ার্ডপ্রেসের সর্বশেষ (৩.০.৪) ভার্শনের বাড়তি সুবিধা উপভোগ করবেন। গতিও আশানুরূপ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
তবে সাইট আপগ্রেড একটি সময়সাপেক্ষ ব্যাপার। এর জন্য বাড়তি সতর্কতাও থাকা দরকার।
আপগ্রেড চলাকালীন সময় কিছু ফীচার কাজ করবে না ( যেমন স্মাইলীর প্লাগইন্স এবং বার্তাবাক্স তাদের মধ্যে অন্যতম)। সাইট পুরোপুরি আপগ্রেড হবার পর সেগুলো আবার পুনঃস্থাপিত করার চেষ্টা করা হবে। যদি নতুন ভার্শনের সাথে কোন প্লাগইনসের সমস্যা তৈরি হয়, তবে তা দূরীভূত করার চেষ্টা করা হবে, কিংবা নতুন প্লাগইন-এর মাধ্যমে ফীচার বহাল রাখার চেষ্টা করা হবে।
সবকিছু ঠিকমতো শেষ হলে নতুন কিছু ফীচার উপহার দেয়ার চেষ্টা করা হবে। নতুন কিছু থীমের ওপরেও কাজ চলছে।
আর কোন ধরণের সাময়িক সমস্যা তৈরি হলে সাইট এডমিন এবং মডারেটর পক্ষ থেকে আগাম দুঃখ প্রকাশ করা হচ্ছে। আপনাদের ব্লগিং ঝামেলামুক্ত রাখতেই আমরা সবসময় উদগ্রীব।
জরুরী আপডেট :
* “ই-বার্তা” সেবাটি নতুন ভার্সনে কাজ না করায় নতুন করে ফিচারটি বসানোর উদ্যোগ নেয়া হচ্ছে। এতে পুরোনো বার্তা-বাক্স হারিয়ে যাবে। আপনার বার্তা-বক্সে জরুরি কোনো বার্তা থাকলে মন্তব্য করে বা মেইলকরে এডমিনদের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। (E)
* পাঠকদের অনুরোধে মোবাইল থেকে মুক্তমনায় প্রবেশের কিছু ফীচার যুক্ত করা হয়েছে। পাঠকদের ফীচারগুলো পরীক্ষা করে দেখার অনুরোধ করা হচ্ছে। (T)
মুক্তমনার জন্য রইলো অনেক অনেক শুভ কামনা
@বন্যা আহমেদ,
এই নুতন আপডেটে আরো কিছু স্মাইলি দেখে ভয় পাইছি। লাল লিপস্টিক দেওয়া ঠোটের স্মাইলিটি ঠিক কোন সময় মুক্তমনায় ব্যবহার করা যাবে এটা ভেবে মাথার চুল ছিড়ছি :-X । কোন লেখিকার ব্লগেও দেওয়া যাবে না, আবার লেখকের ব্লগে দিলেও তো খবর আছে 😛 ।
এই চটুল মন্তব্য ইরতিশাদ ভাইয়ের ব্লগ করতে ইচ্ছে হলো না তাই এখানেই করলাম।
@স্বাধীন,
আপনি তো দেখি এখনও ‘মনের ভাব’ প্রকাশে আনাড়িই থেকে গেলেন 🙂 । রানা যখন ‘চারিদিকে শত্র’ দেখে তখন ‘রানা সাবধান’ হয়ে যায় , রানা এখন ‘পালাবে কোথায়’ ? তাই রানা ‘ছদ্মবেশ’ ধারন করে (K) থেকে :-[ সেজে শত্রু এলাকায় প্রবেশ করে। সবকিছু তো আর হ্যান্ডবুকে লেখা থাকে না (@) বুঝতে পারছেন এখন ? রানার মতে ” হার্টে হার্ট চেনে আর বার্ড চেনে পাখি” :))
@সংশপ্তক,
তা আর বলতে 😛 ।
আপগ্রেড শেষ হয়েছে আশা করি। সংশ্লিষ্ট সকলকে এই কাজের জন্য বিশেষ ধন্যবাদ জানাই।
আমার একটি আব্দার ছিল। আগেও বলেছিলাম কোন এক মন্তব্যে, আবারো বলে যাই। একটি পোষ্ট কতবার পঠিত হয়েছে সেই সংখ্যাটি আইপি নির্ভর করার ব্যবস্থা করা হোক। প্রতিবার পেইজে প্রবেশ করা হলেই পড়া হয়েছে ধরে সংখ্যাটি বাড়ানো ঠিক নয়। এতে প্রকৃত পাঠক সংখ্যাটি পাওয়া যায় না। আশা করি ডেভলাপাররা দেখবেন ব্যাপারটি।
@স্বাধীন,
না, আপগ্রেড পুরোপুরি শেষ হয়নি। ওয়ার্ডপ্রেসের মূল কাঠামো আপগ্রেড করা হয়েছে। নতুন থিমের উপর কাজ এখনো চলছে। আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে।
‘প্রকৃত পাঠক’-এর সংখ্যা নির্নয়ের জন্য আইপি এড্রেস ব্যবহারের কোন চিন্তা এ মুহূর্তে আমাদের নেই। কতবার লেখাটি পঠিত হয়েছে সে সংখ্যাটি যতবার লেখাটি খোলা হয়েছে তার ভিত্তিতে নির্নয় করা হয়েছে। সার্বজনীনভাবে পেইজের ‘কাউন্টার’ তাই নির্দেশ করে। আর আপনি যেভাবে ভাবছেন, আইপি এড্রেস ভিন্ন হলেই সেটা প্রকৃত পাঠক নির্দেশ করবে – তা নাও হতে পারে। একই কম্পিউটার থেকে বাসার অনেকজন একই লেখা পড়তে পারেন। আবার ভাল লাগলে কেউ একই লেখা একাধিকবার পড়তে পারেন, আলোচনায় আর মন্তব্যে অংশ নিলে লেখার পঠন সংখ্যা অবধারিতভাবেই বাড়ে। আবার বাংলাদেশ সহ বহু জায়গাতেই অনেকে ডাইনামিক আইপি ব্যবহার করেন। ফলে একই ব্যক্তি আইপি এড্রেস দিয়ে ফিল্টার করে দিলে পঠনসংখ্যা সঠিক দেখাবে না বলেই আমরা মনে করি। তাই সেটি করার ইচ্ছে আপাতত আমাদের নেই। তবে সাইট ভিজিটর হিসেবে আইপি এড্রেসের ভিত্তিতে সংখ্যা নীড়পাতায় বসানো যেতে পারে, সেটি আমরা পরে কোন একসময় স্থাপন করার চেষ্টা করব। আপাততঃ বার্তাবাক্স সহ যে ফীচারগুলো কাজ করছে না, তা আমরা পুনস্থাপনের চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি নতুন থিমকে তাড়াতাড়ি যতটা সম্ভব গ্রহণযোগ্য করার চেষ্টা করছি আমরা।
আপনার অভিমতের জন্য অনেক ধন্যবাদ।
জব্বর হৈছে রে! :guli:
মুক্তমনার অভিযোজন দেখে ভাল লাগছে। ধীরে ধীরে মুক্তমনা নতুন নতুন ডিজাইনের মধ্য দিয়ে যুগের সাথে খাপ খাইয়ে নিচ্ছে। আসলেই মুক্তমনাকে অনেক রূপসী লাগছে। একটা কথা আছে – চোখে না খেলে মনে খেতে চায় না।
তাই কোন কিছুর যতই গুন থাকুক। বাহ্যিক রূপও একটা ব্যাপার হয়ে দাড়ায়।
মুক্তমনার ভবিষ্যৎ আরও সুস্থ সুন্দর হোক। সে আরও বেশী বেশী মানুষের প্রেমে পড়ুক সেই কামনা করি। সে সাথে মুক্তমনার বিউটিশিয়ানদের অসংখ্য ধন্যবাদ তাদের কষ্টসাধ্য শ্রমের মধ্যদিয়ে মুক্তমনাকে ধীরে ধীরে সাজিয়ে তোলার প্রয়াসের জন্য। (F) (G) :clap
এডমিন@
ইমো কাজ করছে না। অনেকেই দেখি ব্যবহার করছে।
আমি মজিলা ফায়ারফক্স ব্যবহার করি।
নতুন ইমো গুলো ব্যাবহার এখনো করতে পারিনাই(আফসুস ইমো হবে)
@আসরাফ,
:-[ (@) (&)
কই কাজ করে তো! ফায়ারফক্সেই কমেন্ট করছি। 🙂
ছবি ঠিকমত দেয়া যায় কিনা একটু পরীক্ষা করে দেখি:
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQo9XqLwBEY0ZewxbMqLQc7GnrjI1qiMV-tOpdpqbMZde-r21OZHw
@মাহফুজ,
হলো না তো! আরেকবার ট্রাই করি:
[img]http://www.google.com/imgres?imgurl=http://www.nileseldredge.com/images/books/DarwinBookJacket_350.jpg&imgrefurl=http://www.nileseldredge.com/companion.htm&usg=__wvXHTPADILA6roUq-AKbN7o5DL4=&h=444&w=333&sz=77&hl=en&start=0&zoom=1&tbnid=vr5sDnYtaeTMeM:&tbnh=131&tbnw=109&ei=ukA3TcLRKMX4sga83Yh7&prev=/images%3Fq%3Ddarwin%26um%3D1%26hl%3Den%26client%3Dfirefox-a%26sa%3DN%26rls%3Dorg.mozilla:en-US:official%26biw%3D1024%26bih%3D578%26tbs%3Disch:1&um=1&itbs=1&iact=hc&vpx=488&vpy=228&dur=5314&hovh=259&hovw=194&tx=97&ty=241&oei=ukA3TcLRKMX4sga83Yh7&page=1&ndsp=21&ved=1t:429,r:17,s:0[/img]
@মাহফুজ,
হলো না তো! এইবার লাষ্ট চাঞ্চ:
[img]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQo9XqLwBEY0ZewxbMqLQc7GnrjI1qiMV-tOpdpqbMZde-r21OZHw[/img]
@মাহফুজ,
এতবার ছবি পোস্ট না করে পোস্ট করার আগে ‘প্রিভিউ’ বাটনে চাপ দিয়ে পরীক্ষা করে নিতে পারেন। প্রিভিউতে ছবি এলে সেটা পোস্টেও দেখা যাবে, আর না এলে বুঝতে হবে সমস্যা আছে কোথাও। সে অনুযায়ী ঠিক করবেন। প্রিভিউতে সবকিছু ঠিক মতো দেখা গেলে তবেই পোস্ট করতে পারেন।
পাঠকদের অনুরোধের প্রেক্ষিতে মুক্তমনায় মোবাইল উপযোগী ফীচার সংযুক্ত করা হয়েছে। এর ফলে মোবাইল ফোন থেকে সাইট দেখা এবং পড়া যাবে। সদস্যদের পরীক্ষা করে দেখার অনুরোধ জানানো হচ্ছে।
জরুরি,
আমার পুরানো লেখা যেমন, ফানুস এই সব লেখার মধ্যে দেখতে পাছি, যেখানে প্রশ্নবোধক চিহ্ন দেয়া ছিল, ওখানে ইমোট আইকন উঠে আছে। সমস্যাটার কি করে সমাধান করা যায়? যারা আপগ্রেড এর সাথে নিয়োজিত আছেন তাদের সাহায্য কামনা করছি। অনূগ্রহ করে সাহায্য করে কি ভাবে সমাধান করা যায় জানাবেন কি?
@আফরোজা আলম,
ঠিক করে দেয়া হয়েছে। এখন ঠিক দেখানোর কথা। রিফ্রেশ করে দেখুন। তারপরেও সমস্যা থাকলে আমাদের জানান।
একটা ছবি দিয়ে পরীক্ষা করা যাক (@)
[img]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTSLEnsYXgDcSUHnSPku2xUnRpapq1tK01OF_r52jnIk9KIL0txZg[/img]
@সংশপ্তক,
যাক শেষপর্যন্ত মন্তব্য করতে পারছেন তাইলে!
চিয়ার্স! (D) (B)
মন্তব্যের ঘরের নীচে ছবি দেওয়ার লিঙ্ক আর ইউটিউবের ভিডিও দেওয়ার নিয়মাবলী ছিলোই। ভাবলাম। ওগুলোকে তো বাটনে রূপ দেওয়া যেতে পারে। এখন বোল্ড, ইটালিক উদ্ধৃতির বাটনগুলো যেখানে আছে সেখানে দুটো নতুন বাটন যোগ করলা, – ছবি আর ভিডিওর জন্য। একটু দেখি কাজ করে কিনা –
ছাগলের এই ছবিটা দিয়ে ট্রাই করি –
[img]http://www.windrifthill.com/Images/Farm/goat3a.jpg[/img]
এবার একটা ইউটিউবের ভিডিও –
httpv://www.youtube.com/watch?v=BvHXzP2SpLA
আপ্নারাও গুতা দিয়া দেখেন কাজ করে নাকি …
@অভিজিৎ,
বুঝলাম না আল্লাহর ! দুনিয়াতে এত বিষয় থাকতে (জামায়তে ইসলামে প্রতিক)ছাগলকে কেন বেছে নিলেন?
@আসরাফ,
এটা আমার গোবেষনার বিষয় হয়ে দাড়িয়েছে । আপনার মতই অনেক কিছু ভাবছি বসে বসে ! !
@আসরাফ,
ছাগল হচ্ছে বাংলা ব্লগজগতে সবচেয়ে জনপ্রিয় প্রাণী। দেখেন না অনেক ব্লগে বুদ্ধিহীন পোস্ট বা মন্তব্য করলেই ‘ছাগু’ আখ্যা দেয়া হয়? 🙂
@অভিজিৎ,
বুদ্ধিমান ছাগল কোরানের আয়াত খেয়ে ব্যভিচারী নারী-পুরুষকে পাথরের আঘাতে মৃত্যু বরণ করা থেকে বাঁচিয়েছে।
এই ছাগলটাকে কি বুদ্ধিহীন মনে হয়? যত্ত সব-
[img]http://www.blogcdn.com/www.pawnation.com/media/2010/06/funny-goat-picture-240.jpg[/img]
@আকাশ মালিক,
দাড়িওয়ালা ছাগলের মর্তবাই আলাদা।
ছবিটা দেখুন: (Caricature of Darwin as an ape in the Hornet magazine. (Image in the PD)
[img]http://www.myclassiclyrics.com/artist_biographies/images/Charles_Darwin_ape.jpg[/img]
ডারউইন সৃষ্টিতত্ত্বের আজগুবি গল্প, কুসংস্কার থেকে আমাদের বাঁচালেন।
মুক্তমনা ইংরেজি ব্লগে সাইন আপ করার নিয়মটা যদি কেউ জানাতেন। এখানে কি বাংলা ব্লগের account দিয়ে লগ ইন করা যায় না? এরকম সিস্টেম রাখলে ভাল হত
@অভীক,
না যায় না। আপনাকে আলাদা করে মডারেটরের তরফ থেকে পাসওয়ার্ড পাঠানো হবে। ই-মেইলে নজর রাখুন।
আপাতত আমরা পুরোনো থিমে ফিরে গেলাম তবে দ্রুতই আবার নতুন থিম চলে যাব। আশা করি আর বেশিদিন পাঠকদের অত্যাচার করতে হবেনা :)।
@রামগড়ুড়ের ছানা,
আমার সাধের স্মাইলী যেন নতুন থিমের উপর কাজ করে সেই দিকে নজর রাখার জোরালো দাবি জানাচ্ছি।
নাইলে কালো ভুত :-[ দিয়ে ভয় দেখাবো।
@অভিজিৎ, ভাইয়া, আমি এই কালো ভূত ব্যবহার করতে চাই, চাই, চাই… এইটাকে যেনো সরানো না হয়। জায়গা মত ঐটা লাগবে। যেমন র্যাব যদি খরচের ভয় দেখায়, তাইল ঐটা দেখায়ে বলব, রাতে গিয়ে ঘাড় মটকায়ে দিয়ে আসব। :-[
আর একটা দাঁত কিড়মিড় করতেছি টাইপ ইমো দরকার।
@বন্যা আপু, লাল ঠোঁটের ইমো তো দেখি ফিরে এসেছে, এইটা দিয়ে কি করব এইবার?
@নীল রোদ্দুর,
ঝোপ বুঝে কোপ মেরে দিয়েন।
হু, ঝোপ বোঝাটা খুবই জরুরী এক্ষেত্রে। ঠিকমত না বুঝলে কী পরিণতি হয়, সেটা বোঝা গেছে মাহফুজের টুকটুকে লাল ঠোঁটের চুমু সাইফুলের প্রত্যাখান দেখেই। 😀
@ফরিদ ভাই,
:lotpot:
@নীল রোদ্দুর, সাইফুলের পোষ্টে এই ‘লাল ঠোঁটের’ অপব্যবহার দেখে আবারো বুঝলাম কেন এটাকে লিস্টে দেখেই এমন ক্ষেপে উঠেছিলাম :)) ।
@অভিজিৎদা,
এই কাল ভুতের ইমোটা চরম। এই ইমো দিয়ে যারা কোন কারণ ছাড়া ক্যাচাল বাধাতে আসে তাদের মজা দেয়া যাবে। শুধু কালো ভূত না বলে বলতে হবে, ‘এটা জ্বিনের বাদশা’।
@অভীক,
এটার ইসলামি নাম দেওয়া যেতে পারে ‘আজরাঈল’–বাংলায় যমদূত বলা যাবে।
@রামগড়ুড়ের ছানা,
সকালে যেটা দেখে বাসা থেকে বের হয়েছি, সেটাই যদি নতুন থিম হয়, তবে আমার চশমার শক্তিমত্তা যে আবারো পরিবর্তন এবং পরিবর্ধন করতে হবে, সে ব্যাপারে কোনো সন্দেহই নেই। 🙁
@ফরিদ ভাই,
চশমার শক্তিমত্তা পরিবর্তনের ঝামেলায় যাওয়ার প্রয়োজন মনে হয় হবে না। অভিজিৎদা কে বলে আরো কয়েকটা চশমার ইমো বসিয়ে দিলে কেমন হয়?
@ফরিদ আহমেদ,
ফন্ট কিভাবে বড় করতে হয় সেটা আমরা জানি :-[ :-$ (~) ।(ইমোর অর্থ অভিদা জানেন)
মূল পেজে এন্ট্রিগুলির নিচে “বিস্তারিত পড়ুন” লিংকগুলি কাজ করছে না।
@রৌরব, ঠিক করে দিয়েছি।
আচ্ছা,কোন লেখার টাইটেলের নিচে আগে একটা লিংক ছিল। সরাসরি মন্তব্য আপশানে যান, সরাসরি নিজের মন্তব্য করুন এমন জাতীয় এখন তা দেখতে পাচ্ছিনা।
এগুলোকি একেবারে বাতিল করা হয়েছে?
ব্যবহারে এটি খুবই উপকারি ছিল।
@আসরাফ,
আমরা এখন কাজ করছি। এগুলো পাবেন আবার।
@রামগড়ুড়ের ছানা, তুমি আর নিশাচর তো দেখি অনেক কাজ করে ফেলেছো। অনেক অনেক ধন্যবাদ এতো কষ্ট করার জন্য। (ধন্যবাদের পালা শেষ এবার কয়েকটা ফিডব্যাক দেইঃ)), জানি তোমরা কাজ করছো, কিন্তু আলগা মাতব্বরি করার লোভটা সংবরণ করতে পারছি না…
– রুশদির মত আমারো মনে হচ্ছে,কলাম দুটি দুইদিকে হলেই বেষ্ট হয়। এতে করে একদিকে সব কিছু একসাথে মনে হবে না।
– সাম্প্রতিক মন্তব্য অনেক নীচে নেমে গেছে, স্ক্রোল করে দেখতে হয়। আরেকটু কি উপরে উঠানো যায়?
– ব্যানারের নীচের কালো বারটা ভালো লাগছে না।খুব বেশী ডার্ক লাগছে। আর এই কালো বারের মধ্যের লেখাগুলো মনে হয় এক লাইনে হবে।
– লগ ইন করার পরে স্বাগতমের নীচে অনেকগুলো লাইন আসছে।
@বন্যা আহমেদ,
আসল ফিডব্যাকটা আগে দেন,স্পিড কেমন লাগছে?
সাম্প্রতিক মন্তব্য আর লগইনের জায়গা ঠিক করলাম।
আরো অনেক জায়গায় সমস্যা আছে,আমরা কাজ করছি। সমস্যা দেখলে জানাতে থাকেন। (আপনি আবার IE দিয়েই লগইন করেছেন মনে হচ্ছে)
@রামগড়ুড়ের ছানা, পুরানো থিমটা লোড হতে দেখে বোঝা যাচ্ছে নতুনটা কত ফাস্ট ছিল। কিন্তু নতুনটা দেখতে আবার কেমন যেন একটু হিজিবিজি দেখাচ্ছিল।
যারা এই কষ্টসাধ্য কাজ করছেন,তাদের কষ্টকে আরেকটু বাড়িয়ে দিতে চাই। কয়েকটি প্রস্তাব ছিলো,
১। ব্লগের থিম অবশ্যই ভাল হয়েছে। তবে কলাম দুটি দুইদিকে হলেই বেষ্ট হয়।
২। ‘সাম্প্রতিক মন্তব্য’ প্লাগইনটিতে কিছুটা এডিট করার প্রয়োজন আছে মনে করি। একজনের একই পোষ্টে মন্তব্যগুলো ক্রনোলজিক্যাল ভাবে দেখানো ঠিক না। ধরুন আমি আমার পোষ্টে এসে সবার মন্তব্যের জবাব দিতে থাকলাম। আমার মন্তব্যগুলো দিয়েই সাম্প্রতিক মন্তব্য ভরে গেল। দেখতে দৃষ্টিকটু লাগে। অন্যান্য ব্লগের এই অপশনটা অনেক আপডেটেড।
আর প্রতিটা মন্তব্যের সাথে সময়ের একটা লিংক করে দিলে ভাল হয়। এটা ডায়নামিক হবে,লোকাল ক্লায়েন্টের পিসির টাইম অনুযায়ী ডিফারেনসটা দেখাবে।
৩। ‘ব্লগে মোট হিট’ প্লাগইনটা আমার পিসিতে কাজ করে না। এইটার কোনও দরকার নেই। বরং ‘অনলাইনে আছেন যারা’ এইরকম একটা প্লাগইন দরকার। তাহলে আলোচনায় আরো বেশী ইন্টারেষ্ট পাওয়া যাবে।
৪।অতি অবশ্যই মোবাইল ভার্সন করার প্লাগইন এ্যাড করতে হবে। এটা খুব কিঠন কিছু না বলেই মেন হয়।
৫। আর একটা ধারনা দিই, ব্যানারের নিচে একটা মারকিউয়ি করে ম্যাসেজ বক্স টাইপ করলে খুব ভাল হয়,সেখানে র্যানডম পোষ্ট দেখাবে। আগে যেমন প্রতিটা পোষ্টের শেষে দেওয়া ছিল,সেরকম আর কি।
যাক,অনেক কথা বলে ফেললাম,আপনাদের শ্রমের মূল্যায়ন আর কি দিয়ে করব,একটু গরম হওয়ার জন্য ! এই যা! স্মাইলি তো কাজ করে না! যাক,বার থেকে আমার নাম করে খেয়ে আসুন,আম টাকা দিয়ে দেব।
@রুশদি, অনেক বানান ভুল হল,সব দোষ নতুন অভ্রের। আমি আগের ইউনিবিজয়ে লিখে অভ্যস্ত,এখন সমস্যা হচ্ছে।
@রুশদি,
নতুন অভ্রেও আগের ইউনিবিজয় ব্যবহার করা যায়।
@নিশাচর,
নতুন অভ্র ইন্সটল করেছিলাম। সেখানে কোনো ইউনিজয় চোখে পড়লো না। পরে সেটা আন্সটল করে পুরোনোটাই আবার ইন্সটল করেছি। নতুন অভ্রের কোথায় ইউনিজয় আছে একটু বুঝিয়ে দেন তো।
@মাহফুজ,
ব্যস্ত বলে এখনো ব্লগে পোস্ট দেওয়ার সময় পাই নি। সংক্ষেপে,
এই পোস্ট থেকে ইউনিবিজয়ের কিবোর্ড লেওয়াটটা ডাউনলোড করুন।
উইন্ডোজ সেভেন/ভিস্তা হলে C:\ProgramData\Avro Keyboard\Keyboard Layouts এই ফোল্ডারে কপি করুন।
উইন্ডোজ এক্সপি হলে C:\Documents and Settings\All Users\Application Data\Avro Keyboard\Keyboard Layouts এই ফোল্ডারে কপি করুন।
এরপর অভ্র কিবোর্ড রাইট ক্লিক করে Exit করুন এবং পুনরায় চালু করেন।
কিবোর্ড লিস্টে ইউনিবিজয় পেয়ে যাবেন।
তবে সাবধান, কাগু বলে এক লোক আছে মাইন্ড করতে পারেন [কপিরাইট ইস্যু নাকি!]। :ban:
@নিশাচর,
mediafire লিংক কাজ না করলে এই লিঙ্ক থেকে ডাউনলোড করুন।
UniBijoy.avrolayout
@নিশাচর, দু:খিত আমি আপনার দেওয়া ট্রিপস না দেখে রুশদিকে নতুন ভার্সনে ইউনিবিজয় ব্যবহারের কৌশল দিয়েছি। পরে চোখে পড়েছে আপনার মন্তব্য। 😛
@রুশদি, আপনি নতুন ভার্সনে ইউনিবিজয় ব্যবহার করতে পারবেন। আপনি পুরনো ভার্সনের কি বোর্ড লে আউট থেকে UniBijoy.avrolayout নামের ফাইলটি কপি করে C: drive – Program files – নতুন ভার্সনের Avro keyboard ফোল্ডার ওপেন করুন এইবার keyboard layout ফোল্ডারটি ওপেন করে কপি করা ফাইলটি পেস্ট করে দিন। এখন অভ্রকে close করে পুনরায় রান করান। এইবার আপনি ইউনিবিজয় অপশনটি পাবেন।
যে কোন ছবিই কি স্মাইলি হিসেবে যোগ করে দেওয়া যায়? তাহলে আকাশ মালিকের দেওয়া নীচের উইচের ছবিটা ইমো বানিয়ে দেওয়া হোক, নারীবাদী কাওকে কায়দামতো পাওয়া গেলে পুরুষেরা ‘আগলি উইচেস’, ‘হেঞ্চওম্যান’ ইত্যাদি গালি টালি দিতে কাজে লাগাতে পারবে। ইমোর বৈচিত্র বাড়ানোর জন্য ধন্যবাদ, বিশেষ করে ভূতের ইমোটা খুবই কাজে লাগবে, আরও কিছু রকমারি প্রকারভেদের ভূত যোগ করা সম্ভব হলে সেটাও করা হোক। এডমিন সকলকে কষ্টসাধ্য পরিশ্রমের জন্য ধন্যবাদ ও অভিনন্দন। এই ইমো দুটি (আরও স্মাইলি বাটনটি কাজ করছে না দেখা যাচ্ছে এখন) যোগ করাতে খুবই ভালো হয়েছে। সামহোয়্যারিন ব্লগে দেখলাম আরও কিছু চমতকার ইমো রয়েছে, বাহারি অভিব্যক্তি প্রকাশকারী এই ধরণের আরও কিছু ইমো যোগ করা হলে সেটি পাথকদের মতামত প্রকাশের বৈচিত্র বৃদ্ধি করবে বলেই আমার একান্ত বিশ্বাস।
@আল্লাচালাইনা, আমি দেখতে যেমনই হই না কেন আমারে কোনদিন সামনাসামনি আগলি উইচ কইলে খবর আছে কইলাম 😉
@লীনা রহমান,
আরো খবর জানতে চাইলে এইখানে ক্লিক করুন। মনের বিবর্তনও ঘটতে পারে। লাইজু নাহার থাকলে আপনাকে আরো সাহায্য করতে পারতেন।
@মাহফুজ, উইচক্রাফটের অনেক কাহিনি নানা জায়গায় পড়েছি…
জ্ঞানকে প্রতিহত করার সর্বোচ্চ চেষ্টায় কালো হয়েছে মধ্যযুগ, বিশেষ করে বিদূষী নারীদের রক্তে রাঙ্গা ছিল চার্চের হাত :-Y
নতুন থিম দেখতে ভালই লাগছে। প্রথম প্রথম একটু হিবিজিবি লাগবেই।
মনে হচ্ছে দ্রুতই লোড হচ্ছে।
আমারও একখান প্রস্তাব আছে। বাংলা সনের তারিখটা প্রথম পাতায় এড করে দেয়া যেত। তাতে ষড় ঋতুর দেশের ঋতুগুলোর একটা খবর পেতাম মুক্তমনাতেও।
আগে সাবমিট শব্দটা কি বাংলায় ছিল? বাংলায় জমাদাও,আথবা প্রকাশ কর ভাল লাগত। ইমো কাজ করছে না। মজিলাতেই ব্যবহার করছি।
একটি ‘কনফিউজড’ (না কি ‘ভীত’?) ইমোর অভাব বোধ করি প্রায়ই। মানে এইটা :-S
এত ইমোর ভীড়ে এটাও কি যোগ করে দেওয়া যায় না?
অতিথি পাঠকদের সুবিধার্থে নীড়পাতায় সদস্য হওয়ার নিয়মের লিংকটা ঝুলিয়ে দিলে ভাল হয়।
আপডেট হইয়া কি পরিবর্তন হইল,বুঝবার পারতিসিনা। কিছু ইমু দেখবার নাগছি যা নতুন (I) । এক্কেবারের প্রথম পাতা এমন নেতাইন্না কেন(আগেও তাই ছিল) তাও বুঝবার পারিনাই। বুজুরগরা কি দয়া করে ঐ দিকে নজর দিবেন?
:guru:
ইমো সংক্রান্ত আমার ছোট্ট দুটো রিকোয়েস্ট।
১) যারা কথায় কথায় মেজাজ খারাপ করে খরচ ফায়ারের ভয় দেখায় কিম্বা ইচ্ছামত পেটানোর খায়েশ জাগে। তাদের মেজাজ ঠিক রাখার জন্য এমন কিছু ইমো আবিষ্কার করা হোক যা দেখলে তাদের অন্তর কুল কুল ভাবের উদয় হয়।
২) যারা মন খারাপ করে লেখা ডিলিট করে ব্লগ ত্যাগ করতে চায়, তাদের অন্তরে মহব্বত পয়দার নিমিত্তে এমন একটা ইমো দেয়া হোক যা দেখলে তাদের দিল ঠাণ্ডা হয়ে যায়।
যে ঝাড়ি দেয় এবং যে ঝাড়ি খায় উভয়ই সমান অপরাধী। (সুরা আল ব্লগ)
ঝাড়ি দেয়া এবং ঝাড়ি খাওয়া উভয়ই মানসিক স্বাস্থ্যের জন্য হানিকর (আল-আদিল)
@মাহফুজ,
আমার তো মনে হয় ব্লগে মাঝে মাঝে ঝাড়ি দেওয়া একটা অত্যন্ত জরুরী কাজ। বেতালা লোকজন না হলে এক্কেবারে লাইনচ্যুত হয়ে যায়। ঠিক জায়গায় ঝাড়ি দিলে ঝাড়িদায়ককে পুরষ্কৃত করার ব্যবস্থা করা উচিত।
@বন্যা আহমেদ,
এই নিন এইটা সব সময় হাতের কাছে রাখবেন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে মারামারি শুরু হতে আর বেশী বাকি নাই।
[img]http://www.featurepics.com/FI/Thumb/20070911/Witch-Broom-447691.jpg[/img]
@বন্যা আহমেদ,
আর বেঠিক জায়গায় ঝাড়ি পড়লে ঝাড়িদায়ককে ঝাড়ু পিটার নিশ্চয়তাও থাকা উচিত।
আরেকটি বিষয় আপনার মাধ্যমে জানাতে চাই- ডারউইন দিবসের পেজ কালো হওয়াতে কেমন যেন অন্ধকার অন্ধকার লাগে। ওভাবে অন্ধকারের মধ্যে ফেলে রাখাটা ভীষণভাবেই বেমানান ঠেকে। আলোর মুখ দেখানোর সময় হয়েছে এবার। উপযুক্ত ব্যবস্থা নিতে অনুরোধ জানাই।
:-[ (~) :-$ (&) (@) (K) :-O 😛
ব্যাপক স্মাইলি :-Y । এই ফাকে জানায় রাখি স্মাইলি সংক্রান্ত সকল দায়দায়িত্ব অভিজিত দার :rotfl: ।
@রামগড়ুড়ের ছানা,
টেস্ট করার জন্য বেশ কিছু স্মাইলী এক্সট্রা রাখসি। তোমার পছন্দ মত স্মাইলী সরায় দিতে পার ইচ্ছা করলেই। ফ্লেক্সিবিলিটি তো আছেই। এই দেখো আমি কালো ভুতের স্মাইলীগুলারে ভিজিবল এলাকা থেকে সরায় দিলাম।
খুঁজে খুঁজে যখন বিদ্ঘুটে স্মাইলীগুলার দিকে তোমার চোখ পড়সে, তখন ওগুলা কোথায় রাখবা – খাটের উপরে না বিছানার নীচে – তার দায়দায়িত্ব তোমার। :))
স্মাইলী এড করলাম নতুন ভার্শনে।
দেখি কাজ করে কিনা –
🙂 :)) 🙁 ;-( :-X :-Y 😉 😕 :-s :guru: :clap :hahahee: (F)
মনে হয় কাজ করতেসে! (Y)
:))
আমার মনে হয় মুক্তমনার এখন একটা মোবাইল ফোন ভার্শন থাকা উচিত। আপনারা কি বলেন?
@অভীক,
আমি আজকে আপনার কথাকে গুরুত্ব দিয়ে মুক্তমনার মোবাইল ভার্শন উন্মুক্ত করে দিলাম। আপনার মোবাইল থেকে মুক্তমনা দেখতে পারার কথা।
আমি এইমাত্র আইফোন থেকে এইমাত্র পরীক্ষা করলাম – চমৎকার দখা যাচ্ছে। আপনি টেস্ট করে বলুন সবকিছু ঠিক আছে কিনা।
@অভিজিৎদা,
অনেক ধন্যবাদ আমার কথাকে গুরুত্বের সাথে নেয়ায়। এটা অবশ্য আমার একার দাবি ছিল না।
হ্যাঁ, আগের চেয়ে অনেক ভাল দেখা যাচ্ছে। তবে আইফোন আর নকিয়া ফোনের মধ্যে অবশ্য কিছু পার্থক্য আছে
হুমম,
কিন্তু ব্লগার হব কিভাবে?
@কবুতর,
প্রথমে কিছুদিন মন্তব্য করতে থাকুন।
@কবুতর, নীতিমালা দেখুন: http://blog.mukto-mona.com/?page_id=6265
নতুনেরে বাসি ভালো …
রামগড়ুড়ের ছানা এবং নিশাচর,
আপগ্রেড করার কাজ আমার তরফ থেকে মোটামুটি শেষ। ডেটাবেসও যতদূর সম্ভব অপটিমাইজড করা হয়েছে। এডমিন প্যানেল অনেক গতিশীল এটা লগ ইন করে কাজ করলেই বোঝা যায়। সে তুলনায় মুক্তমনার হোম পেজ এবং ইণ্ডিভিজুয়াল পেজ লোড এ কিছুটা সময় লাগছে। এগুলো নিয়ে আলাদাভাবে কাজ করা দরকার। আপনাদের ইমেইল করছি এ বিষয়ে। আপনাদের আপডেটও জানাবেন।
স্মাইলী সমস্যাও দূর হবে যাবে আজ কালের মধ্যেই।
@অভিজিৎ,
বেশ কিছু কাজ করেছি, পেজ লোড সময় কমেছে মনে হচ্ছে এখন। টেস্ট করে দেখতে পারেন। স্মাইলি যেহেতু আপনি দেখবেন বলছেন তাই আর আমরা ধরছিনা। আপনাকে মেইল করে বাকিটা জানাবো।
সাইটে সার্চের স্ক্রিপ্টটা পরিবর্তন করেছি। সাইডবারে নতুন সার্চ লিংক যোগ করে দিয়েছি। এখানে গিয়ে দেখতে পারেন: http://mukto-mona.com/mmsearch/।
@রামগড়ুড়ের ছানা, আরেকটা অনুরোধ করি, যদিও ব্যাপারটা খুব জরুরী কিছু না। নতুন থিমে যাওয়ার সময় ব্যানারের সাইজটা কী একটু ছোট (মানে উইডথ টা আরেকটু চিকন করতে বলছি, লেনথ তো থিমের সাথে মিলিয়েই করতে হবে) করা যায়? ব্যানারগুলো দেখতে একটু বেশী মোটাসোটা মনে হয় ঃ)
@বন্যা আহমেদ,
নতুন থিমে যদি শেষ পর্যন্ত যাই তাহলে ব্যানারের সাইজের পরিবর্তন এমনিতেও আনতে হবে। আচ্ছা চিকন করে দেয়া যাবে :)।
@রামগড়ুড়ের ছানা, স্পিডের মনে হয় বেশ উন্নতি ঘটেছে। এখন তো দেখি এখান থেকে ৪-৫ সেকেন্ডে লোড হচ্ছে নীড়পাতা। ব্লগগুলো লোড করতেও সময় কম লাগছে আগের তুলনায় । তবে দেশের অপেক্ষাকৃত স্লো নেটওয়ার্কে পারফরমেন্সের কী অবস্থা সেটা কেউ জানালে ভালো হত।
[আচ্ছা, এই নতুন স্মাইলিগুলোর মধ্যে কান খাড়া করা বিড়াল দিয়ে কী বোঝানো হচ্ছে সেটা কী কোন মডারেটর বলতে পারবেন? ঃ), আর মুক্তমনায় মনে হয় এই নতুন ‘ঠোঁটের’ আইকনটা না থাকলেও চলবে, কী বল? ]
@বন্যা আপু আমাদের মনে হয় ধর্মঘটে যাবার সময় হয়েছে। ফরিদদাও কাজ করে দিচ্ছেনা আর অভিজিতদার স্মাইলির বাহার দেখে মনে হচ্ছে কাজটা আমার আর নিশাচর ভাইয়ের করা উচিত ছিল। বিশেষ করে (K) (@) (T) :-$ (&) :-[ । “আরো স্মাইলী” তে ক্লিক করে দেখেন খালি বিড়াল না কুকুর,গোলাপি বল,কালো ভূতও আছে।
@রামগড়ুড়ের ছানা,
তুমি বিরাল কুকুর পছন্দ কর না – খুবই দুঃখজনক ব্যাপার। এনিম্যাল রাইটস অর্গানাইজেশনের খবর দিয়ে দিবো। (T) অথবা (E) – এ।
@অভিজিৎ,
ইশ! বেচারা বিরাল ঠান্ডায় ছোট হয়ে গেছে, একটু হুস্কি-ব্রান্ডি পান করায়ে তাকে বিড়াল করে দেয়া হউক।
[img]http://motherjones.com/files/legacy/mojoblog/funny-cats-a10.jpg[/img]
@রামগড়ুড়ের ছানা,
অবশ্য বিখ্যাত কুকুর বিশেষজ্ঞ আদিল মাহমুদকেও বলা যায়। (&) এর প্রতি ঘৃণা প্রদর্শনের অভিযোগে তুমি তার কাছ থেকে :ban: খাওয়ার প্রস্তাব পেতে পার শিগগিরই।
@রামগড়ুড়ের ছানা, নাহ, এবার মনে হয় আমার কাজের থেকে বাসায় যেতেই হবে। না হলে অভি সারাদিন ধরে এইসব হাবিজাবি কুত্তা বিড়াল স্টার ফিশ যোগ করতেই থাকবে :-X ।
আচ্ছা, ফরিদ ভাই আর সৈকত গেল কই? আপগ্রেড শুরু করার পর এদের টিকিটাও তো দেখা যাচ্ছে না। এদের মডুত্ব কী ভুল করে বাতিল হয়ে গেছে আপডেটেড ভার্সনে?
@বন্যা আহমেদ,
হইতারে, তয় সারাদিন থাইক্যা দেখতাছি। শিশুরা যেমন নতুন কিছুর দিকে অবাক হইয়া তাকায় এভাবেই তাকাচ্ছি আর এটা ওটা দেখছি, কিছু নাড়তাছি না-ভয় করে ।
কিছু আজব স্মাইলি জীবনে পত্থম দেখছি। এইগুলা দিয়া কি করন যায়, বলেন তো দিদি। ব্লগে কুত্তা-বিড়াল দিয়া কি হইব? বেশ কিছু স্মাইলি ব্লগের কোনো এক চিপায় রেখে দিলে কেমন হয়(কাজের সময় ব্যবহারের লাইগ্যা?
@সৈকত চৌধুরী, ‘আজব’ কারে কয় তা তো দেখোই নাই, তোমরা আসার আগেই আমি আর রামগড়ুড়ের ছানা আন্দোলন করে যেগুলো উঠিয়ে দিয়েছি সেগুলা তো আরও ‘আজিব’ ছিল। দুইটা লাল ঠোঁটের আইকন দেখে তো আমার প্রায় ফিটের ব্যামো হয়ে যাচ্ছিল। ফরিদ ভাইএর কোন রগরগা লেখা ছাড়া আর কোথায় এর প্রয়োগ সম্ভব হত তা আমি জানি না।
@বন্যা আহমেদ,
তাইতো মনে হচ্ছে। এদের মডু জীবনের মনে হয় অবসান ঘটেছে। টেকিদের পাল্লায় পড়ে স্বর্গে গিয়ে ঢেকি দিয়ে ধান ভানছে হয়তো তারা এখন।
আচ্ছা, অভি যে এত্তো এত্তো সব ইমো দিলো। কিন্তু আসল ইমোটাইতো দিলো না। মুক্তমনায় কাউকে পিট্টি দিতে হলে প্রচুর গণকথা খরচ করতে হয়। এই গণকথার গভীর সাশ্রয় করা যায় গণপিটুনি দেওয়া একটা মাত্র ইমো দিয়ে। যখন মেজাজ-টেজাজ খুব খারাপ হবে, কাউকে ইচ্ছেমত ধরে পেটাটে ইচ্ছে করবে, তখন খালি ওই ইমোটা দিয়ে দেবো। ডিজিটাল হাতের সুখ হয়ে যাবে সাথে সাথেই। কথাবার্তা, যুক্তিতর্ক কোনো কিছুরই আর প্রয়োজন পড়বে না। 🙂
@ফরিদ আহমেদ, আমি তো অভিজিৎ দার স্মাইলির বাক্স দেখে হেসে গড়াগড়ি খাচ্ছি। তবে, কালোভূত আমার খুব পছন্দ হয়ছিল। কাউকে ভয় দেখাতে ঠিকই কাজে লাগতো।
@বন্যা আহমেদ, নাহ, এবার মনে হয় আমার কাজের থেকে বাসায় যেতেই হবে। না হলে অভি সারাদিন ধরে এইসব হাবিজাবি কুত্তা বিড়াল স্টার ফিশ যোগ করতেই থাকবে
(শুয়ে পরে হাসার ইমোটি হবে)
@মুক্তমনা এডমিন, সাম্প্রতিক মন্তব্যের আগের ফরম্যাট-টাই বেশী ভালো লাগে। কোন ব্লগে কথা হচ্ছে, সেটা আগে, তারপর কে বলছে তার লিঙ্ক। বাহুল্য বিবর্জিত। Easy to go…
@মুক্তমনা এডমিন,
– প্রত্যেকটা সাম্প্রতিক মন্তব্যের শেষে ‘প্রবন্ধ’ কথাটা আসার দরকার নেই ঃ)।
– নতুন থিম কি ইম্লিমেন্ট করা হয়েছে? দেখে তো পুরানোটাই মনে হচ্ছে।
– ‘মুক্তমনা ব্লগ আর্কাইভ থেকে কিছু নির্বাচিত পোষ্ট’
মনে হয় কাজ করছে না, নীচের এরর মেসেজটা আসছেঃ
‘Bad Request
Your browser sent a request that this server could not understand.
——————————————————————————–
Apache/2.2.3 (CentOS) Server at default Port 80’
এগুলোকে নির্বাচিত পোষ্ট না বলে ‘মুক্তমনা ব্লগের কিছু পুরনো পোষ্ট’ জাতীয় কিছু একটা বললে ভালো হয়।
– পারফরমেন্স কী ভালো হয়েছে বলে মনে হচ্ছে? আমি এখনও বুঝতে পারছি না।
@বন্যা আহমেদ,
নতুন থিম ইমপ্লিমেন্ট করা হয় নি এখনো।
এই সমস্যাটা এখন দেখাচ্ছে না। আপনার ব্রাউজারে এখনো দেখায়?
আর পারফরম্যান্স ভাল হয়েছে বলে মনে হচ্ছে; বিশেষ করে এডমিন প্যানেলে।
আপগ্রেডের পর বেশ কিছু Issue Arise করেছে। আশা করা যায় শীঘ্রই সব সমস্যার সমাধান হয়ে যাবে।
@নিশাচর, একগাদা প্রশ্ন করেছিলাম ধন্যবাদ দেওয়া ছাড়াই। পৃথিবীর এ প্রান্তে কত কাজ করা হচ্ছে দেখে বুঝতে পারি ও প্রান্তেও আপনি এবং রামগড়ুড়ের ছানা কত কাজ করছেন ঃ)। অনেক ধন্যবাদ এরকম বিশাল একটা প্রজেক্ট হাতে নেওয়ার জন্য। এরকম একটা আপগ্রেডের জন্য (একেই আমি সাধারণত বোনের মোষ তাড়ানো বলে থাকি ঃ)) কী পরিমাণ কাজ করতে হয় সেটা ভুক্তভোগী মাত্রই জানেন। ধন্যবাদ আবারও।
আর নির্বাচিত পোষ্টের সমস্যাটা IE তে দেখালেও ফায়ারফক্স এবং ক্রোম এ দেখাচ্ছে না। ওহ, কয়েকবার রিফ্রেশ করার পর IE তেও মনে হচ্ছে আর দেখাচ্ছে না। পারফরমেন্স ক্রোম এবং ফায়ারফক্সে যতটা ভালো IE তে ততটা নয়, প্রাথমিকভাবে সম্ভবত ক্যাশ বিল্ডের কারণে দেরি হলেও পরে ১০-১২ সেকেন্ডেই নীরপাতা লোড করছে। ইন্ডেক্সিং করা শেষ হলে হয়তো আরও ভালো হতে পারে পারফরমেন্স।
@বন্যা আহমেদ,
আপগ্রেডের Distance একটু বেশী হয়ে গেছে তাই এই সমস্যা। নতুন ভার্সন আসার সাথে সাথে আপগ্রেড করলে সমস্যা কম হয়।
আমরা যেহেতু ২.৭ থেকে অনেকটা লাফ দিয়ে ৩.০.৪-এ আপগ্রেড করছি সমস্যাটা দাঁড়িয়েছে তখন। মাঝখানে অনেক ইতিহাস হয়ে গেছে যেমন ধরুন কিছু প্লাগইন সাপোর্ট ড্রপ করেছে, কিছু কোড মিসম্যাচ হচ্ছে ইত্যাদি।
@বন্যা আহমেদ,
কেন আপনি IE ব্যবহার করেন জানতে পারি? এখনই ওটা আনইনস্টল করেন।
পৃথিবীর এ প্রান্তে মানে আমাদের প্রান্তে এখনও তেমন কাজ হয়নি,এখন পর্যন্ত বেশিভাগ কাজ অভিদা করেছেন। এখনও অবশ্য অনেক কাজ বাকি,আশা করি ঠিকমত করতে পারব।
আমার কাল পরীক্ষা শেষ,পরীক্ষা দিয়ে এসে কাল সারাদিন মুক্তমনা নিয়ে পড়ে থাকব।
“ইবার্তা” ডিঅ্যাকটিভেট করে দেয়া হয়েছে কিছু কারনে।
@রামগড়ুড়ের ছানা,
পৃথিবীতে IE র মার্কেট শেয়ার কত বলতো ? এখনো প্রায় ৫০%। ব্যক্তিগতভাবে অনেক কিছুতেই চে গুয়েভারা হওয়া যায়, কিন্তু প্রফেশানালি যেহেতু আইটির ঘানিই টানতে হয়, সেখানে মার্কেটের দাসত্ব করা ছাড়া আর উপায় কী (:। ২০১০ এর শুরুতেও আমাদের IE6 এর মত একটা ডাইনোসরকে সাপোর্ট করতে হয়েছে। IE র মার্কেট শেয়ার আরও কমলে ওকে কান ধরে আনইন্সটল করে দিতে একটুও দুঃখ লাগবে না…
@বন্যা আহমেদ,
আয় হায় এটা কি বললেন? IE6 কে ডাইনোসর বললে ডাইনোসররা রাগ করবেতো 🙁 । IE6 নিজেই একটা প্রজাতি যার তুলনা সে নিজে।
ভাইয়া, সাইট অ্যাকসেস করা যাচ্ছে না !! (কৌশলে প্রবেশ করেছি)
পারমালিংকগুলো যাতে ঠিক থাকে, mod_rewrite অন আছেতো??
@টেকি সওদাগর, ঠিক হয়ে গেছে!
ধন্যবাদ!
ই-বার্তা নিয়ে ঝামেলা হবে মনে হয়েছিল তবে সেটাও ভালোই কাজ করছে। ছোটখাট আরো কিছু কাজ করা হয়েছে। কোন ফিচার কাজ না করলে সাথে সাথে আমাদের জানানোর অনুরোধ করছি। স্মাইলি কাজ করছেনা,এটা দ্রুত ঠিক হয়ে যাবে আশা করছি।
মুক্তমনার টেকনিক্যাল ব্যাপারে এখন আমাদের সাথে কাজ করছেন ব্লগার “নিশাচর”। কোনো আবদার থাকলে তাকেও জানাতে পারেন :)।
@রামগড়ুড়ের ছানা,
আমরা যারা পাঠক যারা শুধু পাঠই করে থাকি তাদের সাইটটিতে ইজি একস্যাস এর উপর জোর দেওয়া জরুরি বলে মনে করছি, মুক্তমনার একটি মাোবাইল থেকে একস্যাস এবল সাইট তৈরির কোন ভাবিষ্যৎ পরিকল্পনা আছে কি?
@শ্রীবাস,
করে দেয়া হয়েছে। আমি আমার আইফোনে টেস্ট করেছি। বেসিক ফীচারগুলো চলে আসার কথা।
আপনি টেস্ট করে বলুন।
@অভিজিৎ,
আমিও আইফোন থ্রিজিএস ব্যবহার করছি, আপনি বলার পর দেখলাম আসছে, হোম পেইজ সহজেই লোড হলেও যেমন ধরুন এই পেইজ এ আসতে গেলেই সাফারি হ্যাং করছে ।
@শ্রীবাস,
হ্যা, এই পেইজে এখন এত ছবি, মন্তব্য আর ভিডিও এড হয়েছে যে লোড হতে সময় লাগে। কিন্তু অন্য পোস্টগুলো ঠিকমত আসার কথা।