তোমাকে উৎ সর্গ করে
বেঁচে থাকি মৃতদের মত করে
ঘাসেরাও আজ বাতাসে করে শনশন আওয়াজ
চারিদিকে এখন যেন কেউকেটা কেউ
সাপেদের চেতনায় ছড়ায় দীঘশ্বাস
মোহে পুড়ি সেই নাগিন সাপিনীর
নীলাভ দংশনে থরথর কাঁপে আমার শোনিত-হাড়
রক্তে আজো উঠে চিরস্থায়ী জাগরণ
আমি গাঢ় চুম্বনে রক্তাভ করি তোমার অপলক থিরথির চঞ্চু
অসংখ্যবার তোমার মন্দিরে প্রবেশ করি
তোমার বেদিতে রাখি রক্ত-পুষ্পের দল
তোমার জাগ্রত দেহে আমার কম্পন
তুমি কখনো টের পাও কি?
তুমি কখনো পাও কি টের যখন
তোমার জায়নামাজে লাগে
জাহান্নামের লেলিহান স্পর্শ
আর তুমি আমাকে ছেড়ে দূর তেপান্তরের মাঠ পেরিয়ে
কিংবা মধ্যযুগীয় দাসীদের মত
নীরবে আর সরবে সমর্পিত হও
এক উত্থিত শিশ্নের সামনে হও নতজানু
আমি তোমাকে দেবী বানাই
তার কাছে তুমি শুধুই দাসী
তবু কেন যাও?-চূড়ান্ত ক্ষরণের কালে কেন হও এত বিলাসী!!
কত কাছাকাছি থাকি যেন
কত কাছাকাছি থাকি যেন
হাত বাড়ালেই ছুঁতে পারি তাকে
কত কাছাকাছি থাকি যেন
ওষ্ঠে চাইলেই রাখতে পারি আমার ঠোঁট
কত কাছাকাছি থাকি যেন
তার নীলাভ ধমনীর কম্পন
মুঠোয় ভরে রাখতে পারি কয়েক সেকেন্ড
আমরা এত কাছাকাছি থাকি যে
সারিবদ্ধ কপোতেরাও জানে না এর বিধি কী
কোথায় তৈরী হয়েছে এই জাগতিক উষ্ণতার নিয়ম
তবু কী যেন রয়ে যায়-কোলাহলে ভাসি না আমরা কেউ
একসাথে আজকাল আর করি না শিকার
আমরা লিপ্ত হইনা কোন মগ্ন আলোচনায়
আমাদের উৎসুক দেহ বেয়ে বেয়ে নামে না হিম-শীতল-বৃষ্টি
তবু কতকাল ।
তবু কতকাল ব্যর্থ হয়েছে
তাকে বুঝিয়েছিলাম বিবর্তনের সেই সর্পিল চোরা-পথে
আমি আছি চিরদিন-অন্ততঃ যতদিন বেঁচে আছি
হেঁটে যাব তার সাথে অহর্নিশি অহর্নিশি
তবুও কথা থেকে যায়-এত আশ্বাস!
আমি কী পেয়েছি তারে জীবনের সহজ উপায়ে?
অথবা পাইনি তারে কখনো
সে কখনো আসে নি ।
খুবই ভালো লাগলো আপনার কবিতা।
অবশ্য আমি যে খুব একটা বেশি কবিতা পড়েছি তাও নয়।
@ক্রান্তিলগ্ন, স্যরি,আমি আসলে আপনার মন্তব্য বুhttp://blog.mukto-mona.com/wp-content/plugins/tango-smileys-extended/tango/frown.gifঝতে পারছি না। 🙁 🙁
@ক্রান্তিলগ্ন, বুঝতে পারলাম না
আমি যত বাংলা কবিতা পড়েছি, তার সবই সরল, বোধগম্য ভাষায় লেখা। গভীরচিন্তার (high-thought) কবিতাগুলিও সরল ভাষায় লেখা; সরলের ভিতর দিয়েই গভীরের প্রকাশ, সহজবোধ্যতার দরজার আড়ালেই দুর্বোধ্যতার চক্রবূহ্য।
‘আর মেঘনাদবধ কাব্য?’ সেটা কিন্তু পুরোটাই কঠিন ভাষায় লেখা।
মুক্তমনায় স্বাগতম কবি ডালিমকুমার।
ট্যাগে শুধু কবিতা দিলেইতো চলতো। দর্শন, সংস্কৃতি বা সাহিত্য আলোচনা যুক্ত করাটা কি আদৌ প্রয়োজন ছিল?
@ফরিদ আহমেদ,
সরি ভাই,আসলে অতিরিক্ত আবেগে এমন হয়েছে।এর পর এই ভুল আর হবে না
ভালো লাগলো।
@আফরোজা আলম,
অসংখ্য ধন্যবাদ।আমাকে একজন বলেছিল আমার কবিতা কেউ কখনো পড়বে না।আপনি পড়েছেন ,আপনার ভাল লেগেছে-তাই,আত্নবিশ্বাসটা বেড়ে গেল।
@ইমরান মাহমুদ ডালিম,
আপনার কবিতা কেউ পড়বে না,এমন কথা যিনি বলেছেন তার হয়তো কবিতা পড়বার মন মানসিকতা নেই।সবাই কবিতা পড়তে জানেনা।বা পারেনা। এইটা তাদের দোষ না এটা তাদের অক্ষমতা।
আপনি লিখে যান।