ক’ দিন আগে এখানে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক জীবন্তমূর্তির(World statues festival) মিলনমেলা।
বলতে পারেন আন্তর্জাতিক “যেমন খুশী সাজ”।
শহরের বিভিন্ন স্কোয়ারে সেদিন দাঁড়িয়েছিল গান্ধী(ধবল শুভ্র একান্তই নিজের পোষাকে), চার্লিচ্যাপলিন তার স্বভাবসুলভ উচ্ছলতায়।কখনও কখনও সুন্দরী পথচারিনী পেয়ে আগ বাড়িয়ে হাতে চুমো খাচ্ছেন।
আপেল হাতে আদিম মানবী ঈভ দাঁড়িয়ে শীত উপেক্ষা করে(যদিও
এখানকার সামার কিন্তু আবহাওয়ায় আমাদের শীতকাল)!
এতে নেদারল্যান্ড, ইংল্যান্ড, ইটালি, ভেনিজুয়েলা, জার্মানিসহ বিভিন্ন দেশ অংশ
নিয়ে ছিল।
করপোরেট লেডী সোফায় ফোনরত!
বেহালা বাদকের গায়ে লীন হয়ে ছিল জীবন্ত ভায়োলিন!
আমার সবচেয়ে ভাল লেগেছে বাচ্চাদের স্কোয়ার!
অত টুকু টুকু বাচ্চারা সারাদিন গায়ে রং মেখে স্থির হয়ে ছিল!
ব্যাপারটা ওদের জন্য কষ্টসাপেক্ষ!বেশী বেশী প্রশংসা ওদেরই প্রাপ্য!
একটা ছোট্ট ছেলে খুব সুন্দর ইন্ডিয়ানা জোনস্ সেজেছিল ব্যাটারি
অফ হওয়ায় আর তুলতে পারিনি!
চলন্ত সুশিবার।নকল, দাঁত, চুল লাগিয়ে জাপানী সেজেছে!
অহিংসার ধবল অমল গান্ধী। ভারত থেকে একেবারে ইউরোপে!
দেখছেন শহরের ব্যস্ততম স্কোয়ারে!
চার্লিচ্যাপলিন পথচারীদের সাথে স্বভাবকৌতুকে ব্যস্ত
আকাশ থেকে কেবলই এসে বসেছেন-
“Angel of the city”
কর্পোরেট লেডি জরুরী ফোন সেরে নিচ্ছেন।
এত সুন্দর জীবন্ত মূর্তির (যেমন খুশি তেমন সাজো) চোখ এড়িয়ে গিয়েছিল। দেখে ভালোই লাগছে তবে খুব একটা পরিষ্কার ওঠেনি। কোন ক্যামেরা দিয়ে ছবি তুলেছেন? আর এ ধরনের অনুষ্ঠানে গেলে সব সময় এক্সট্রা ব্যাটারী নিতে হয়। আশা করি ভবিষ্যতে সেই ভুল আর করবেন না। আপনার ভুলের জন্য আমরা আরো ছবি থেকে বঞ্চিত হলাম।
১৬ টা ছবির মধ্যে আমার কাছে এঞ্জেল অব দ্য সিটি, মডার্ন ইভ আপেল হাতে ভালো লেগেছে।
আচ্ছা জীবন্ত টিভির বিষয়ে একটু খোলাসা করে বলবেন। আর প্রাচীন ভেনিসের ছোটদের চিত্রশালা বিষয়ে একটু বিস্তারিত জানতে ইচ্ছে করে।
ধন্যবাদ সুন্দর সুন্দর ছবি শেয়ার করার জন্য।
আর হ্যা, নববর্ষের শুভেচ্ছা। এবার অপেক্ষা করেছিলাম, নতুন খেতাবের।
বাহ, চমতকার।
জীবন্ত পড়ে ভেবেছিলাম যে মানুষই মনে হয় মূর্তি সেজে বসে আছে, আমাদের যেমন খুশী সাজোর মত আর কি 🙂 ।
@আদিল মাহমুদ,
জীবন্তই!
ভাল লাগার জন্য অনেক ধন্যবাদ!
@লাইজু নাহার,
ছবিসহ আপনার চমৎকার অভিজ্ঞতাটি উপস্থাপনের জন্য ধন্যবাদ। আমার কিন্তু সবগুলো সাজই ভাল লেগেছে।
@গীতা দাস,
আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক শুভেচ্ছা!
আর ভাল লাগার জন্যও!
বাহ, চমৎকার!!
@সৈকত চৌধুরী,
ভাল লাগার জন্য অনেক শুভেচ্ছা!
:yes:
কোন পুরস্কারের ব্যবস্হা ছিলো না? আপনার কাছে কোনটা সবচেয়ে ভালো লেগেছিলো?
@হোরাস,
পুরষ্কার ছিল অবশ্যই!
আমার কাছে সবচেয়ে ভাল লেগেছে ভেনিসের চিত্রশালা!
পড়া ও মন্তব্যের জন্য অনেক শুভেচ্ছা!