বসুন্ধরা গ্রুপের একটা প্রপাগান্ডা পত্রিকা আছে বাংলাদেশ প্রতিদিন নামে। দুই টাকা দামের এই পত্রিকা খুব সম্ভবত বাংলাদেশের অত্যাধিক (সর্বাধিক নয়) পঠিত। আমি কখনও পড়ে দেখিনাই, কিন্তু আজকে বাসা থেকে বের হবার সময় আরেক ফ্ল্যাটের জন্য রেখে যাওয়া পত্রিকা দেখে অবাক হলাম। পত্রিকার ক্রোড়পথে “ডারউইন থেকে ডাবল হেলিক্স- ১” নামে লেখা। কৌতুহলে উঠিয়ে দেখি, লেখকের নাম রনক ইকরাম! বাংলা ব্লগ পড়েন এমন কাররই জনপ্রিয় এই লেখা চিনতে ভুল হবার কথা না, ভুল হবার কথা না লেখকের নাম স্মরণ করতেও। তিনি দিগন্ত সরকার। মুক্তমনায় প্রকাশিত লেখাটা আছে এখানে

এই রনক ইকরাম আর দিগন্ত সরকার কি একই ব্যক্তি?

পত্রিকার স্ক্যানড কপি তুলে দিলাম।

কাহিনি কি?