মুক্ত-মনায় কিছু দিন যাবত বেশ ঝড় বাদল চলছে। আসেন ভাইয়েরা মাথা ঠান্ডা করি। কবিতা পড়ি। 😀

তুমি এসে দাঁড়াতেই
আকাশে সাতটি রংধনু পর পর
উঠে দাঁড়াল এটেনশন হয়ে,
অথচ কয়েকদিন ধরে কোন বৃষ্টি ছিল না।

তুমি একটু হাসতেই
চন্দ্রদেবী নিজেকে বাহুল্য মনে করে
সঙ্গে সঙ্গে তার চাকুরিতে ইস্তফা দিল
অথচ সেদিন প্রচন্ড পূর্ণিমা হবার কথা ছিল।

তুমি একটু কথা বলতেই
সমস্ত পাখিরা চুপটি মেরে গেল
হতভম্ব একশটি কোকিল নির্দ্বিধায় করল আত্নহত্যা
অথচ সেদিন তাদের বাৎসরিক গানের উৎসব ছিল।

তোমার নগ্ন হাতে একটু ছোঁয়া মাত্রই
আজন্ম অন্ধ ছেলেটা মূহুর্তেই
ফিরে পেল পৃথিবী দেখার শক্তি
অথচ তার দৃষ্টি ফিরে পাবার কথা ছিল না।

ফুলের বনে তোমার প্রবেশ মাত্রই
তোমার পদস্পর্শে ধন্য হবার জন্য
মাটিতে গড়াগড়ি দিল অন্তত চারশ প্রজাতির ফুল
অহংকারি সাদা গোলাপেরা মূহুর্তেই
আতঙ্কিত হয়ে ফ্যাকাশে খয়েরী হয়ে গেল
অথচ সেদিন ছিল বসন্তের প্রথমা।

তুমি হাটছিলে
রাস্তার দুপাশের সমস্ত বৃক্ষেরা
মাথা নুইয়ে তোমাকে অভিবাদন জানাচ্ছিল
সমস্ত কিছুই হয়ে যাচ্ছিল চিরসবুজ
তোমার শৈল্পিক পায়ের অনন্য স্পর্শে
অথচ জায়গাটি ছিল অনুর্বর মরুভুমি।।