রাইনের স্বচ্ছ জলের ঢেউ,
পারের দিকে চলতে গিয়ে-
বার বার ফিরে ফিরে আসে।

মৃদু স্বরে নিজেদের মাঝে-
কথা বলাবলি করে।

দুপাশে বিশাল ষ্টিমারেরা,
সার বেঁধে দাঁড়িয়ে –
বুদ্ধের মত ধ্যানী!

আকাশে দুধ সাদা
গাংচিলের দল –
আকাশ মাতিয়েছে।
সাদা নীলের আকাশ বালিকারা –
জলে লুকোচুরি খেলছে।

তীরের পাশ থেকে ড্রাম অর্গানের-
মিউজিক বাতাসে ভেসে ভেসে আসে –
দূরে ষ্ট্রীট ব্যালাডের ঐক্যতানের,
লাল কালো ইউনিফর্মের দল –
চকিতে অদৃশ্য হয়।

রাইনের তীরে ফান ফেয়ার জমেছে-
ফ্যান্টমহাউসের বিশাল বিশাল,
ড্রাগনের মুখে অগ্নিগিরি-
ভয়ার্ত চিৎকার মেশানো হাসিতে –
দেয়াল থর থর করে কাপেঁ!

ঝুলন্ত রেলে সুখী সুখী বালক বালিকা
দলের কল্লোল মেশানো শোরগোল!
ললিপপ, স্যুটিং গ্যালারি।

রাইনের তীর ছুঁয়ে মানুষের মিছিল –
নব্য প্রেমিকের জড়াজড়ি –
লিপষ্টিক মেশানো ঠোঁটে –
বার বার নেমে আসে ঠোঁট।

রাইনের পারে আজ বড় সমাবেশ-
মানব মানবীরা জলের দিকে তাকিয়ে-
গ্লাশে চুমুক দিচ্ছে।