বস্তুত সাংখ্যিক বৃদ্ধিই মূল উদ্দেশ্য
টিকে থাকাই মূলত আকাঙ্ক্ষিত
কাঠখোট্টা বিধায়, উপরে চাপানো হয় মলাট
পরানো হয় ““ভালোবাসা”” নামক মোড়ক জমাট।

আমিত্বের প্রজনন
সাথে প্রচণ্ড কামনা
যোগ ভালোলাগা, আর একটু বেঁচে থাকা
জন্ম হয় ভালোবাসার জরাজীর্ণ মলাট
জন্ম হয়, সফিস্টিকেটেড সমস্ত ““আমাদের””।

রুঢ় বাস্তবতাকে দুহাতে সরিয়ে
অবগাহন করা আবেগীয় ঝর্ণায়
দিবা সত্যকে পকেটে পুরে,
মিথ্যে অন্ধকার রাত্রির গরাদে,
আটকে থাকা সীমাহীন মৌনতায়।

ফলাফল বরাবরই শুন্য,
বরাবর শুন্যই হবে
জলাঞ্জলি যায় আবেগস্নান
টিকে থাকে দুচোখ স্বপ্ন,
আর একবুক বিকট শুন্যতা।।