কিছুদিন আগে হাইকোর্ট একটি যুগান্তকারী নির্দেশ দিয়েছিল এ মর্মে যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদেরকে জোরপূর্বক বোরকা পরতে বাধ্য করা যাবেনা। বাংলাদেশের নাটোরে অবস্থিত রাণী ভবানী কলেজ়ের গোড়া মুসলিম অধ্যক্ষ মোজাম্মেল হক কলেজের মেয়েদের জন্য সকল প্রকার সাংস্কৃতিক কর্মকান্ড নিষিদ্ধ করেন এবং সকল ছাত্রীর জন্য বোরকা পরে কলেজে আসা বাধ্যতামূলক ঘোষণা করেন। বোরকা না পরে আসায় অনেক ছাত্রীকে কলেজে ঢুকতে দেয়া হয়নি। এমনকি তাদের গায়েও হাত তোলা হয়েছিল! পত্রিকায় এ খবর প্রকাশিত হবার পর কতিপয় আইনজীবী এ ঘোষনার বিরুদ্ধে আদালতে আবেদন করেন এবং হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে উক্ত রায় ঘোষণা করেন। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় এ রায়কে স্বাগত জানিয়ে এর পক্ষে পরিপত্র জারি করে।

এটা তো গেল ঘটনার বর্ণনা। এবার আসা যাক এ রায়ের প্রতিক্রিয়ার কথায়। অনেক মানুষ এই রায়কে স্বাগত জানিয়েছেন। কারণ কারো ইচ্ছের বিরুদ্ধে একটি বিশেষ ধর্মের পোশাক পরাকে বাধ্যতামূলক করা এবং কলেজের মেয়েদের সাংস্কৃতিক কর্মকান্ড বন্ধ করে দেয়ার মত হঠকারী ও ধর্মীয় গোড়ামিমূলক সিদ্ধান্ত তারা মেনে নিতে পারেননি। কিন্তু আমাদের ভুলে গেলে চলবেনা যে এদেশে একদল মানুষ আছে যাদের ধর্মানুভূতি কারণে অকারণে আঘাতপ্রাপ্ত হয়ে এবং এ নিয়ে তারা হইচই করার জন্য উদগ্রীব থাকে। ফলে কিছু মানুষের প্রতিক্রিয়া ছিল যে বাংলাদেশ মুসলিম প্রধান দেশ আর মুসলমান মেয়েদের জন্য অবশ্য কর্তব্য হচ্ছে পর্দায় থাকা অর্থাৎ বোরকা পরা। তাই হাইকোর্টের উচিত হয়নি ধর্মীয় কোন ব্যাপারে হস্তক্ষেপ করা। কিন্তু এই ব্যাক্তিবর্গ হইচই করার প্রস্তুতি নেয়ার তালে আসল খবরটিই পড়তে বা জানতে ভুলে গেছেন। তাদের মাথায় শুধু ঢুকেছে “বোরকা” এবং “নিষিদ্ধ” শব্দ দুটি। তারা বোঝেননি যে জোর করে বোরকা পরতে বাধ্য করা নিষিদ্ধ হয়েছে, বোরকা নয়। কাউকে ইচ্ছের বিরুদ্ধে কোন পোশাক পরতে বাধ্য করা যে একরকম মানবাধিকার লঙ্ঘনের মত তা বোঝার ইচ্ছে বা ক্ষমতা তাদের নেই। তাছাড়া সেই কলেজে নিশ্চিতভাবেই অন্য ধর্মের ছাত্রীরা ছিল। সেই হিন্দু বৌদ্ধ বা খ্রিস্টান মেয়েটিকে বোরকা পরতে বাধ্য করা কি ঠিক হবে শুধুমাত্র সে মুসলিমপ্রধান দেশে থাকে বলে? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যদি আজ মুসলিম ছেলেদেরকে বাধ্য করতে ধুতি পরতে বা মুসলিম মেয়েদেরকে বাধ্য করে বোরকা না পরতে তাহলে তারা কোন মুখে এ ঘটনার প্রতি বিরূপ প্রতিক্রিয়া দেখাতেন?

এবার আরেকটি দলের কথায় আসা যাক যারা এই রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বোরকার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন। তাদের ভাষ্য মতে স্কুল কলেজের মেয়েদের বোরকা পরা উচিত তাদের একটি প্রধান সমস্যা “ইভ টিজিং” এর শিকার হওয়া থেকে বাঁচার জন্য। তারা বোরকাকে ইভ টিজিং প্রতিরোধে ব্রক্ষ্মাস্ত্র জ্ঞান করছেন। এখানেই আমার আপত্তি। আমার মতে বোরকা ইভ টিজিং রোধে কখনোই কার্যকরী ভূমিকা নেবেনা। আমাদের দেশের প্রায় সকল নারী তা সে যে ধর্মের বা যে বয়সেরই হোকনা কেন একবার হলেও ইভ টিজিং এর শিকার হয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য আমি আগে বোরকা পরতাম এখন পরিনা, আমি তখনো রাস্তাঘাটে কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হয়েছি আর এখনো মাঝে মাঝে হই। আমি জানি এক্ষেত্রেও নিন্দুকদের মুখে আরেকটি কথা জুটে যাবে যে আমি হয়ত এমন কোন পোষাক পরি যা পুরষদেরকে সুযোগ দেয় কুরুচিপূর্ণ মন্তব্য করতে। তবে যেসব পুরুষেরা এধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করে থাকে তাদের কাছে মেয়েদের বয়স বা পোষাক খুব একটা ব্যাপার না বলেই আমার কাছে মনে হয়। আমি নিজের ও আমার মা, বোন, বান্ধবীসহ অনেক মেয়েদের ব্যাক্তিগত অভিজ্ঞতার আলোকে একথা বলছি। তবু অনেকেরই স্বভাব ইভ টীজিং এর কারণ হিসেবে সূক্ষ্মভাবে মেয়েদের দোষ দেবার চেষ্টা করা। তারা বলেন, মেয়েরা শালীনভাবে চললে বিশেষত বোরকা পরে চললেই নাকি ইভ টিজিং কমে যাবে। মিসরের ইসলামবিদ সা’দ আরাফাত গত ১১ জুলাই স্থানীয় আল-রাহমা চ্যানেলে বলেই বসেছেন, নিকাব বা হিজাব পরলেও মুসলমান মেয়েরা হয়রানি বা উৎপীড়নের সম্মুখীন হয়, কারণ তারা অহেতুক বের হয় বাড়ি থেকে এবং তাদের চোখ অনবরত ঘুরতে থাকে ডান আর বামে। কি হাস্যকর কথা! আমি মেয়ে বলে আমাকে সবসময় ঘরে বসে থাকতে হবে আর বাইরে বের হলে এটা ভেবে পোষাক পরতে হবে যাতে অসভ্য কোন পুরুষের সন্ধানী চোখ আমার পোষাক বা অবয়বের দিকে পড়ে তার মনে কু-ইচ্ছা জেগে না উঠে! বাংলাদেশের চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) শালীনতা বজায় রাখতে মেয়েদের জন্য ড্রেস কোড করেছে বোরকাকে! আর হাইকোর্টের নির্দেশ ও শিক্ষা মন্ত্রনালয়ের পরিপত্র জারি সত্ত্বেও ঝিনাইদহের এক স্কুলে এখনো বোরকা পরছে হিন্দু ছাত্রীরাও। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এই মেয়েগুলোকে এমনই ভয়ানক জ্ঞান করা হয় যে তাদেরকে বস্তাবন্দি করে রাখা হচ্ছে শালীনতা বজায় রাখতে! এ ঘটনাগুলোর অপমানজনক দিক কি কেউ ধরতে পারছেনা?

ইভ টিজিং এর সবচেয়ে ভয়াবহ ফলাফল হচ্ছে কিশোরী ও তরুণীদের আত্মহত্যা। আর সকলের অবগতির জন্য বলছি এই আত্মহত্যার কারণ কিন্তু নিছক কুরুচিপূর্ণ মন্তব্য ও শরীরে অস্বস্তিকর ও অসভ্য স্পর্শ পাওয়া নয়। সে মেয়েরাই সাধারণত ইভ টিজিং এর কারণে আত্মহত্যা করে যারা পাড়ার বা তার স্কুল কলেজের সামনে দাঁড়ানো বখাটে ছেলেদের দ্বারা প্রচন্ডভাবে উত্যক্ত হয়। যে প্রচন্ড মানসিক চাপ সইতে না পেরে তারা আত্মহত্যা করে সেই মানসিক চাপ সৃষ্টি করতে অবদান রাখে উত্যক্তকারী পুরুষগণ, মেয়েটির পরিবার ও সমাজ। একটি মেয়েকে যখন কোন বখাটে উত্যক্ত করে তখন সমাজের মানুষের মাঝে মেয়েটির সম্পর্কে খারাপ ধারনা গড়ে ওঠে। “নিশ্চয় মেয়েটি কিছু করেছে/ নিশ্চয় মেয়েটি কোন অশালীন পোষাক পরেছিল” এধরণের কথা অধিকাংশ মানুষের মনে ও মুখে ঘুরে ফিরে। মেয়ের মা-বাবা ও পরিবারও এর ব্যতিক্রম নয়।
((আমার মাকে স্কুলে যাওয়ার সময় এক ছেলে বিয়ের প্রস্তাব দিয়েছিল আর একথা আমার মামাদের কানে যাওয়ায় তারা আমার মার স্কুলে যাওয়া বন্ধ করে দিতে চেয়েছিল। আমার মাকে নানী মারতে গিয়েছিলেন একথা শুনে। জিজ্ঞেস করেছিলেন আমার মা কি করেছিল যে ছেলেটি এ কাজ করার সাহস পেল! অবস্থা কিন্তু এখনো অনেক ক্ষেত্রে এরকমই আছে।))
যেহেতু মেয়ে হয়ে জন্মানোই তার আজন্ম পাপ তাই মেয়েটির পায়ে বেড়ির সংখ্যাও বেড়ে যায়, বেড়ির শক্তিও বেড়ে যায় যেমন- অনেক ক্ষেত্রে মেয়েটির লেখা-পড়া বন্ধ হয়ে যায়, বাড়ির বাইরে বেরোনোতে আসে নিষেধাজ্ঞা। অনেকক্ষেত্রে মেয়েদের বিয়ের তোড়জোর শুরু হয়ে যায়। বাবা-মা আরেক পুরুষের গলায় ঝুলিয়ে দিয়ে বেঁচে যাওয়ার চেষ্টা করে। তবু বখাটে ছেলেটিকে কোন জবাব দিতে পারেনা এই ভয়ে যে সে যদি মেয়েটির কোন ক্ষতি করে দেয়। এদিকে বখাটে ছেলেটি হয়ত প্রতিনিয়ত প্রেমনিবেদন করে চলেছে আর প্রতিনিয়ত প্রত্যাখ্যাত হয়ে মেয়েটিকে নানা প্রলোভন দেখিয়ে চলেছে অথবা এসিড মারাসহ নানাবিধ হুমকি দিয়ে চলেছে। মেয়েটির বান্ধবীদের বাবা-মা হয়ত নিজের কন্যার হিতাকাংখায় মেয়েটির সাথে তার সন্তানের মেলেমেশা বন্ধ করে দিতে চাচ্ছে। এভাবে বন্দি হয়ে মানসিক চাপে জর্জরিত হয়ে একসময়ে হয়ত মেয়েটি মরে বেঁচে যাওয়ার পথ বেছে নেয়। এখন আমাকে বলুন এক্ষেত্রে বোরকা কি করতে পারে? বোরকা পরলেই কি মেয়েটি বখাটের রক্তচক্ষু থেকে বেঁচে যাবে? পরিবার ও সমাজ থেকে আসা মানসিক চাপ কমে যাবে?
আমাদের শহরে যদি একটি পাগলা বাঘ এসে ঢোকে তাহলে কি আমরা বাঘটিকে মারার চেষ্টা করব বা তাকে ধরে বন্দি করার চেষ্টা করব নাকি সেই বাঘের ভয়ে নিজেরাই খাঁচায় ঢুকে বসে থাকব? আমাদের সমাজের এই তথাকথিত সচেতন মানুষেরা কিন্তু দ্বিতীয় কাজটির পক্ষে রায় দিচ্ছেন। ইভ টিজিং রোধে পদক্ষেপ না নিয়ে তারা আমাদেরকে খাঁচায় ঢুকতে পরামর্শ দিচ্ছেন! এ ব্যাপারটি যে কতটা হাস্যকর তা কি তারা বুঝতে পারছেন?