গিয়েছিলাম সেখানে-
যেতে যেতে বহু জলা,বিল,‌ভূমি
পার হয়ে আকাশের সমান্তরালে-
মাঝে মাঝে বুঝি তোমার দেখা পাই,
হৃদয়ে হৃদয় দিয়ে অনুভবে অনুভবে।

তুমি আস বার বার
আলগোছে চুমু খেয়ে যাও-
বলে যাও ভাল আছি-
ভালো থাকো এই পৃথিবীর
মানুষের মাঝে,
ভালবাসা,স্নেহ আর মমতার মাঝে।

মাঝে মাঝে শিশিরের শব্দ শুনে-
জেগে উঠি-
যেতে হয় বহু দূরে-
ধীরে ধীরে তোমারই কাছে,
তুমি বল-ভাল আছ কি?
পারো কি হৃদয় দিয়ে হৃদয়
মেশাতে মানুষের, ক্ষনিকের-
হাসি আর গানে ভোলাতে।

সব বুঝি একাকার হয়ে যায়-
তাই খুঁজি অপরকে আপনার মাঝে-
শুধু খুঁজি, তারপর
অন্তরালে ঘটে যায় সবকিছু-
কাছে যেতে চাই হাত
বাড়াই,পারিনা তবুও-

কাছে যেতে যেতে-
সবকিছু বড় রহস্যময় মনে হয়-
আবছায়া পর্দা দুলে ওঠে,
বলে পারোনি কাছে আসতে,
তবুও যেতে হয়-
তোমাদেরই কাছাকাছি।

মনে হয় এই বুঝি ধরে ফেলেছি-
বলব বলব করে আর বলা হলনা-
স্বপ্ন বুঝি কাছে এসে গেল,
ঠিক আকাশ আর মাটির কাছাকাছি,
সব কিছু বড় সত্যি বলে মনে হল-
বিশ্বেস করতেই হয় সবকিছু-
যা ঘটেছে,ঘটে যাচ্ছে,
ঘটবে!