khan_academy

এ এক বিশেষ একাডেমী। এখানে যেতে হলে পথচারীকে জিজ্ঞেস করতে হবে না “ভাই খান একাডেমীটা কোন দিকে?”, বা কোন ট্রেন বা বাস ধরতে হবে সেটা খোঁজ করারও প্রয়োজন নেই। এই একাডেমীতে আপনি টিমবাকটু, তেঁতুলিয়া বা সান ফ্রান্সিসকো, বা পৃথিবীর যে কোন জায়গা থেকে নিমেষে চলে যেতে পারেন, ইন্টার্নেট সুপারহাইওয়ের কল্যানে, শুধু মাউসের এক ক্লিকে। কি এই একাডেমী? আরে কে এই একাডেমীর খান সাহেব? এটা হল গোটা বিশ্বের জন্য এক ভার্চুয়াল স্কুল। আর খান সাহেব হলেন সেই স্কুলের একমাত্র শিক্ষক। এই বিশ্ব শিক্ষকের নাম সালমান খান, সাল খান নামেই বেশি পরিচিত। বলিউড মার্কা নাম হলেও বলিঊডের সালমান খানের সঙ্গে নাম ছাড়া আর কোন মিল খুঁজে পাওয়া যাবে না বোধ হয়, বয়সেও প্রায় এক যুগ কনিষ্ঠ। মাত্র ৩৩ বছর বয়সে এক কিংবদন্তীর নায়কে পরিনত হয়ে গিয়েছেন তিনি। অনলাইন শিক্ষায় এক বিপ্লবাত্মক ধারণা এনেছেন সাল খান। লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী তাঁর, গোটা পৃথিবী জুড়ে। পড়ান গণিত থেকে আরম্ভ করে পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, অর্থনীতি সবই। তিনি কাউকে চেনেন না। বিল গেট্‌স তাঁর এক প্রিয় ছাত্র, খান একাডেমীর ভূয়সী প্রশংসা করেছেন তিনি । সেটাও খান সাহেবের জানা ছিলনা। সম্প্রতি জেনেছেন। ইউটিউবে তাঁর ভিডিও টিইউটোরিয়ালের চ্যানেল আছে যেখানে এ পর্যন্ত ৭০২৯ টি মন্তব্য এসেছে। পড়তে শুরু করেছিলাম। যে পর্যন্ত পড়লাম প্রশংসার পর প্রশংসা। 1600+ ভিডিও টিউটোরিয়াল তৈরী ইতিমধ্যে শেষ করে ফেলেছেন তিনি। PBS এ তাঁকে নিয়ে ফীচার হয়েছে। CNN এ নিয়মিত আমন্ত্রিত অতিথি বিশ্লেষক হয়ে অর্থনৈতিক বিপর্যয়ের উপর মতামত দিয়েছেন। MIT ও Harvard থেকে গণিত, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল, ব্যাবসা প্রশাসনে স্নাতক ডিগ্রী করেছেন। ওয়াল স্ট্রীটে কাজ করার অভিজ্ঞতা ও আছে তাঁর। কিন্তু সবচেয়ে বড় কথা হল গোটা পৃথিবীর মানুষের জন্য বিনামূল্যে শিক্ষার আলো ছড়ানোর জন্য জন্য জীবন নিবেদিত করার জন্য ওয়াল স্ত্রীটের লাভজনক চাকুরীর মায়া ত্যাগ করে, করপোরেটঁ জগতের হাতছানিকে উপেক্ষা করে এই তরুন বয়সেই নেমে গেলেন তাঁর মহান ব্রতে। প্রতিষ্ঠিত করলেন খান একাডেমী। ক্যালিফর্নিয়ার মাউন্টেইনভিউতে তাঁর বাড়ীর এক ক্লজেটকেই বানালেন তাঁর একাডেমী। এখান থেকেই সারা বিশ্বের শিক্ষার্থীর জন্য তৈরী করে যাচ্ছেন হাজার হাজার ভিডিও টিউটোরিয়াল। গণিত থেকে ইতিহাস, বিবর্তন, জেনেটিক্স, অর্থনীতি কোনটাই বাদ পড়েনি। এমনকি ফরাসী বিপ্লবের উপরেও। সব ভিডিও পাঠই তাঁর নিজের তৈরী, নিজের কন্ঠে। এই বয়সে এরকম জ্ঞানের পরিধি আমি কখনো দেখিনি কারো মধ্যে। বিস্ময়ে অবাক হতে হয়। তাঁর ইচ্ছা মৃত্যুর আগে কয়েক লক্ষ ভিডিও শেষ করা জ্ঞানের সব শাখায়। কিছুদিন আগে বিপ্লব পাল কর্পোরেট জীবনের অসম্পুর্ণতা নিয়ে লিখেছিলেন ব্লগে। সালমান খান এই অসম্পূর্ণতাকে সম্পূর্ণতার দিকে সার্থকভাবে নিয়ে যাচ্ছেন বলা যায়। বিশাল জ্ঞানের অধিকারী সালমানের মনের বিশালতারও সাক্ষ্য পাওয়া যায় তাঁর সাইটের প্রায়শ জিজ্ঞাস্যের দুটো জিজ্ঞাস্যেঃ

Are you interested in turning this into a business? Maybe with some VC funding?

I’ve been approached several times, but it just didn’t feel right. When I’m 80, I want to feel that I helped give access to a world-class education to billions of students around the world. Sounds a lot better than starting a business that educates some subset of the developed world that can pay $19.95/month and eventually selling it to some text book company or something. I already have a beautiful wife, a hilarious son, two hondas and a decent house. What else does a man need?

Where are you from? What ethnicity/religion are you?

I was born and raised in New Orleans, Lousiana. My mother was born in Calcutta, India. My father was born in Barisal, Bangladesh.
If you believe in trying to make the best of the finite number of years we have on this planet (while not making it any worse for anyone else), think that pride and self-righteousness are the cause of most conflict and negativity, and are humbled by the vastness and mystery of the Universe, then I’m the same religion as you.

সালমানের ভিডিও টিউটোরিয়াল গুলি ইতিমধ্যেই স্প্যানিশ ভাষায় অনুবাদ করা শুরু হয়েছে। যাঁর বাবা বরিশালের, মা কোলকাতার, তাঁর টিউটোরিয়াল গুলি কি বাংলায় অনুবাদ করা যায় না? সালমান খান অনুবাদের ব্যাপারে সহায়তার আহবানও করেছেন ঐ প্রায়শ জিজ্ঞাস্যে। বিপ্লব পাল এ ব্যাপারে উদ্যোগ নিতে পারেন। তারই এই ব্যাপারে সবচেয়ে বেশি এক্সপার্টিজ আছে বলে আমার বিশ্বাস। বিশেষ করে বিপ্লবের “বিজ্ঞান ও ধর্মঃ সংঘাত নাকি সমন্বয়” ই-বুকের ও অন্যান্য কিছু ভিডিও পর্যালোচনার আলোকেই আমার এই আস্থা।