জন্ম সন : ১৯৮৬
জন্মস্থান : মেহেরপুর, বাংলাদেশ।
মাতা ও পিতা : মোছাঃ মনোয়ারা বেগম, মোঃ আওলাদ হোসেন।
পড়াশুনা : প্রাথমিক, শালিকা সর মাধ্যমিক বিদ্যালয় এবং শালিকা মাদ্রাসা। মাধ্যমিক, শালিকা মাধ্য বিদ্যালয় এবং মেহেরপুর জেলা স্কুল। কলেজ, কুষ্টিয়া পুলিশ লাইন। স্নাতক, রাজশাহী বিশ্ববিদ্যালয় (ইংরেজি অনার্স, ফাইনাল ইয়ার)।
লেখালেখি : গল্প, কবিতা ও নাটক।
বই : নৈঃশব্দ ও একটি রাতের গল্প (প্রকাশিতব্য)।
সম্পাদক : শাশ্বতিকী।
প্রিয় লেখক : শেক্সপিয়ার, হেমিংওয়ে, আলবেয়ার কামু, তলস্তয়, মানিক, তারাশঙ্কর
প্রিয় কবি : রবীন্দ্রনাথ, জীবননান্দ দাশ, গ্যেটে, রবার্ট ফ্রস্ট, আয়াপ্পা পানিকর, মাহবুব দারবিশ, এলিয়ট...
প্রিয় বই : ডেথ অব ইভান ঈলিচ, মেটামরফোসিস, আউটসাইডার, দি হার্ট অব ডার্কনেস, ম্যাকবেথ, ডলস হাউস, অউডিপাস, ফাউস্ট, লা মিজারেবল, গ্যালিভার ট্রাভেলস, ড. হাইড ও জেকিল, মাদার কারেজ, টেস, এ্যনিমাল ফার্ম, মাদার, মা, লাল সালু, পদ্মা নদীর মাঝি, কবি, পুতুল নাচের ইতিকথা, চিলে কোঠার সেপাই, ভলগা থেকে গঙ্গা, আরন্যক, শেষের কবিতা, আরো অনেক।
অবসর : কবিতা পড়া ও সিনেমা দেখা।
যোগাযোগ : 01717513023,
[email protected]
আমার বন্ধু রাতুলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ।
বানান ভুল হয়ে গিয়েছে হড়বড় করে লেখাতে। মেডিটেশন হবে।
এই যুগের কারো কথা কী? মনে হয় আপনি মেডিটেশন নিয়ে লিখেছেন। কদিন আগে এমন একটা মেদিটেসন ক্লাস করলাম।২৫ মিনিট ধরে চলে মেডিটেশন,সবশেষে বলতে হয়,এমন করে দিনে ৬।৭ টা ক্লাস। অবশেশে বলতে হয় জেগে উঠে।
” আমরা সবাই ভালো আছি-ই-ই-ই”
এবং চারদিন পরে পেলাম গ্র্যাজুয়েট ডিগ্রী। এমন তো আজকাল অনেকেই শিখছে,উপকারও পাচ্ছে।
আগেকার দিনে যা করে মানে”ধ্যান”চর্চা করতে বুদ্ধ বা অন্যান্যরা যেতেন পাহাড়ে গুহায়।কাউকে সেই সাফল্যের চাবী দিতেন না।না নবী,না বুদ্ধ না অন্যান্য ধর্মের অবতারগন।আপনি কী তাদের কারো কথা লিখেছেন? বোধগম্য হলনা। কিছুটা আভাস দিলে ভালো লাগত। আমার বিদ্যে খুব কম কিনা। তবে লিখেছেন দারুণ।
বর্ননাটা অনেকটা গদ্য কবিতার মত। ভাল হয়েছে।
ঈশ্বরকে খুজে পাওয়ার জায়গাটা নিশ্চই মাজার টাজার করা হবে?? 😀
ভালো লাগল।