চীন-রাশিয়া বাদ দিলাম, কিউবায় ফিদেল ক্যাস্ট্রো, ইরানে ইসলামী বিপ্লবের পর ইমাম খোমেনীও বিপ্লবের রেশ বজায় রাখতেই একদলীয় শাসন ব্যবস্থাই চালিয়ে গেছেন। এদের কাউকে নমস্য মানেন? তাহলে মুজিবের কি দোষ? সোনার বাংলার স্বপ্ন দেখা?

কেউ যদি সোনার বাংলা গড়ার একমাত্র উপায় হিসেবে কমিউনিস্ট ক্যাস্ট্রো, ইসলামিস্ট জানোয়ার খোমেনীর অনুসৃত পদ্ধতি আমার কাছে বিক্রি করে দেওয়ার ফন্দি আটেঁ, আমি একটু নড়েচরে বসবো বোধহয়। এবং তাকে আভিহিত করবো নিছকই আরেকজন বিরিঞ্চিবাবা হিসেবে, মানুষের কাছে হরেক রকম জিনিষ বিক্রি করে যে কিনা জীবিকা নির্বাহ করে; একজন অনিরপেক্ষ, বায়াসড, সুডোস্কলার কোয়্যাক হিসেবে। কোয়্যাকারির বিরোধিতা আমি সবসময় করেছি, করবো। আর শেখ মুজিব একনায়ক কিনা সেই প্রশ্নে নাহয় নাই গেলাম। তবে, সকল প্রকার রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করা, সকল সংবাদপত্র নিষিদ্ধ করা, ব্যক্তিগত মিলিশিয়া রেইজ করা এবং সেই মিলিশিয়া জনগনের উপর লেলিয়ে দেওয়া does ring a bell, doesn’t it?

এছাড়াও, পোস্টের শিরোনামটিই প্রচন্ড প্রচন্ড ইনফ্ল্যামেটরি। চর্যাপদের যুগ থেকে যেই বাঙ্গালি জাতি টিকে আছে, চল্লিশ বছর আগে হঠাত করে সেই জাতির একজন পিতা পয়দা হয়ে গেলো from out of nowhere! মানে, বাবার আগেই ছেলে চুল পাকিয়ে ফেললো না, মাথার চুল?

পাকিস্তানের মতো একটি রাষ্ট্র থেকে বিভক্ত হয়ে যাওয়ার সংগ্রামে আমাদের নিয়ে গিয়েছিলো, সেই সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলো এবং আমাদের সেই সংগ্রাম সফল হয়েছিলো বলে শেখ মুজিবের যেই ব্রাভো পাওনা রয়েছে আমার কাছে, তার সেই পাওনা পরিশোধ করা আমার কাছে সেকেন্ডারি, কেননা ঠিক এই কাজগুলো করাই কিন্তু একজন রাষ্ট্রনায়কের দায়িত্ব, তার ডিউট; আমার কাছে প্রাইমারি হচ্ছে, দেশের সকল মানুষের আশা, ট্রাস্ট সবুকিছুকে বুড়ীগঙ্গায় ভাসিয়ে দিয়ে দেশকে একটি মিষ্টিমধুর দুর্ভিক্ষ উপহার দিয়ে, আনন্দের ঠেলায় জেল থেকে সকল ক্রিমিনালকে মুক্ত করে দিয়ে, নিজের ব্যক্তিগত মিলিশিয়া গঠন করে, সর্বোপরি ফ্রিডম অফ স্পীচ, পলিটিকাল পার্টি নিষিদ্ধ করে যেই বিশাল একডালি অ্যাবিউস শেখ মুজিবের প্রাপ্য রয়েছে আমার কাছ থেকে, তাকে তার সেই প্রাপ্য বুঝিয়ে দেওয়া। শেখ মুজিবের অপকর্মগুলোকে সাধারণত বলা হয় দ্বিতীয় বিপ্লব। এই বিপ্লব করলে গনতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ইত্যাদি প্রতিষ্ঠিত হয় একযোগে। ইন্টারেস্টিং না?

আমি মনে করি, কেউ যদি ব্রাইটও হতে যায় আবার ধর্মের মতোই একইভাবে পারিবারিকভাবে ঔরসজাত পলিটিকাল ডগমার ডিফেন্ডারও হতে চায়, তবে পরিশেষে সে হয়ে যাবে সার্কাসের একটি ক্লাউন। একনায়কতন্ত্র ডিফেন্ড করা হয়েছে এমন একটি পোস্ট কোন ব্রাইটদের ফোরামে থাকতে যদি পারে, তবে ইসলাম কি দোষ করলো? সদালাপের ধাড়িপান্ডা ‘হয়রান’ নামক ডাক্তারখানার নোংড়া কোলোনোস্কোপ যন্ত্রটির একটি পোস্ট,যেখানে সে কিনা ইসলামকে ডিফেন্ড করেছে- যদি আমি মিরর করি তবে কেমন হয়? আমি যুক্তি দেখিয়ে যাবো কেনো মেয়েদের বোরকাবন্দী করা, পাথড় মেরে হত্যা করা, হাত-মাথা কেটে ফেলা ছাড়া সোনার বাংলা গড়ার আর অন্য কোন উপায় নাই? আকাশ মালিক আমার হৃদয় ভেঙ্গেছে। তার কাছে আমি আরও অনেক বেশী আশা করেছিলাম, এখনও করি।