ছায়াপথে উদ্বেগ
হাসানআল আব্দুল্লাহ

এই সেই কবিতার বিশুদ্ধ শরীর
যার ভাবাপ্লুত চোখ দু’টি
কাল রাতে আমাকে উদ্বেল করে তুলেছিলো
বড়ো বড়ো গাছে ঢাকা ঝিঁঝির গুঞ্জনে পুরোপুরি
স্বপ্নাবিষ্ট বাড়ির স্বপ্নিল কামরায় বসে
আমি ওর শরীরের প্রতিটি প্রত্যঙ্গ
উপভোগ করেছিলাম নির্ঘুম।

পায়ের নখ থেকে মাথার উড়ন্ত চুল
কাল রাতে ওর সমস্তটা ছিলো
শুধু আমার দখলে
যেনো আমি বাইশের এক টগবগে নির্ভুল সাহস
আর সে-ও ছিলো আঠারোর ফুটন্ত কুমারী
দ্রবিভূত হয়ে যাই
আমি তাই
পুরোপুরি তার আদ্যন্ত মুকুরে।

না, এ কোনো স্বপ্ন নয়
আপনারা বিশ্বাস করুন
পুরোটা নির্ঘুম
আমি ও আমার নতুন কবিতা
সারারাত লুটোপুটি করে
ঝর্ণার সাফল্যে ভিজে
বাতাসের তাৎপর্যে পরিপূর্ণ হয়ে
চষে বেড়িয়েছি পৃথিবীর সৌভাগ্যময় সবুজ;
আর বিজয়ীর বেশে আজ তাকে নিয়ে এখানে এসেছি।

আপনারা তো জানেন ওর নাম উত্তরাধুনিক।

০৭.২৬.২০১০
উডহেভেন, নিউইয়র্ক