মুক্তমনার পাঠকদের জন্যে সুখবর। মুক্তমনার লেখকদের প্রকাশিত সব বই এখন আমাজন বই সাইট থেকে পাওয়া যাবে। বই গুলি নিউ ইয়ার্ক থেকেই সার্টিফায়েড মেলে শিপ করা হবে-অর্ডারের ৪/৫ দিনের মধ্যেই পেয়ে যাবেন। উল্লেখ করা যেতে পারে আমাজন বই তথা ইকমার্সের বৃহত্তম সাইট। এবং সেখানে এই প্রথম সব বাংলা বই আমরা দিচ্ছি।

এই লিংকে সব বইগুলি পাওয়া যাবেঃ

আমাজনের বুক বাজার স্টোরে আপাতত মুক্তমনার ৫ টি বই আছে – মুক্তমনার আরো যারা লেখক আছেন, যাদের বই আছে তারা সবাই আমাদের সাথে যোগাযোগ করুন-আমরা বইটা আমাদের স্টোরে রেখে দেব। বিজ্ঞানের বই হলে এবং মুক্তমনার লেখক হলে-সেটা মুক্তমনা ব্রান্ডেই থাকবে। সাহিত্যের বই সাহিত্যের পাতায় যাবে। আমি বাংলা বিজ্ঞান বই এর প্রকাশনার ক্ষেত্রে মুক্তমনাকে একটি ব্রান্ড হিসাবে এটি প্রতিষ্ঠা করতে চাইছি-পাঠককুল সাহায্য করুন।

আমাজনের নিজস্ব স্টোরে বই গুলির লিংক

১। আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী (২০০৫, ২য় সংস্করণ ২০০৬; অঙ্কুর প্রকাশনী)
২। মহাবিশ্বে প্রাণ ও বুদ্ধিমত্তার খোঁজে (২০০৭, ২য় সংস্করণ ২০০৮; অবসর প্রকাশনা)
৩। বিবর্তনের পথ ধরে (২০০৭, ২য় সংস্করণ ২০০৮; অবসর প্রকাশনা)
৪। সমকামিতা : একটি বৈজ্ঞানিক এবং সমাজ-মনস্তাত্ত্বিক অনুসন্ধান (২০১০; শুদ্ধস্বর)
৫| স্বতন্ত্র ভাবনা (২০০৮; চারদিক)

আর বাকি বই এর কভার পেজ বা ডিটেলস পেলে, সেগুলোও আমাজনে চলে আসবে।

এছারা এই বছরের শারদিয়া সংখ্যাগুলিও আসতে শুরু করে দিয়েছে-এই লিংকে সব শারদিয়া সংখ্যা গুলি পাবেন।

সাহিত্য পেজে গিয়ে প্রতিটা সাহিত্যিকের প্রায় সব বই রাখার কাজ শুরু হয়েছে। এখন সুনীল, সমরেশের সব বই এখানে পাবেন।

সুনীল গঙ্গোপাধ্যায় পেজ
সমরেশ মজুমদার পেজ

হুমায়ুন আহমেদ এবং শীর্ষেন্দুর সব বই এই সপ্তাহের শেষে পাবেন।

এখন মূলত আমেরিকা, কানাড আর ইউরোপে পাওয়া যাবে। আমাদের সাইটের কাজ সম্পূর্ন হলে ভারতের সর্বত্রও পাওয়া যাবে। ভারতে আমাজন সাইট দিয়ে ইকমার্স করা যায় না। ডিজিটাল বইগুলি আসতে আরো দুমাস দেরী।