স্মৃতি যেনো কানা বক
দাঁড়িয়ে থাকে
প্রার্থিত মাছের তালাশে,
একা হাঁটে ছেঁড়া চটি পায়ে
উদাসীন চোখে,
কখন ছেড়ে যাবে
বড় ভয় হয়,
আজ যদি একপংক্তি
কবিতা না লিখি
ফুটবেনা গোপন বাগানে ফুল,
নির্বাসনে পাঠিয়েছ
বিহবল কবিকে,
দীর্ঘ উপবাস
এখন উঠেছি জেগে
নির্জন তীরে একা,
আজ দিতে পারি কথা
কবিতা আমার
নেড়ে যাবে কড়া
কবিতা,কোথাও না
কোথাও তুমি আছো।
@ আফরোজা আলম
আকাইভে কবিতাটি দেখে আবার পড়লাম। আপনার এই কবিতা একদিন কোথাও না কোথাও মুদ্রণ হবেই হবে।
সুস্থ হয়ে ফিরে এসেছেন জেনে ভালো লাগছে, কবিতাটি ভালো লাগলো। শুভ কামনা রইল।
@মোজাফফর হোসেন,
হা আপাততঃ আংশিক সুস্থ, একটানা বসা যাচ্ছেনা কমপিউটারে। আপনাকে অনেক ধন্যবাদ।
আফরোজা সুস্থ বোধ করছে জেনে খুব খুশি হলাম।
আশা করি এখন থেকে আফরোজা আমাদেরকে নিয়মিত এই ধরণের সুন্দর, হৃদয়গ্রাহী কবিতা উপহার দিবে।
@আবুল কাশেম,
আপনার মন্তব্য গুরুত্বের সাথে নিচ্ছি। আমি চেষ্টা করব সুন্দর কবিতা বা গল্প দিতে।আমি একটানা কমপিউটারে বসতে পারিনা এইটুকু সমস্যা কাটিয়ে উঠলে আরো লেখা দেব আশা রাখি।তবে,
আপনার লেখা থেকে অনেকদিন বঞ্চিত,কবে লেখা দেবেন এই আশায় আছি।
@আফরোজা আলম,
আকাশ মালিকের যে সত্য বলা হয় নাই টা অনুবাদ শেষ না করা পর্যন্ত আর কোন কিছু লিখা যাবে না। এই অনুবাদ খুবি দূরুহ। অনেক সময় লাগছে–আরো কয়েক মাস লাগবে।
আপনি যে আমার লিখা মনোযোগ দিয়ে পড়েন এটাই তো আমার সৌভাগ্য।
কবিতাটি ভালো লেগেছে।
আপনি সুস্থ হয়েছেন জেনে খুশি হলাম।
@সৈকত চৌধুরী,
আপনি আরো ভালো লেখেন,তবে আমার লেখা ভালো লাগার জন্যে ধন্যবাদ।
আপনি সুস্থ হয়েছেন জেনে ভাল লাগল, শুভকামনা রইল। কবিতার শেষ চারটি লাইন খুব ভাল লেগেছে।
@রৌরব,
আমার কবিতা ভালো লাগলেই আমার লেখার সার্থকতা। হ্যাঁ,আমি কিছুটা সুস্থ।আপ্নার প্রতি রইল আমার শুভকামনা।
আফরোজা,
সুস্থ হয়েছেন জেনে ভাল লাগল!
কবিতাটাও!
@লাইজু নাহার,
হ্যাঁ, কিছুটা সুস্থ। আপনাকেও ধন্যবাদ।
আফরোজা আলম,
চমৎকার লেগেছে।
@গীতা দাস,
আপনার ভালোলাগার জন্য ধন্যবাদ!
আমাকে তো কবিতা লিখা শিখালেনা। ভাবলাম তোমাকেই বানানে একটু সাহায্য করি।
উদাসীণ চোখে = উদাসিন চোখে (অনেকে এভাবেও উদাসীন লিখেন)
নির্জণ তীরে = নির্জন তীরে
তুমি সুস্থ হয়েছো জেনে আনন্দিত হলাম।
@আকাশ মালিক,
এই বানান দুটো নিয়ে আমার মনেও সন্দেহ ছিল। আপনার সহায়তার জন্য ধন্যবাদ।
আপনাকে আমি কবিতা লেখা শেখাব।এমন লজ্জা দেবেন না আকাশ ভাই। আপনি নিজেও একজন কবি মনষ্ক মানুষ।আমার বিশ্বাস আপনি চাইলেই পারবেন কবিতা লিখতে। অল্প কথায় মনের আবেগ প্রকাশ এমন আপনাকে দিয়েই সম্ভব, আমার ধারণা ভুল না।
@আকাশ মালিক,
‘আমাকে তো কবিতা লিখা শিখালেনা।’ খট করে কানে বেজে উঠলো। ‘শিখালে না’ না হয়ে ‘শেখালে না’ হলে ভালো হতো। আর ‘লিখা’ নয় ‘লেখা’। ফলতঃ বাক্যটা যদি হতো
আমাকে তো কবিতা লেখা শেখালে না।
তা হলে বোধ করি মধুর শোনাতো। আপনি কি বলেন?
@হাসানআল আব্দুল্লাহ,
শোধরে দেয়ার জন্যে অনেক অনেক ধন্যবাদ।
@হাসানআল আব্দুল্লাহ,
কবিতাটায় যদি কিছু মন্তব্য করতেন নিজকে সৌভাগ্যবান মনে করতাম।
@আফরোজা আলম,
আজ যদি একপংক্তি
কবিতা না লিখি
ফুটবেনা গোপন বাগানে ফুল,
আপনার এই তিনটি লাইন চমৎকার। আমার ভালো লেগেছে। কবির এমন সাহস বা আকাঙ্ক্ষা থাকা দরকার। এই তিন লাইনে অক্ষরবৃত্ত ছন্দটাও এসেছে নির্ভুল। তবে কবিতার পুরো শরীর নিয়ে আরো একটু খেলা করা দরকার বলে মনে হয়। বক্তব্যে শিথিলতা ও অক্ষরবৃত্তের ত্রুটিপূর্ণ গাঁথুনি যা অন্যত্র লক্ষ করা যায়, একটু সতর্ক হলে সংশোধন করা সম্ভব। স্বাগতম, কবিতার অঙ্গনে।
প্রিয় পাঠক।অসুস্থ ছিলাম বেশ কিছদিন। কিছু সুস্থ হয়ে এইটাই প্রথম লেখা দিলাম। আশা করি ভালো না লাগলেও ভুল-ত্রুটি ক্ষমা করে দেবেন।
@আফরোজা আলম,
ভালো লাগলো।
সুস্থ হয়ে উঠছেন জেনে ভালো লাগছে।
@মাহফুজ,
হ্যাঁ মনের জোরে সেরে উঠছি আস্তে আস্তে। আমার সুস্থতা কামনা করার জন্য ধন্যবাদ।