আমাদের অনেক বিষয়েই জানার আগ্রহ থাকে। । এক্ষেত্রে ইন্টারনেট খুব ভাল মাধ্যম কারণ ইন্টারনেট বলা যায় সারা বিশ্বকেই আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। এখানে যেকোনো বিষয়ে আমরা খোঁজ করতে পারি, সেই বিষয়ে জানতে পারি। কিন্তু গুগলে খোঁজ করলেও অনেক সময় সুবিধামত আমাদের প্রশ্নগুলোর উত্তর পেতে ঝামেলা হয়। মুক্তমনা বিজ্ঞানমনস্ক একটি খুব ভালো সাইট। তাই আমি প্রস্তাব করছি এখানে একটি প্রশ্নোত্তর পেইজ খোলা হোক যেখানে মুক্তমনার নীতি অনুযায়ী আলোচ্য বিষয়গুলো সম্পর্কে উৎসাহী পাঠকরা প্রশ্ন রেখে যাবেন এবং সেই প্রশ্নের উত্তর যিনি ভাল জানেন তিনি উত্তর দেয়ার চেষ্টা করবেন। উদাহরণস্বরূপঃ বিবর্তন বিষয়ের কথা বলা যায়। এ বিষয়ে যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে প্রশ্নোত্তর পেইজ এ প্রশ্ন রাখবেন। এতে আগ্রহী ব্যাক্তি স্ব্ল্প শ্রম ও সময় দিয়ে সহজে নিজের কৌ্ুহল নিবৃত্ত করতে পারবেন। তাই মুক্তমনা এডমিন বরাবর এ ধরনের একটি প্রশ্নোত্তর পেইজ খোলার অনুরোধ করছি। পাঠকরা এই প্রস্তাবটি কিভাবে দেখছেন এ ব্যাপারে মতামত জানার অপেক্ষায় রইলাম।
প্রসঙ্গঃ প্রশ্নোত্তর পেইজ
About the Author: অভি মন্যু
বরং দ্বিমত হও...
আমার মনে হয় এটা Yahoo! answers এর মত করে করা যেতে পারে। এর মতো এটার নাম হয়ত দেয়া যেতে পারে মুক্তমনা answers 🙂 । আলোচ্য বিষয়াবলী হতে পারে মুক্তমনায় পাঠকপ্রিয় বিভাগের শিরোনামের নিচে যে ক্যাটাগোরীগুলো থাকে সেগুলো।
এরকম এক্টা কিছু হলে খুবই ভাল হয়।
আপনি যেটা প্রস্তাব করছেন সেটা বাস্তবায়ন করা মনে হয় বেশ কষ্টকর হবে। মুক্তমনার আলোচ্য বিষয়গুলোকে এক শব্দে প্রকাশ করতে বললে তা হবে যুক্তিবাদ। এই যুক্তিবাদের মধ্যে অন্তর্ভুক্ত হল নাস্তিক্যবাদ, মানবতাবাদের মত বিষয়। এই বিষয়গুলো নিয়ে এত বেশি আলোচনা হয় যে এগুলো সম্পর্কে আলাদা আলাদা আর্কাইভ করতে গেলে কূল পাওয়া যাবে না। বিবর্তনের আর্কাইভের ব্যাপারে বিশেষভাবে মনযোগ দেওয়া হচ্ছে কারণ বিজ্ঞানের এই শাখাটির বিষয়ে বাংলা ভাষায় আমার জানামতে বই আছে কেবল দু’টো(ডারউইনের প্রজাতির উৎপত্তি বাদ দিলে, আজিজের বেশ কয়েকটি দোকানে কোলকাতার একজনের করা এই বইটির অনুবাদ পাবেন)। ইংরেজিতে বিজ্ঞান পড়ার সাধ্য অনেক উচ্চশিক্ষিত মানুষেরও নেই, তাই আমরা বাংলায় বিবর্তন সম্পর্কে আর্কাইভ করছি।
এখন আপনি যদি নাস্তিকতা, মানবতাবাদ সম্পর্কিত বিষয় সম্পর্কে জানতে চান, তবে আপনি পেইজের বাম পাশে বিভাগ নির্বাচনের অপশনটা ব্যবহার করতে পারেন।
@পৃথিবী,
আলাদা আলাদা আর্কাইভের কথা আমি বলিনি। আমি বলেছি কমন একটি প্রশ্নোত্তর পেইজ এর কথা। যেখানে যেকোন আগ্রহী ব্যাক্তি প্রশ্ন রাখবেন এবং যিনি সে বিষয়ে ভাল জানেন তিনি উত্তর দেবার চেষ্টা করবেন। মুক্তমনায় অনেক বিষয়ে লেখালেখি হয় যেমন- বিবর্তন, মানবতাবাদ, নাস্তিকতাবাদ, গণিত, যুক্তিবিদ্যা, জীববিজ্ঞান ইত্যাদি। লেখাগুলো পড়েও দেখা যায় অনেক সময় কোন বিষয়ে প্রশ্ন জাগে, অনেক বিষয়ে পরিষ্কার ধারণা পেতে আমরা আরো খোজ করতে চাই, আরো জানতে চাই। তাই একটি কমন প্রশ্নোত্তর পেইজ থাকলে আগ্রহী ব্যাক্তি এবং বিভিন্ন বিষয় ভালভাবে জানেন এমন ব্যাক্তিদের প্রশ্ন ও উত্তরের মাধ্যমে সহজে কোন বিষয়ে জানার একটি সুযোগ গড়ে উঠবে। সকল বিষয়ে আর্কাইভ খোলার চেয়ে প্রশ্নোত্তর পেইজ খোলা বেশি ফলপ্রসূ হবে।
@লীনা রহমান,
আপনার প্রস্তাব মনে হয় আমি বুঝতে পারছি। “প্রশ্নোত্তর” গোছের নামে একটি বিভাগ খোলা অসম্ভব নয় যেখানে পাঠক তার প্রশ্নগুলো পোস্ট আকারে দিবে, যে উত্তর জানে সে উত্তর দিবে, আলোচনাও হবে। অনেকটা yahoo answers,wikianswers এর মত ব্যাপারটা তবে এটা হতে হবে আমাদের নীতিমালার সাথে সংগতি রেখে।। ওই বিভাগের পোস্টগুলো মূল পাতায় আসবেনা, মূল পাতায় শুধু আপডেট দেয়া হবে। ব্যাপারটি মনে হয় ভালোই হবে।
আপনার প্রস্তাব গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।
@শাফায়েত,
খুশি হলাম। আশা করছি খুব তাড়াতাড়ি প্রশ্নোত্তর পেইজ এর দেখা পাওয়া যাবে। আগ্রহীদের অনেক উপকার হবে এতে। অবশ্য যারা প্রশ্নের উত্তর দেবেন তাদের কাজ অনেক বেড়ে যাবে, কিন্তু আমি জানি খুশি মনে আগ্রহের সাথে সবাই আলোচনায় অংশ নেবে। সব মিলিয়ে জমবে ভাল। 🙂
এমন হলে সত্যি খুব ভাল হয়।
লীনা, আপনার প্রস্তাবটি ঠিক বুঝলাম না। বিবর্তনের প্রশ্নোত্তর পেইজ কিন্তু আছেই। বিবর্তন আর্কাইভ তৈরির সময়েই সেটা খোলা হয়েছিল। দেখুন এখানে বন্যার পোস্টটি –
বিবর্তন নিয়ে প্রশ্নগুলো
আর উত্তরগুলো ধীরে ধীরে আপলোড করা হচ্ছে এখানে।
নাকি আপনি সব বিষয়েই এরকম ‘কমন’ প্রশ্নোত্তর পেইজ খুলতে চাচ্ছেন, যেখানে যে কেউ যে কোন প্রশ্ন করতে পারবেন?
@অভিজিৎ,
হ্যা আমি সব বিষয়ে প্রশ্নোত্তরের জন্য ‘কমন’ পেইজ খোলার কথা বলেছি। আর উদাহরণস্বরূপ বিবর্তনের কথা বলেছি। আমি বলেছিলাম
আশা করি ব্যাপারটা পরিষ্কার হয়েছে।