মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?
নয় বছরের রাইসা, লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে পিজি হাসপাতালে চিকিৎসাধীণ আছে। অত্যন্ত জরুরী ভিত্তিতে তার জন্য “B” Negative (-ve) রক্ত প্রয়োজন।
অনুগ্রহ করে আপনারা সাহায্য করুন।
যোগাযোগ করুনঃ ০১৯১৭ ২৫ ৮২ ২৪
পিজি হাসপাতাল
ব্লক-ডি, বেড-১৫, 2nd Floor.
আমাদের একটু চেষ্টা হয়ত একটি জীবন বাচাতে পারে।
ধন্যবাদ ছবি সহ আবার পোস্ট করার জন্য। এবার হয়তো অনেকের চোখে পড়বে।
আমার এক ঘনিষ্ঠ বন্ধু গত বছর ব্লাড ক্যান্সারে মারা গেছে। তার জন্য সাহায্য তুলতে অনেক ছোটাছুটি করেছিলাম, তখন কিছু মানুষের ভালবাসা দেখে মুগ্ধ হয়েছি, কিন্ত বেশীভাগ মানুষের নিষ্ঠুরতা আর ভন্ডামী দেখে খুব কষ্ট পেয়েছি। আমি খোজ করে দেখবো বন্ধুদের মধ্যে কেও B- রক্তের আছে নাকি, আশা করি সব মুক্তমনারা সাহায্য করতে অন্তত চেষ্টা করবে।
@রামগড়ুড়ের ছানা,
ধন্যবাদ আপনাকে।
আমার এক বন্ধু আছে যে নিজে রক্ত দানের বিপক্ষে কারন আর কি!! তাহার ধর্ম। এদের কি বলব, বোকা, নাকি নিষ্ঠুর?
কিন্তু আশার কথা যে কিছু ভালবাসায় ভরা মানুষ ছিল, আছে, এবং থাকবে।
জয় হোক ভালোবাসার, মুক্ত চিন্তার জয় হোক।
@আশিকুর রহমান,
খ্রিষ্টানদের একটি দল আছে, যারা এই রক্তদানকে ধর্মবিরুদ্ধ মনে করে। সেই দলের নাম যিহোবা উইটনেস। এরা ভোট দেয়া, জাতীয় পতাকাকে সম্মান করা এমন জাতীয় অনেক কিছু থেকে বিরত থাকে।
রক্তদানের বিপক্ষে ইসলামী ফতুয়া এখনও পর্যন্ত কানে আসে নি।
শুনলাম, রাইসার জন্য রক্ত পাওয়া গেছে। আপডেট খবর জানাবেন।
@মাহফুজ,
আরেজ আলী নামক এক ভাইকে পাওয়া গিয়েছে। 😀
@আশিকুর রহমান,
আরেজ আলীকে শুভেচ্ছা। :rose2: