একটি নয় বছরের মেয়ের জন্য অত্যন্ত জরুরী ভিত্তিতে “B” Negative (-ve) রক্ত প্রয়োজন। মেয়েটি লিউকেমিয়া আক্রান্ত রুগী হিসাবে বর্তমানে পিজি হাসপাতালে আছে।
যোগাযোগ করুনঃ ০১৯১৭ ২৫ ৮২ ২৪
একটি নয় বছরের মেয়ের জন্য অত্যন্ত জরুরী ভিত্তিতে “B” Negative (-ve) রক্ত প্রয়োজন। মেয়েটি লিউকেমিয়া আক্রান্ত রুগী হিসাবে বর্তমানে পিজি হাসপাতালে আছে।
যোগাযোগ করুনঃ ০১৯১৭ ২৫ ৮২ ২৪
ণেগেটিভ গ্রুপ মনে হয় সবসময়ই একটু বিরল। সন্ধানী কি আজকাল আর সক্রিয় নয়? তাদের কার্যক্রম তো একসময় ভালই ছিল।
প্রফেশনাল ডোনারদের সম্ভব হলে এড়ানো ভাল।
আশা করি শিশুটি সূস্থ হয়ে উঠবে।
@আদিল মাহমুদ,
ণেগেটিভ= নেগেটিভ
সূস্থ=সুস্থ।
মাত্র দুলাইনে দুটো ভুল। সাহিত্যের ছাত্রদের এতো বানান ভুল করলে হবে?
শুভকামনা রইলো শিশুটির জন্যে। তার সুস্থতা কামনা করি।
বিভিন্ন বাংলা ব্লগে সদস্যদের অংশগ্রহণে ‘ব্লাড ব্যাংক’ খোলা হয়েছে। এর আগে এক বন্ধু পত্নীর জন্য রক্তের প্রয়োজনে সামহোয়ারিনব্লগ ডটনেট ও সচলায়তন ডটকম-এর সহব্লগারদের সহায়তা পেয়েছি।…
এ পর্যায়ে প্রস্তাব করছি:
১। মুক্তমনা ডটকম-এ নিবন্ধিত সদস্যদের অংশগ্রহণে একটি ’ব্লাড ব্যাংক’ খোলা হোক।
২। সেখানে স্বেচ্ছায় রক্তদানে ইচ্ছুক ব্লগারদের নাম, রক্তের গ্রুপ, যে এলাকা ও শহরে বাস করেন, তার নাম এবং ফোন নম্বর থাকবে।
৩। স্বেচ্ছায় রক্তদানে ইচ্ছুক ব্লগারদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণের সুবিধার্থে শুধুমাত্র নিবন্ধিত সদস্য ব্লগাররাই ওইসব তথ্য (২ নং) পাঠ করতে পারবেন।
অনেক ধন্যবাদ। :yes:
@বিপ্লব রহমান,
নি:সন্দেহে উদ্যোগটি খুবই প্রশংসনীয়। তবে মুক্তমনার এমন অনেক সদস্যই রয়েছেন যারা নিজেদেরকে পরিচয় দিতে চান না নিরাপত্তার কারণে। এমনকি এক সদস্য অপর সদস্যকেও পরিচয় দিতে ভয় পায়।
@বিপ্লব রহমান,
আপনার প্রস্তাবের সাথে একমত। যারা নিরাপত্তার ব্যপারটি নিয়ে ভাবেন। তারা শুধুমাত্র এর পরিচালকের সাথে যোগাযোগ রাখলেই হবে। আমার মনে হয় নিরাপত্তার ব্যাপারটি যতটা ভাবি, ততটা সমস্যা না। মুক্তমনা এ ধরনের উদ্যোগ নিবে এ আশা রাখছি।
@বিপ্লব রহমান,
আপনার প্রস্তাবগুলো সমর্থন করছি এবং মুক্তমনাকে এই বিষয়টা বিবেচনা করার জন্য সবিশেষ অনুরোধ করছি।
@বিপ্লব রহমান,
(+),O positive. হাজির।
[email protected]
আরেকটু বিস্তারিত লিখলে ভালো হত না? পেজের উপরের স্ক্রলিবারে সাহায্যের আবেদনটা যোগ করে দিচ্ছি, তবে জানিনা কতটা কতটা উপকার হবে এতে।
@রামগড়ুড়ের ছানা,
আপনার সাহায্যের জন্য ধন্যবাদ।
আসলে আমি এই আবেদন ফেসবুক এ একটি মেইল হিসাবে পেয়েছিলাম কাল রাতে। বিস্তারিত তেমন কিছু আমি নিজেও জানিনা।
@আশিকুর রহমান,
মেয়েটির একটি ছবিসহ বিস্তারিত তথ্য পেলে আবেদনটি ফেসবুকে ছড়িয়ে দিতে পারতাম।
তার দ্রুত আরোগ্য কামনা করছি। :rose:
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘বাঁধন’ নামে একটা সংগঠন আছে যার সদস্যরা স্বেচ্ছায় রক্ত দিয়ে থাকেন। এই দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিটা হলেই বাঁধনের শাখা থাকার কথা। অনেক সময় হলের নোটিশবোর্ডেও তাঁদের ডোনারদের নামের তালিকা থাকে। তাঁদের সংগে যোগাযোগ করার চেষ্টা করে দেখতে পারেন।
@ফরিদ আহমেদ,
ধন্যবাদ মূল্যবান তথ্যের জন্য।
ইতোপূর্বে ড. অজয় রায়ের আহ্বানে নির্মল সেনের সাহায্যে অনেকেই এগিয়ে এসেছিলেন। আশা করি আশিকুর রহমানের আহ্বানে এই নয় বছরের শিশুর জন্যেও অনেকে এগিয়ে আসবেন।
শিশুটির সুস্থতা কামনা করি।