পুরানো ক্ষতে খোঁচার যন্ত্রণা

 

ইন্টারনেটে মুক্তচিন্তার জন্য সুবিখ্যাত বাংলাদেশী গোষ্ঠী মুক্তমনা.কম’’ মাধ্যমে ভজন সরকারের লেখার সংগে প্রথম পরিচয় মাত্রই জানলাম তিনি রবীন্দ্রনাথ বর্ণিত মুগ্ধ বাঙালী জননীর মানুষ না হওয়া একজন সন্তানসংগে সংগে তাঁকে ইমেইল করে অনুরোধ করলাম বিভক্তির সাতকাহনছোট ছোট ঢেউ নয়, একটি বিশাল তরঙ্গ হিসাবে বই আকারে দেখতে চাইঅনেকের সংগে ভজন আমার কথাও রেখেছেনবইটি পাওয়া মাত্রই পড়ে ফেললাম এবং আশৈশব কষ্ট দেওয়া পুরানো ক্ষতে আরও একবার খোঁচা খেয়ে যন্ত্রণায় কুঁকড়ে গেলামভাগ্যবান ভজন হাজার বছরের সবার উপরে মানুষ সত্যর পারিবারিক ও রাজনৈতিক সংস্কৃতির পরিমন্ডলে বেড়ে উঠেছেন এবং জেনেছেন, ‘‘ ধর্ম অশিক্ষিত লোকের সংস্কৃতি; সংস্কৃতি শিক্ষিত মানুষের ধর্ম’’

 

প্রকৃত বাঙালি সমাজের সন্তান হিসাবে বড় হওয়ায় তাঁর শৈশব কেটেছে সকল সংকীর্ণতা ও সামপ্রদায়িকতা মুক্ত সহজ সতেজ আনন্দ কোলাহলময় পরিবেশেকিন্তু বাস্তবজীবনে পা রাখতে গিয়েই মেধাবী ছাত্র ভজন আবিস্কার করল, বাঙালী আর বাঙালী নেই; বৃটিশ সাম্রাজ্যবাদ অবমুক্ত সামপ্রদায়িকতার বিষাক্ত ভাইরাস বাঙালী হিন্দু ও বাঙালী মুসলমানের অন্তরে পারস্পরিক ঘৃণার ফণা তৈরি করেছেধর্ম, ধর্মান্ধতা ও সাম্পদায়িকতা কেমন করে তাঁর ঘনিষ্ঠ, পরিচিত মানুষদের পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন করে হিংসা-বিদ্বেষে লিপ্ত ক্ষুদ্র, নীচ ও প্রতিহিংসাপরায়ন করে তুলল তারই বহু কাহিনীর গুচ্ছ উপহার বিভক্তির সাতকাহনবিভক্তির সাতকাহন মানুষের পতনের একটি করূণ কাব্যমীনায় হজ¦যাত্রীদের মত গদ্যের পাথর ছুঁড়ে ভজন লিখতে পারতেন মানুষের উপর মানুষের বিশ্বাস হারানোর দুঃসহ কাহিনীগুলি কিন্তু রক্তে ও চোখে কবিতা থাকায় সুন্দর তাঁকে অসুন্দর ভাষা ব্যবহার করতে দেয়নিতাই বিভক্তির সাতকাহনে রাজনীতির নখরের চিহ্ন থাকলেও মনুষ্যত্বের পতনের গভীর দুঃখ বিভক্তির সাতকাহনকে একটি অনিঃশেষ দীর্ঘশ্বাসে পরিণত করেছে

 

বিভক্তির সাতকাহন : ভজন সরকার ; প্রকাশক : মুক্তচিন্তা প্রকাশন, ঢাকা ; প্রকাশকাল : জানুয়ারি,২০১০