মুক্তমনা সদস্যদের জনপ্রিয় দাবীতে সাড়া দিয়ে বিবর্তনের আর্কাইভ এর কাজে হাত দেওয়া হল। প্রাথমিকভাবে এই সাইটে একটা প্রশ্নোত্তর এর লিষ্ট দাঁড় করিয়েছি (এছাড়াও আছে বিবর্তনের অন্যান্য প্রবন্ধ, ই-বুক এবং বাইরের বিভিন্ন সাইটের লিঙ্ক)। এখন পর্যন্ত দু’একটা প্রশ্নের উত্তর লেখা হয়েছে নমুনা হিসেবে, সবাই মিলে এই লিষ্টটাতে আরও প্রশ্ন যোগ করতে থাকলে কাজটা অনেক দূর এগিয়ে যাবে বলে আমার ধারণা। এখানে মুক্তমনার বিভিন্ন লেখা (ইরতিশাদ, অভিজিৎ, পৃথিবী, তানভী, শিক্ষানবিস, অপার্থিব, রায়হান, ধ্রুব, পথিক এবং আমি সহ যারা বিবর্তন নিয়ে লেখালিখি এবং মন্তব্য করেন তাদের উপকরণ থেকে নেওয়া) থেকে এই প্রশ্নগুলো জোগাড় করার চেষ্টা করেছি । বাংলায় বিবর্তনের কোন ভাল আর্কাইভ নেই যেখানে এক সাথে সব কিছুর উত্তর পাওয়া যেতে পারে। আশা করছি ভবিষ্যতে এই আর্কাইভটাকে একটা পূর্ণাংগ রূপ দেওয়া যাবে।

প্রশ্নগুলোর একটি প্রাথমিক তালিকা রাখা হয়েছে এখানে –

http://www.mukto-mona.com/evolution/

এর বাইরেও আরও অনেক প্রশ্ন আছে, মুক্তমনার সকল আগ্রহী পাঠক, লেখকদের অনুরোধ করছি তালিকায় রাখা প্রশ্নগুলোতে চোখ বুলাতে,এবং আর কি কি প্রশ্ন এখানে সংযোজন করা যায় তা জানাতে। আপনারা মন্তব্য সেকশানে প্রশ্নগুলো দিতে থাকলে আমরা সেটা মূল পোষ্টে জুড়ে দিব। আর কেউ যদি উত্তর লিখে পাঠাতে চান তাহলে প্রথম উত্তরটার ফরম্যাটে লিখে পাঠাতে অনুরোধ করছি। অনেকগুলো উত্তর আসলে মুক্তমনা সাইটেই ছড়িয়ে ছিটিয়ে আছে। কোন কোন প্রশ্নের উত্তর হয়তো একাধিকবার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেয়া হয়েছে। সেগুলো ঠিকঠাক মত গুছিয়ে( রেফারেন্সসহ) আর্কাইভ আকারে রাখা প্রয়োজন। মূলতঃ সেই প্রচেষ্টা থেকেই প্রাথমিকভাবে রায়হান, তানভী, অভিজিৎ আর আমি মিলে এই কাজে হাত দিয়েছি।

এর বাইরে যারা এর সাথে যুক্ত হতে চান দয়া করে আমার সাথে ইমেইলে ([email protected]) যোগাযোগ করতে পারেন। এ ছাড়া সার্বিকভাবে পৃষ্ঠাটির লে-আউট , ডিজাইন ইত্যাদি নিয়েও পাঠকদের অভিমত প্রার্থনা করছি। খুব সাদামাটা একটা ব্যানার করলাম আপাতত যাতে পৃষ্ঠাটি লোড করতে কোনরকম পারফরম্যান্সজনিত সমস্যা না হয়।

টক অরিজিন এ একটা বিশাল লিষ্ট আছে, সেগুলো আস্তে আস্তে এখানে দেওয়াই যাবে, তবে শুনেছি দেশে নাকি হারুন ইয়াহার বিবর্তন বিরোধী বিভিন্ন কথাবার্তা বেশ জোরেসোরে প্রচার করা হয়। পিসটিভিতে (আর দিগন্ত বলেও একটা ইসলামিক চ্যানেল আছে মনে হয়) নাকি বিবর্তন বিরোধী অনেক কিছু দেখানো হয়, শিবিরেরও নাকি একটা বিবর্তন বিরোধী প্রশ্নের লিষ্ট আছে। দেশের থেকে কেউ যদি তাদের প্রশ্নগুলো পাঠাতে পারেন তাহলে দেশের মানুষের মন-মানসিকতার সাথে সঙ্গতিপূর্ণ করে প্রশ্নোত্তরগুলো তৈরি করা যাবে।

সবাইকে ধন্যবাদ এই কাজটাতে আগ্রহ দেখানোর জন্য। দেখুন তাহলে পৃষ্ঠাটি –

বিবর্তন নিয়ে প্রচলিত ভুল ধারণাগুলোর উত্তর

বিঃ দ্রঃ পৃথিবী, আপনি সহযোগিতা করতে চেয়েছিলেন, আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো জানাবেন। ইচ্ছা করলে আমাকে ই-মেইল করতে পারেন। আপনি এই পৃষ্ঠার সম্পাদনা দলের সাথে যোগ দিলে খুশী হব।