শৈশবের ধূলো ওড়া-
হেঁটে হেঁটে স্কুল-

সাকেনা খেলার সাথী
বৃষ্টির দিন,
বুজানের সাথে
স্কুল ফেরার পথে-
ডোবা ভরপুর-
পথে কৈমাছ!

স্কুলে এডিসি আসে-
“পূণ্য পূরিত পরান লয়ে”-
বকুল মালার গান।

তারপর শহরে-
আধোছায়া আধোআলো
লাল দালান কলোনিয়াল পরিবেশ-
‘শালবন প্রাইমারী স্কুল’
বান্ধবী খুঁজে নেয়া
দাড়িয়াবান্ধা খেলা হয় খুব,
মাঝে মাঝে রুপকথা!

তারপর-
উনসত্তরের তীব্র হাওয়া লাগে,
এডউইন,আমষ্ট্রং-
চাঁদে পা-
নবীন হাতে ক্যামেরায় ক্লিক!

পৃথিবী বদলাতে থাকে-
শেখমুজিব,নজরুল-
চেতনায় ঢেউ লাগে-

মুখরিত ছাত্রসমাজ!
মিছিলে মিছিলে-
প্রবল উন্মাদনায়!

বদলে যেতে থাকে-
প্রস্তুত হতে থাকে-

স্বাধীনতার মঞ্চ-
রণক্ষেত্র-
স্বাধীনতা আসে!
অগনিত মানুষের ভীড়ে-

মুক্তিবাহিনীর মুক্তট্রাক মুক্তাঙ্গন থেকে-
শহরে ফেরে,
ফুলের মালায় ভরা!

আকাশ ফাটিয়ে-
প্রতিধ্বনিত হয় জয়বাংলা!