প্রতিদিনের মত সুর্যোদয়
আমার হৃদয়ের আঙিনায়
জলের অতল থেকে সুখ-দুঃখ
করতালি দেয়
নিপুণ হাতে । মিলনের স্বপ্ন জাল বুনি
বিরহের মাঝে , সত্যি
লিখবে কেউ প্রেমের
কবিতা , খুব কাছে এসে ঘুরে ঘুরে ।
আছড়ে পড়ে ব্যথার ঢেউ সৈকতে
পাথরের নুড়ির সাথে ছুঁয়ে যায়
চঞ্চল মন —-।
আধো মুখে বসে দেখি
ভাসমান শ্যাওলা
শিকড়ে প্রেম রেখেছি বেঁধে
ঢেলেছি অজস্র জলধারা
দীর্ঘতর প্রেমের কাছে
নিজকে সমর্পিত –
বড় ইচ্ছে করে তো্মার কাছে যাই
আবার সেই পুরনো গানের মত ।