প্রতিদিনের মত সুর্যোদয়
আমার হৃদয়ের আঙিনায়
জলের অতল থেকে সুখ-দুঃখ
করতালি দেয়
নিপুণ হাতে । মিলনের স্বপ্ন জাল বুনি
বিরহের মাঝে , সত্যি
লিখবে কেউ প্রেমের
কবিতা , খুব কাছে এসে ঘুরে ঘুরে ।
আছড়ে পড়ে ব্যথার ঢেউ সৈকতে
পাথরের নুড়ির সাথে ছুঁয়ে যায়
চঞ্চল মন —-।
আধো মুখে বসে দেখি
ভাসমান শ্যাওলা
শিকড়ে প্রেম রেখেছি বেঁধে
ঢেলেছি অজস্র জলধারা
দীর্ঘতর প্রেমের কাছে
নিজকে সমর্পিত –
বড় ইচ্ছে করে তো্মার কাছে যাই
আবার সেই পুরনো গানের মত ।
আপনার কবিতাটি পড়লাম এবং তা পড়ে নিম্নলিখিত বিষয়গুলো আমার পর্যবেক্ষণে আসলো ।
১ । কবিতাটির শব্দচয়ন সমসাময়িক বাংলা কবিতার অনুরূপ । অতএব , ভাষা ঠিক আছে ।
২। এক অন্তর্মুখী মনের ছায়ায় বেড়ে ওঠা অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে । কেন যেন আমার এখানে প্রাচীন রোমান কবি ওভিদিয়ুসের এক চরিত্র – নারকিসোসের ( যে জলের ওপরে দৃশ্যমান আপণ প্রতিবিম্বের সাথে প্রেমে পড়েছিলো ) কথা মনে পড়লো ।
কবিতাটি ভাল হয়েছে । শুভকামনা রইলো ।
@ আকাশ মালিক ,
প্রেম আসলে দিল্লি কা লাড্ডু । এক মরিচীকা । সবার মাঝেই প্রেম থাকে । কবিতায় যে প্রেম দেখেছেন
তা কিন্তু , একটা বিমুর্ত প্রতিক । কবিতায় বিমুর্ত ব্যাবহার আমার সবসময় ভালোলাগে ।
কবিতা সবার মাঝেই আছে । আপনার মাঝেও আছে । তাকে অংকন করুন , যেমন
@আফরোজা আলম,
কবিতার কথা আর প্রোফাইলের ছবি বেশ মানিয়েছে।
রোমান্স জিনিষটাই যে কি, আজও বুঝলাম না, তাই কোনদিন কবিতাও লিখা হলোনা। :rose2: :rose2:
বেশ রোমান্টিক, প্রকৃতির কাছাকাছি!
ভালো লাগল!
বড় ইচ্ছে করে তো্মার কাছে যাই
আবার সেই পুরনো গানের মত ।…………….
সত্যিই খুব ইচ্ছে করে বেহায়া সপ্ন গুলোর কাছে যেতে… 🙂
:rose: :rose: