২৭ ফেব্রুয়ারি, ২০০৪ বাংলাদেশের অন্যতম প্রধান লেখক হুমায়ুন আজাদের উপর মৌলবাদ ঝাপিয়ে পড়েছিলো ধারলো অস্ত্র নিয়ে। রক্তাক্ত করেছিলো এই সাহসী মানুষটিকে। পরবর্তীতে জার্মানিতে তিনি মৃত্যুবরণ করেন, যদিও তাঁর পরিবারের সদস্য ও অসংখ্য ভক্ত অনুরাগীরা এখনো মনে করেন যে ওই মৌলবাদী অপশক্তিই তাঁকে জার্মানিতে সুকৌশলে হত্যা করে। ড. আজাদের হত্যা প্রচেষ্টা মামলার চার্জশিট দেয়া হবে আগামী ৪ মার্চ। এ বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রচারিত হয় ২৭ ফেব্রুয়ারি ২০১০ একুশে টেলিভিশনে। দিপু সিকদারের এই প্রতিবেদনটি মুক্তমনার সদস্যদের জন্যে ইউটিউব থেকে এখানে তুলে দেয়া হলো।

httpv://www.youtube.com/watch?v=XcsbXTQIYw0