আমাকে মনে হয় চিনতে পারেন নি। এটা স্বাভাবিক ঘটনা।
পরিচয়ঃ বাংলাদেশের ১৬ কোটি মানুষের একজন।
পেশাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলাম!!
শিক্ষা জীবনের সাফল্যঃ টাকার অভাবে বিজ্ঞান বিভাগে না পরতে পারলেও আমি বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেনীতে দ্বিতীয় ছিলাম। তাছাড়া তৃতীয় সেমিস্টারে আমি রেকর্ড পরিমান নম্বর পেয়েছিলাম।
পরিবারঃ আমার পিতা মহোদয় একজন দিনমজুর। আমার বড় ভাই বাজারে মুদির দোকান চালায়। আমার মা বাড়িতে মুরগি পালেন এবং ডিম বিক্রি করে আমাকে পড়ার জন্য টাকা দিতেন। মজার কথা এত কিছুর পরেওপড়ার খরচ যোগার না হওয়াতে আমি প্রায়ই বাড়িতে গিয়ে দিনমজুরি করতাম। উল্লেক্ষ যে আমার মাতা খুব সম্ভবত গত তিন বছর নিজের চুলের জন্য নারিকেল তেল না কিনে ওই টাকা আমার পড়াশুনার জন্য খরচ করেছেন।
গত ফেব্রুয়ারী মাসের তিন তারিখে ঢাকা বিস্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের কথাও নিশ্চয়ই কারো মনে নাই। কিন্তু আমার মনে আছে। কেন জানেন? কারন সেই রাতে এ এফ রহমান হলের একজন ছাত্র মারা যায় সেই মারামারির কারনে। না না, ভুল বুঝবেন না। ছেলেটা ওই দিন কোনো মারামারি করে নি। আরে, সেতো কোন ও দলই করত না। বেচারা হলের বাইরে হইচই শুনে বারান্দায় এসেছিল ঘটনা বুঝতে। কিন্তু কিছু বুঝে উঠার আগেই কিছু একটার আঘাতে তার মাথার পেছনের অংশ চুরমার হয়ে যায়, এবং পরদিন সকালে তার মৃত্যু ঘটে।
আমি সেই বেচারা আবু বকর।
আমার মৃত্যুর পর আমার দেশের স্বরাস্ট্র মন্ত্রি নাকি বলেছেন, “এটা কোন ব্যাপার ই না, এমন তা ঘটতেই পারে।“
এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমার পরিবারের কোনো খোজ নেয়া হয়নি। তারা অনেক ব্যস্ত তাই এই নিয়ে আমার কোনো কথা নেই।
ছাত্রলীগের এক কর্মী কোন্দলের কারনে মারা যাবার পর থেকে সারা দেশে চিরুনি আভিযান চলছে এবং কমপক্ষে এক হাজার জন গ্রেফতার হয়েছে।
এখন পর্যন্ত আমার পোস্ট মর্টেম রিপোর্টই ভেরিফাই করা হয় নাই। আমি কোনো দল করতাম না, তাই আমার মৃত্যুর কোনো বিচারের নাম গন্ধ নাই; তাই এ নিয়েও আমার কোনো কথা নাই।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় যে, নিহত ছাত্রলীগ কর্মীর পরিবারকে সরকার তহবিল হতে এক লক্ষ টাকা দেয়া হয়েছে। তাছারা জনৈক মহিলা সাংসদ ব্যাক্তিগতভাবে তার পরিবারকে একটি গরু দান করেছেন।
আমি রাজনীতি না করে পড়াশুনা করেছি বলেই হয়ত আমার পরিবার দিকে তারা তাকান নাই।
“এটা কোন ব্যাপার ই না, এমন তা ঘটতেই পারে।“
বিশেষ দ্রষ্টব্যঃ কিছুক্ষন আগে জানতে পারলাম মৃত্যুর পূর্বে দেয়া আমার দেয়া শেষ পরিক্ষার ফল প্রকাশিত হয়েছে। বরাবরের মত এইবারও আমি প্রথম হয়েছিলাম।
হাঁ ।আজকের কাগজে দেখলাম ।
“এইবার কাদালেন বকর ”
আজকে পেপার খুলেই এই নিউজটা দেখতে হল –
এবার প্রথম হয়ে কাঁদালেন বকর
জীবনটা ছিল ঘাম-ঝরা পরিশ্রমের। কিন্তু চোখজুড়ে ছিল স্বপ্ন। সে স্বপ্ন সত্যিও হয়েছে। কিন্তু তার আগেই রক্তে ভিজে চলে গেছেন আবু বকর। গতকাল মঙ্গলবার তাঁর পরীক্ষার ফল বেরিয়েছে। সর্বোচ্চ জিপিএ পেয়ে যুগ্মভাবে প্রথম হয়েছেন তিনি।… (তারপর এখানে)
অত্যন্ত মর্মন্তুদ পোস্ট। একই সাথে সবাই কে মনে করিয়ে দিতে চাই বি,ডি,আর হত্যাযজ্ঞে শহীদ সেনাকর্মকর্তাদের নিয়ে যতটা শোক করা হয়েছে, সাধারণ যে মানুষগুলো মারা গেছে তাদের নিয়ে কোন আলোচনাই হয় নি।
আমরা কি জাতি হিসেবে ঘুমিয়ে গেছি?
পাঁচ তারা।
@আগন্তুক,
প্রশ্ন এখন সেটাই। :yes: :yes: :yes:
@আগন্তুক,
আবদল্লাহ আবু সাঈদ স্যার খুবই মজার মজার কিন্তু বাস্তব কথাবার্তা বলেন। উনি একবার বলেছিলেন যে প্লেন ক্র্যাশ করে মানুষ মারা গেলে বিরাট ট্র্যাজ়েডি হয়, কিন্তু গরুর গাড়ী এক্সিডেন্টে মানুষ মারা গেলে তা নিয়ে কোন ট্র্যাজ়েডী হয় না।
এই পোস্টের আসলে কোন মন্তব্য হয় না, তাদের প্রতি কিছু ধিক্কার, কিছু ঘৃণা প্রকাশ করা ছাড়া !
ধন্যবাদ আশিক, লেখাটা অত্যন্ত সংবেদনশীল হয়েছে। শেষ বাক্যে এসে বুকের কোণাটা ক্ষত হয়ে গেছে।
@রণদীপম বসু,
মূল উদ্দেশ্য সেটাই।
ধন্যবাদ আপনার মূল্যবান মতের জন্য।
দেশে শিবির কর্মীদের ধরপাকড় শুরু করার পর থেকে আমার মনে এরকমই একটা প্রশ্ন ঘুরঘুর করছিল। আবু বকর একজন অখ্যাত, গরীব ঘরের ছাত্র বলেই কি তার মৃত্যু ফারুকের মৃত্যুর কাছে মলিন হয়ে যায়? শিবির যুদ্ধাপরাধীদের ছাত্র সংগঠণ, শিবির রগ কাটে- এসব কথা সবারই জানা এবং কাউকেই এটা বিষ্মিত করে না। কিন্তু তাই বলে স্বাধীনতার পক্ষের শক্তির ছাত্র সংগঠণের কুকীর্তিও হালাল হয়ে যায় না। খুন যেই করুক, সেটা খুনই।
জর্জ ওরওয়েলের “এনিমেল ফার্ম” বইয়ের একটা উক্তির কথা মনে পড়ল- এভরিওয়ান ইজ ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়াল দেন আদার্স(মূল বইতেও এই অংশটা বোল্ড করা ছিল)।
@পৃথিবী,
এটা অত্যন্ত খাটি কথা বলেছেন। ফরিদ ভাই এর পোষ্টে কিছু বলছি, এটা ফরিদ ভাই এর পোষ্ট পড়ার পর থেকেই আমার মাথায় ঘুরছে।
@পৃথিবী,
:yes: :yes: :yes:
ভাই অাবু বকর, প্রথমেই তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ১৫.৯৯৯৯৯৯ কোটি বাঙ্গালীর পক্ষ থেকে। ছাত্র হিসেবে তোমার কোন মূল্য স্বরাষ্ট্র মন্ত্রি, সরকার, বিশ্ববিদ্যালয় ও ১৫.৯৯৯৯৯৯ কোটি মানুষে কাছে নাই। তোমার পরিশ্রম মেধা, পারিবারিক অবস্থা সব মূল্যহীন কারন:
১. তুমি বতর্মান সময়ে অালী রাজনীতি করনা (বা বিএনপি রাজনীতি কর না)
২. তোমার বাবা-মা বা পরিবারের কেউ অামাদের মত ভদ্রলোক না
৩. তুমি চাষা ভোষার পোলা তোমার অাবার জীবন??????
৪. তোমার সামর্থ থাকলে তুমি জয়ের মত অামেরিকায় পড়তা, বা তারেকের মত অাদর্শ হইতা।
এদেেেশর রাজনীতিবিদদের সন্তানেরা এদেশে পড়েনা বা লেখাপড়ার মত অর্থহীন সময় ব্যয় করে না। তাই এদেশের একজন সাধারন ছাত্রের জীবনের মূল্য ১ লক্ষ টাকা ও একটি গরূ বা মূল্যহীন। এত সস্তা ছাত্র নিয়ে রাজনীতিবিদেরা নোংড়া খেলা খেলবে না তাই কি হয়!!!!!!!!!
ক্ষমা করো অাবু বকর, তোমার বা তোমাদের মেধা মূল্যহীন।
@আশিকুর রহমান, চমতকার লেখার জন্য ধন্যবাদ
@Mufakharul Islam,
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আশিকুর রহমান, আবেগ আর বাস্তবতার সংমিশ্রণে লেখাটি পড়ে আমি কিংকর্তব্যবিমূঢ়।
মাথা চুলকানো ছাড়া আমাদের আর কিছু কী করার নেই!
@গীতা দাস,
আছে, আছে।
প্রথমে চিন্তা করা শুরু করতে হবে। তারপর চেতনা আর যুক্তি পথ দেখাবে।
খুব ছোট পরিসরে চমৎকার করে আসল কথাগুলো বলে দিয়েছেন। শুরুটা তো সত্যই অন্যরকম। প্রথম লেখাতেই এমন চমৎকার থিম নিয়ে হাজির হওয়ায় আপনার উপর প্রত্যাশা কিন্তু বেড়ে গেলো। লেখায় সত্যই পাঁচ তারা।
@অভিজিৎ,
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।
আবু বকর এবং এইরকম সবাইকে যাতে আমরা ভুলে না যাই সেই জন্য এই সামান্য লেখা।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
@আশিকুর রহমান,
একটি খুব সহজ প্রশ্ন।
কত লোকে দূর্ঘটনায় মারা যায়। রোগ শোকে অকালেই মারা যায়। অনেকে দেশের জন্যও শহীদ হন। তাদের মৃত্যুতে পরিবাদ গভীর শোক পেলেও কারো কাছে তেমন বড় প্রশ্ন থাকে না।
আবু বকরের মত যারা এইরকম অর্থহীন কারনে মারা যান তাদের পরিবার যদি জিজ্ঞাসা করে আমাদের ছেলে কেন মারা গেল তার জবাব কি হতে পারে? ছাত্ররাজনীতি কতটা দরকারী তা এসব পরিবারকে কেউ বোঝাতে পারবেন?
@আদিল মাহমুদ,
আপনার এই প্রশ্ন গত কিছু দিন ধরে আমাকে দুঃস্বপ্নের মত ভোগাচ্ছে।
আমার হিসাবে আবু বকরের পড়ার খরচ সে নিজে সহ ৫ জন মিলে বহন করত।
মজার ব্যাপার হচ্ছে যদিও প্রেক্ষাপট একেবারেই ভিন্ন, ব্যাপারটি আমার ক্ষেত্রেও তাই!
আমি চিন্তা করে কোনো সমাধান পাই নি যে, ওই জায়গাতে আমি হলে আমার মাকে কে দেখত?
আপনার প্রশ্নের উত্তর দেবার সাহস আমার নেই।
@আশিকুর রহমান,
আমাদের অযোগ্যতা আমরা এই ছাত্ররাজনীতি নামের অপরাজনীতি চলতে দিচ্ছি।
কবে আমাদের সাধারন ছাত্ররা এটা বুঝবে!
আসলে দেশে ওদের কেউ যোগ্য অভিভাবক নেই।
রাজনীতিবিদরা ছাত্রদের ব্যবহার করে।
আর ছাত্ররা মা কালীদের নামে বলী হয়!
ধন্যবাদ লেখার জন্য!
@লাইজু নাহার,
এইযে আপনি, আমি বুঝলাম। এইতো শুরু।
আমরা যারা যুক্তি দিয়ে ভাবার চেষ্টা করি, তাদেরকেই এই দায়িত্ব নিতে হবে।
অসহ্য সত্য। :-Y
এই মৃত্যুর কারন কার জানা আছে?
মানুষের জীবন এত শস্তা কেন হতে যাবে?
আবু বকর যে এত মেধাবী ছাত্র তা আমার জানা ছিল না।
প্রথম পোষ্টে ৫ তারা।