ফেব্রুয়ারীর বইমেলায় দেশে গেলে একুশে টিভির আমন্ত্রণে ‘একুশের দুপুর’ নামের একটি প্রোগ্রামে কবিতা, শব্দগুচ্ছ, কবিতার অনুবাদ, আমার নিজের অন্যান্য লেখালেখি নিয়ে বিস্তারিত আলাপ করার সুযোগ হয়েছিলো। অনুষ্ঠানের ধারণকৃত অংশ মুক্তমনার বন্ধুদের জন্যে তুলে দেয়া হলো। অনুষ্ঠান প্রযোজক মাসুদুল হাসান রণি ও উপস্থাপক সাদিয়া আফরিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।
httpv://www.youtube.com/watch?v=LDV1NMhXhvQ
Leave A Comment