অনেকেই হয়তো জানেন যে, বাংলাদেশের বিজ্ঞান লেখক এবং দার্শনিক রুশো তাহেরের সম্পাদনায় ঢাকা শহর থেকে একটি মাসিক পত্রিকা প্রকাশিত হয়, নাম  টেলিস্কোপ। বিজ্ঞান তথা মহাজাগতিক নানা ঘটনা নিয়ে আমাদের দেশে বিজ্ঞানমনস্কতার পাঠ গ্রহণে টেলিস্কোপের প্রকাশ এক শুভ প্রয়াস হিসবে বিবেচিত হয়েছে এবং ইতোমধ্যেই সৃজনশীল এবং বোদ্ধা পাঠকদের দৃষ্টি আকর্ষণে সমর্থ হয়েছে।

টেলিস্কোপের ষষ্ঠ সংখ্যায় যুক্তি (তৃতীয় সংখ্যা)’র একটি রিভিউ প্রকাশিত হয়েছে। ‘যুক্তি : বিবর্তনবাদের এক দীপশিখা’ শীর্ষক রিভিউটি করেছেন মাসুদ রানা। রিভিউয়ে ডারউইন দিবস উপলক্ষে মুক্তমনা ওয়েব সাইটের শক্তিশালী ভুমিকার উল্লেখ করা হয়েছে। যুক্তি পত্রিকায় সন্নিবেশিত  মুক্তমনা লেখকদের প্রবন্ধগুলো নিয়েও আলাদাভাবে আলোচনা করা হয়েছে। এখানে মুক্তমনা পাঠক এবং লেখকদের জন্য টেলিস্কোপে প্রকাশিত মাসুদ রানার রিভিউয়ের স্ক্যান কপি তুলে দেয়া হল-

pic1_front-pageছবি : টেলিস্কোপের কভার (ক্লিক করে বড় করে দেখুন)

pic2_page-1

ছবি :  রিভিউ -১ম পাতা (ক্লিক করে বড় করে দেখুন)

pic3_page-2

ছবি :  রিভিউ -২য় পাতা (ক্লিক করে বড় করে দেখুন)

সবাইকে ধন্যবাদ।