আমি সুন্দরকে ভালবাসি, সৌন্দর্যের পুজারী আমি
তার মানে এই নয় যে আমি অসুন্দরকে ঘৃনা করি
কারন সুন্দর আর অসুন্দরের পার্থক্য যে আসলে কি
তাই তো জানা হয় নি আমার।
মানুষকে ভালবাসতে পারি অকুন্ঠ চিত্তে
তার মানে এই নয় যে
মানুষরুপী হায়েনাকে আমি ঘৃনা করতে পারি না, কারন
মানুষ আর মানুষরুপী হায়েনার পার্থক্য আমি জানি।
শ্রদ্ধায় মাথা নত করি তাদের উদ্দেশ্যে, যারা
দিয়েছে আমাকে কথা বলার অধিকার
বিনম্র চিত্তে স্বরন করি তাদের নাম, যারা
দিয়েছে আমাকে মায়ের বুকে মাথা রাখার স্বাধীনতা
তবে রক্তচক্ষু মেলে ঐসব পিশাচদের দিকে,
অগ্নিদৃষ্টিও হানতে পারি আমি অসহ্য ক্রোধে
যারা আমার ভাইকে মিছিলে করেছিল ঝাঝরা বুলেটে
পারি ঐসব মানুষরুপী অমানুষের টুটি ছিড়ে আনতে,যারা
আমার ভাইকে করেছিল টর্চার সেলে হত্যা
আমার বোনকে করেছিল স্বতীত্বহীন
আমার মাকে করেছিল ছেলেহারা
আমায় তুমি ওদেরকে মানুষ বলতে বল না।
যাদের মুখে হত্যার সময় ছিল হাসি, হায়েনার মত
যাদের মনে বিবেকের তাড়না ছিল না বিন্দুমাত্র
যাদের বেয়োনেটের আঘাত থেকে বাদ যায়নি দুধের শিশুও
তুমি তাদেরকেই ক্ষমা করতে বলছ কি?
পারবনা।
এ আমার সাফ জবাব
তোমার বুকে ওদের জন্য করুনা থাকতে পারে
হতে পারে তোমার হৃদয় আদ্র ওদের জন্য
আমি নিজ হাতে ওদের জন্য ফাসির মঞ্চ বানাব
তার জন্য আমাকে তুমি নিষ্ঠুর বলতে পারো
বলতে পারো অবিবেচক কিংবা যা ইচ্ছা তা
তবু,
সব কিছু পারলেও আমি ওদেরকে ক্ষমা করতে পারব না
কেননা, মানুষ আর মানুষরুপী হায়েনার পার্থক্য আমি জানি।
আমাকে অন্তত দড়ি দিয়া লটকায়ে দিবার সুযোগটা দিয়েন!!
কবিতাটা অসাধারন! :clap2: :guru:
কথাটা ভাল লেগেছে :yes:
আমিও ঘৃণা করিনা
কারণ সুন্দর আর অসুন্দরের পার্থক্য যে আসলে কি আমারও জানা হয় নি।
আমিও জানি। তাই মানুষরূপী হায়েনাদের আমিও ঘৃণা করি।
আমিও :guru: :guru:
নাই কোন করুণা নাই, আছে শুধুই ঘৃণা।
আমাকেও সাথে রেখো হে, সুন্দরের পূজারী কবি- :yes: :rose2: :rose2: :rose2:
@আকাশ মালিক,
আকাশ ভাইকে অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
শুভ কামনা রইল।
ভাল থাকবেন।