অবসর প্রকাশনায় খুঁজছিলাম বন্যা আহমেদ ও অভিজিৎ রায়ের বই। এককপি করে প্যাকেট করতে গেলে বললাম, “দুই কপি করে দেন।” বই দু’টি ইতিমধ্যে আমার সংগ্রহে থাকলেও নিউইয়র্কের বন্ধুদের অনুরোধে আবার কিনতে গিয়েছিলাম। দুই কপি করে চাইতেই স্টলের কর্তব্যরত কর্মচারিরা আমার দিকে তাকালেন। চারপাশে আরো আরো মানুষ। বললাম, “দু’টি বই-ই ভালো। বিজ্ঞানের এমন বই এর আগে লেখা হয়নি।” অন্যান্য ক্রেতারাও আমার কথা শুনছিলেন। আমার দেখা দেখি তারাও চাইলেন। একজন জিজ্ঞেস করেলেন, “কি বিষয়ে লেখা?” আমি বিষয় ব্যাখ্যা করতে করতে বললাম, “বাংলা ভাষার সব পাঠকের এই বই দু’টি পড়া দরকার। এ বই যতো বেশী পড়া হবে, ততো আমরা আলোর দিকে আগাবো।”
ওদিকে ‘স্বপ্নেরসিড়ি ডট কম’ এর স্টলের সামনে আসতেই এগিয়ে এলেন দুই তরুণ। হাতে ক্যামেরা। জানতে চাইলেন নানা কথা: কেমন লাগছে মেলা, কি বই বেরুলো ইত্যাদি ছিলো তাদের প্রশ্নের কাতারে। পরদিন ওয়েব স্ক্রিনে ভেসে উঠলো তারই সম্পাদিত অংশ। মুক্তমনার সদস্যদের জন্যে এখানে তুলে দিলাম। যারা দেশের বাইরে আছেন কিছুটা হলেও হয়তো বইমেলার স্বাদ পাবেন।

http://www.swapnershiri.com/magazine/interview/hasan-abdullah/