দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত ‘যুক্তি’ ম্যাগাজিন(সংখ্যা ৩)-এর রিভিউ এখানে তুলে দেয়া হল। লিংক
‘যুক্তি’ : সময় উপযোগী সাহসী পত্রিকা
অঞ্জন আচার্য
ব্রিটিশ লেখক ম্যাথু আর্নল্ডের একটি কথা দিয়ে শুরু করা যাক_ ‘এক যুগের মুক্তচিন্তা আরেক যুগে কা-জ্ঞান বা সাধারণজ্ঞানে পরিণত হয়।’ আরেক ব্রিটিশ চিন্তক স্যামুয়েল জনসন বলেন_ ‘প্রতিটি যুগেই নতুন নতুন ভুল দেখা যায়, আর দেখা যায় নতুন নতুন সংস্কার।’ ‘গোরা’ উপন্যাসে রবীন্দ্রনাথ উল্লেখ করেন_ ‘মতকে মত দিয়ে, যুক্তিকে যুক্তি দিয়ে বাধা দেওয়া চলে, কিন্তু বুদ্ধির বিষয়কে ক্রোধ দিয়ে দ- দেওয়া বর্বরতা।’ যুক্তি বিষয়ে কথাসাহিত্যিক আবু জাফর শামসুদ্দীনের একটি কথা আছে_ ‘মূঢ় যারা, মূর্খ যারা, অন্ধ যারা, কুসংস্কারাচ্ছন্ন যারা, তারা চিরকাল যুক্তির অস্ত্রকে ভয় পায়।’ অপরদিকে কথাসাহিত্যিক আবুল বাশারের মতে_ ‘যুক্তির জোরেই মুক্তির আলো। সেই আলো মানুষকেই জ্বালাতে হয়।’ তেমনই একজন মুক্তচেতনায় ঋদ্ধ, প্রগতিশীল যুক্তিবাদী সাহসী মানুষ অনন্ত বিজয় দাশ। তার সম্পাদনায় ‘যুক্তি’ পত্রিকাটি অনন্যসাধারণ এক শাণিত যুক্তি ও মুক্তচেতনার পথে যেন এক নিরলস প্রয়াস। সম্পাদকীয় লেখায় সম্পাদক তার চেতনাগত স্বপ্ন, লক্ষ্য ও দর্শন স্পষ্টভাবেই প্রকাশ করেছেন_ “আমরা চাই চিন্তার চর্চা ও প্রকাশের স্বাধীনতা। ঘটাতে চাই মুক্তচিন্তার বিপ্লব; সাংস্কৃতিক বিপ্লব। চাই এই বেনিয়াবাজির সমাজ পরিবর্তন। আমাদের দর্শনে বিজ্ঞানমনস্কতা আর যুক্তিবাদিতা। আমরা মনে করি অন্ধবিশ্বাস, কুসংস্কার আর চিরাচরিত প্রথার প্রতি প্রশ্নহীন আনুগত্যই মানুষের এগিয়ে যাওয়ার পথে প্রধান অন্তরায়। আরো মনে করি, এই প্রশ্নহীন, যুক্তিহীন বিশ্বাস আর সংস্কারাবদ্ধ জীবনাচরণ কাটিয়ে ওঠার একমাত্র পথ হচ্ছে বিজ্ঞানমনস্কতা ও যুক্তিবাদের প্রসার।” ‘যুক্তি’ পত্রিকাটি প্রকাশিত হয় সিলেট থেকে। এর সদ্য প্রকাশিত সংকলনটি (সংখ্যা ৩; জানুয়ারি ২০১০)-তে আছে মুক্তচেতনাভিত্তিক নানা প্রবন্ধ। এবারের সংস্করণটি সাজানো হয়েছে মূলত চার্লস ডারউইন ও তাঁর বিবর্তনবাদকে কেন্দ্র করে। যেমন : দ্বিজেন শর্মা লিখেছেন ‘শেষ-অধিনায়ক : চার্লস ডারউইন; শহিদুল ইসলাম ‘বিবর্তন তত্ত্বের দর্শন; আসিফ ‘সদূর অতীতে গেলে আমরা একই পূর্বপুরুষ দেখবো; অভিজিৎ রায় ‘বিবর্তনের সহজ পাঠ’ বিরঞ্জন রায় ‘বিবর্তন তত্ত্ব গ্রহণে বাধা কোথায়; বন্যা আহমেদের রচনা ‘আর্ডি-আমাদের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিল; দিগন্ত সরকারের রচনা ‘ডারউইন থেকে ডাবল হেলিক্স’; শিক্ষানবিসের রচনা ‘প্রসঙ্গ বিবর্তন’: জাকির নায়েকের মিথ্যাচার’ ইত্যাকার লেখাগুলো বিবর্তনবাদকে পাঠকের কাছে সহজভাবে উপস্থাপন করেছে। আছে আমেরিকার উইসকন্সিন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান এবং বংশগতিবিদ্যার অধ্যাপক সন বি. ক্যারল ও ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি’র সাধারণ সম্পাদক বিশিষ্ট লেখক প্রবীর ঘোষের ভিন্ন প্রেক্ষাপটের ওপর দুটি সুদীর্ঘ সাক্ষাৎকার। অনূবাদিত হয়েছে চার্লস সুলি্লভান ও ক্যামেরন ম্যাকফেরসন স্মিথের ‘বিবর্তন নিয়ে চারটি ভ্রান্ত ধারণা ও ড্যান বার্কারের ‘ঈশ্বরবাদ খ-ন’ নামে অসাধারণ দুটি প্রবন্ধ। আরও আছে রণজিৎ করের লেখা ‘নারী জাগৃতির প্রান্তিক সমীক্ষায় রোকেয়া ও তসলিমা’ এবং সৈকত চৌধুরী ও অনন্ত বিজয় দাশের ‘মিরাকল ১৯’-এর উনিশ-বিশ!’ নামে চমৎকার দুটি নিবন্ধ। এমন জ্ঞানগর্ভ সংকলনটি পাঠ করে পাঠক মাত্রই তাদের প্রচলিত নানা কুসংস্কার ও ভ্রান্ত ধারণা থেকে মুক্তি পাবেন। এরকম একটি পত্রিকার জন্য সম্পাদক অনন্ত বিজয় দাশকে তার সাহসী, সময় উপযোগী ও বস্তুনিষ্ঠ সংকলনের জন্য আন্তরিক ধন্যবাদ না জানিয়ে পারছি না।
[…] যুক্তি : তৃতীয় সংখ্যা (২০১০, বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিল, সিলেট): মুক্তচেতনায় ঋদ্ধ, প্রগতিশীল যুক্তিবাদী সাহসী মানুষ সিলেটের অনন্ত বিজয় দাশের সম্পাদনায় ‘যুক্তি’ পত্রিকাটি অনন্যসাধারণ এক শাণিত যুক্তি ও মুক্তচেতনার পথে যেন এক নিরলস প্রয়াস। এই বইমেলা উপলক্ষে বেরিয়েছে যুক্তির তৃতীয় সংখ্যা। এই সংখ্যাটি সাজানো হয়েছে বিজ্ঞানী চার্লস ডারউইন এবং তার বিবর্তনত্ত্বের উপর। মুক্তমনার নিবেদিতপ্রাণ লেখকদের অনেকেই এই সংখ্যাটির জন্য লিখেছেন (এরপর পড়ুন এখানে) । ম্যাগাজিনটির রিভিউ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে দৈনিক সংবাদে, রিভিউ করেছেন অঞ্জন আচার্য। […]
খুব ভাল লাগল মূলধারার দৈনিকে যুক্তির রিভিউ দেখে। যুক্তি নিয়মিত প্রকাশিত হোক এই কামনা করি। আর সিলেটের যুক্তিবাদীদের নিয়ে তো নতুন করে কিছুই বলার নাই। উনারা এক এবং অদ্বিতীয়…
অঞ্জনদাকে অজশ্র ধন্যবাদ, আজিজ থেকে অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করব।
যুক্তি বের হওয়ার পর অনন্ত আমাকে ফোন করে যেভাবে, খবরটা দিয়েছিল সেটা কোনদিনও ভুলবোনা। যুক্তিটা চালিয়ে যেতে পারলে ভালো হত।
@বন্যা আহমেদ,
আমাকেও এস,এম,এস করে অনন্ত যেভাবে তার প্রানের উচ্ছাস প্রকাশ করেছিল তাতে মনে হয়ছে যেন সে পৃথিবীর সেরা কোনো উপহার হাতে পেয়েছিল।আশা করি অনন্ত তার যুক্তির কাজ একই সমানতালে ভবিৎতেও চালিয়ে নিতে সক্ষম হবে।যুক্তিবাদ ও মানবতাবাদের জয় হউক।
খুবই ভাল খবর।
আশা করি ৫০০ থেকে একদিন ৫ লাখে পৌছাবে। মানুষের মনের অন্ধকার দূর করতে সাহায্য করবে।
@আদিল মাহমুদ,
অনেক ধন্যবাদ।
যুক্তির রিভিউ করার জন্য ‘অঞ্জন আচার্য’ কে আন্তরিক ধন্যবাদ। :rose2:
খুবই ভালো একটা খবর। মুক্তমনাদের কাজকর্ম যে রেগুলার মিডিয়ায় চলে এসেছে এটা খুবই আশাপ্রদ একটা ব্যাপার।
অঞ্জন ছেলেটা দুর্দান্ত। তার পুরো গ্রুপটাই মুক্তমনার নিয়মিত পাঠক। সেলিনা হোসেনের প্রজেক্টে কাজ করেছে এবং ফ্রি ল্যান্স সাংবাদিক। এবার বাংলাদেশে গিয়ে আজিজ সুপার মার্কেটে একদিন দেখা হল। আগে মোটেই চিনতাম না। পরে শুনি আমার সমকামিতার উপর বইটার প্রুফ রীড করছে সে। বানান টানান ঠিক ঠাক করা ছারাও বেশ কিছু ভাল সাজেশন দিয়েছে। জেন্ডার বিষয়ে বেশ ভাল জ্ঞান তার। এ নিয়ে একটা বইয়ের কাজও শুরু করেছে। মুক্তমনায় আমি ধারাবাহিকভাবে লিখতে বলেছি। দেখা যাক কি হয়।
যুক্তির রিভিউটা করার জন্য তাকে ধন্যবাদ জানাই।
কি আশ্চর্য!এই মাত্রই রিভিউ প্রকাশের বিষয়টা নিয়ে একটা কমেন্ট করতে যাচ্ছিলাম।স্রোতের বিপরীতে চলা উজানযাত্রীদের আবারো অভিনন্দন। :rose2:।নিজের কপিটা পড়ছি।আচ্ছা এটা কত কপি প্রকাশিত হয়েছিল?কাটতিই বা কেমন?
@পথিক,
আপাতত ৫০০ কপি প্রকাশিত হয়েছে, চলছে ভালই। আপনাকে ধন্যবাদ।