গত পরশুসন্ধ্যায় প্রবীর ঘোষের সাথে কয়েক ঘন্টা কাটালাম তার দেবীনিবাসের বাড়িতে। পূর্বের মতো এবারেরও আলোচনার বিষয় ছিল- ইসলামের ডিজিটাল নবী ‘’জাকির নায়েক’’। আলোচনার এক পর্যায়ে প্রবীর ঘোষ তার সমিতির ৫০ হাজার ডলারের চ্যালেঞ্জটি মৌখিক ভাবে জাকিরের দিকে ছুড়ে, প্রচন্ড আত্মবিশ্বাসের সাথে বললেন,‌ ‘’ সে যদি এতোই পারে তবে তাকে বলো একবারের জন্য আমাকে ফেস করতে। তবে প্রোগ্রামটি অবশ্যই লাইভ ভাবে সম্প্রচার করতে হবে, কেউ আমাকে জোকার বানিয়ে টিভিতে উপস্থাপন করবে, তা চলবে না। তার তো কোন হারার রেকর্ড নেই! আমি বলছি, সে আসবে এবং কিছুক্ষনের মধ্যেই হেরে চলে যাবে। নইলে সমিতির পক্ষ থেকে ২৫ লক্ষ ভারতীয় মূদ্রা তার হাতে তুলে দিব।‘’

এই ছিল ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি, প্রবীর ঘোষের ‘জাকির নায়েক’ সম্পর্কীয় মুল বক্তব্য। তবে আশার সাথে সাথে নিরাশার বানী এই যে, প্রবীর ঘোষ সাফ জানিয়ে দিয়েছেন তিনি নিজ থেকে কখনোই জাকির নায়েককে বিতর্কের জন্য ডাকবেন না। জাকির বা অন্য কেউ যদি আলোচনার ব্যবস্থা করে, তবে তাদের আমন্ত্রনের প্রেক্ষিতে ঈশ্বর-নিরীশ্বর বিষয়ক যে কোন প্রাসাঙ্গিক বিতর্কে তিনি জাকিরের বিপক্ষে হাজির হতে রাজি আছেন।

বিষয়টিকে একটি দ্রুত বাস্তবিক রূপ দেওয়া জন্য আপনাদের বুদ্ধিদীপ্ত পরামর্শ ও সরব অংশগ্রহন একান্তভাবে কামনা করছি। আশাকরি নীরবতার মাধ্যমে নিজের অক্ষমতা প্রকাশের থেকে সকলে বিরত থাকবেন

প্রবীর ঘোষ সম্পর্কে বিস্তারিত জানবার জন্য নিচের লিংক গুলো একবার দেখে নিতে পারেন-

www.srai.org

http://rationalistprabir.bravehost.com

http://en.wikipedia.org/wiki/Prabir_Ghosh