আমি আসবই, এটাই আমার নিয়তি
আমি আসব বিশ্বাসের চীনের প্রাচীর সম বাধা পেরিয়ে, কেননা
আমাকে যে আসতেই হবে

বিশ্বাসের শ্যাওলা পড়া দেয়াল আকড়ে যারা থাকতে চায়
যারা বিশ্বাসের ঘুনে ধরা রোদে ওম পেতে চায়
আমার উদ্ভাসিত আলোয় ওরা খসে পড়বে
ওরা আমার আলোর বন্যায় ভেসে যাবে
ওদের আনুগত্যের সূর্য
আমার আলোতে অমাবস্যায় পরিনত হবে

ভাবছি এখনও কেন প্রশ্ন করছ না আমি কে
ভাবছি এখনও আমার কথায় কেন সন্দেহ করছ না
যদি প্রশ্ন না করো, যদি সন্দেহ না করো
তবে আমাকে চিনবে কি করে
প্রশ্ন করো, সন্দেহ করো, করো অবিশ্বাস
তবেই আমাকে চিনতে পারবে
হ্যা, আমিই সত্য,
সত্য চিরন্তন।

আমিই তোমাদের লক্ষ
মেনে নিও না
জানতে হলে, বুঝতে হলে, নিশ্চিন্ত হতে হলে
আবার প্রশ্ন করো।
সন্দেহ জাগ্রত হোক
অবিশ্বাস মাথাচাড়া দিয়ে উঠুক
তাহলেই আমাকে পাবে তোমরা
পাবে আলোকিত অনিবার্য সত্যকে।।