আমার সহ্যের সীমা অতিক্রম করে যায়
যখন দেখি এক ভিখারী কারো সামনে হাত পাতছে
আমার মৌনতা ক্ষীপ্ত উল্লাসে পরিণত হয়
যখন দেখি ওরা আধ পেটা খেয়ে বেচে আছে
আমার সততাকে আস্তাকুড়ে নিক্ষেপ করতে ইচ্ছে হয়
যখন দেখি কৃষকের গায়ে ছেড়া কাপর
আমার ভদ্রতার জন্য আমি লজ্জা পাই
যখন দেখি আমার মুক্তি সংগ্রামী ভায়েরা অভুক্ত
আমার ক্রোধ অসহায়ত্বে পরিণত হয়
যখন দেখি ওরা উন্নয়নের নামে পুজিবাদের নগ্ন প্রচারনা চালাচ্ছে

আমি হতাশাগ্রস্থ হই
যখন দেখি আমার দেশেরও নাকি ধর্ম আছে
আমি অসহায় বোধ করি
যখন দেখি ওরা দেশ বলতে দেশের মাটিকে বোঝে
আমি ক্রোধে হই উন্মত্ত
যখন দেখি ওরা পয়সাওয়ালাদের পা চাটছে
সমগ্র জাতির চরিত্রকে ক্লীবতা আকড়ে ধরেছে
মানচিত্রটা বুঝি শুধু তুলির আচড় ছাড়া আর কিছুই নয়

তোমরাই বলো,এই অসুস্থ দুর্গন্ধময় বাংলাদেশ দেখার চেয়ে
মৃত্যুই কি আমার জন্য শ্রেয় নয়?