আমার সহ্যের সীমা অতিক্রম করে যায়
যখন দেখি এক ভিখারী কারো সামনে হাত পাতছে
আমার মৌনতা ক্ষীপ্ত উল্লাসে পরিণত হয়
যখন দেখি ওরা আধ পেটা খেয়ে বেচে আছে
আমার সততাকে আস্তাকুড়ে নিক্ষেপ করতে ইচ্ছে হয়
যখন দেখি কৃষকের গায়ে ছেড়া কাপর
আমার ভদ্রতার জন্য আমি লজ্জা পাই
যখন দেখি আমার মুক্তি সংগ্রামী ভায়েরা অভুক্ত
আমার ক্রোধ অসহায়ত্বে পরিণত হয়
যখন দেখি ওরা উন্নয়নের নামে পুজিবাদের নগ্ন প্রচারনা চালাচ্ছে
আমি হতাশাগ্রস্থ হই
যখন দেখি আমার দেশেরও নাকি ধর্ম আছে
আমি অসহায় বোধ করি
যখন দেখি ওরা দেশ বলতে দেশের মাটিকে বোঝে
আমি ক্রোধে হই উন্মত্ত
যখন দেখি ওরা পয়সাওয়ালাদের পা চাটছে
সমগ্র জাতির চরিত্রকে ক্লীবতা আকড়ে ধরেছে
মানচিত্রটা বুঝি শুধু তুলির আচড় ছাড়া আর কিছুই নয়
তোমরাই বলো,এই অসুস্থ দুর্গন্ধময় বাংলাদেশ দেখার চেয়ে
মৃত্যুই কি আমার জন্য শ্রেয় নয়?
ফেসবুকে জয়েন করে আসলাম।
[…] ইসলাম লিখেছেন ‘আমার ক্লীবত্ব’ নামের তার একটি চমৎকার কবিতায় – আমি […]
আপোসে আপোসে ক্ষীণ্ণ-ক্লিষ্ট,
বুট-বেয়নেটে ছিন্ন-ভিন্ন
আমার শিড়দাঁড়ায় স্পর্শ করে দেখি –
বিষাদে বিবর্ণ হয়ে অনুভব করি –
আমি এক অমেরুদণ্ডী প্রাণী!
এক মাত্রার জন্য ছন্দপতন হল। আপনার মর্মস্পর্শী কবিতাটি পড়ে যা মনে হল,তড়িৎগতিতে লিখে জানালাম। :-Y আপনার মত যদি লিখতে জানতাম!
@আগন্তুক,
দাদা কি আমাকে নিয়া মজা মারতাছেন নিকি? 🙂
যাই হোক, আমি কিন্তু কবিতা লেখার সময় মাত্রা টাত্রা নিয়ে ভাবি না। আমার মনে হয় ঐ গুলো ভাবব যখন পদ্য লিখব। যখন কবিতা লিখব তখন ঐ সব বাদ।
আর আপনার লেখা কবিতা গুলো কিন্তু সত্যি ভাল। সুতরাং আমারে নিয়া মজা না মাইরা নিজে কবিতা লেখেন,তাইলে আমরা ভাল কিছু পামু।
😀 😀
@সাইফুল ,
মজা মারছি না। আমার শব্দগুচ্ছকে কখনোই কবিতা বলে মনে হয় না। তুমি যেহেতু অনার্স থার্ড ইয়ারে,কাজেই আমার থেকে ছোট হবে। ছন্দ থাকলেই পদ্য আর না থাকলেই কোবতে -ও তোমাকে কে বলল? বাংলাসাহিত্যের শ্রেষ্ঠ কবিতাগুলো এখনো পর্যন্ত ভীষণভাবে ছান্দসিক। অন্ত্যমিল না থাকলেই আমরা যেগুলোকে ছন্দবিহীন কবিতা বলে ঘোষণা দিয়ে দিই,তার অধিকাংশই আসলে পরিপাটি অক্ষরবৃত্ত,কিছু মাত্রাবৃত্ত ও হালে কিছু স্বরবৃত্তও দেখা যাচ্ছে। হ্যাঁ ধ্বনি-ব্যঞ্জনা ও সুষমার দিক থেকে ছন্দহীন রচনাও কবিতা অবশ্যই হতে পারে। 🙂
@আগন্তুক,
আপনার সাথে একমত অবশ্যই। তবে আমার ব্যাক্তিগত মতামত হল সকল পদ্যই কবিতা কিন্তু সকল কবিতা পদ্য নয়।
যদিও খুবই সরলিকরন হয়ে গেল, তবুও আমার কাছে এটাই মনে হয়। আমার কথা সিরিয়াসলি নেবেন না। কবিতা সম্পর্কে আমার জানা শোনা কম। 🙂
কবিতাটি ভালো লেগেছে।
@সৈকত চৌধুরী,
সৈকত, আপনার একাউন্টে একটা ইমেইল পাঠিয়েছি। একটু চেক করে দেখেন।
@অভিজিৎ,
পড়লাম এবং :-Y :-Y :-Y :-Y :-Y :-Y
Great…………
“”আমি অসহায় বোধ করি
যখন দেখি ওরা দেশ বলতে দেশের মাটিকে বোঝে””
অসাধারণ
অসাধারণ। আমার মনের কথাই বলেছেন কবি। মানবিকতাহীনতার ভিড়ে এই উচ্চ মানবিক বোধ আমাকে পুলকিত করে এবং একই সাথে আশান্বিত করে।
:rose2: ধন্যবাদ।
@মুহাইমীন,
সাবধান উলুবনে মুক্ত ছড়াবেন না। 😀
মন্তবের জন্য অনেক ধন্যবাদ।
দারুন লিখেছেন । আমার খুব ভাল লেগেছে। আর ও লিখবেন।ধন্যবাদ 🙂
@shaon,
ধন্যবাদ মন্তব্যের জন্য।