তবুও আমাকে এই ধরীত্রির মায়া ত্যাগ করতে হবে
আমি যতই তাকে ভালবাসি না কেনো
তবুও আমাকে তোমার তীব্র আকর্ষন উপেক্ষা করতে হবে
যতই তোমাকে ভালবাসি না কেনো
ভালবাসি না যতই এই পৃথিবীর শীতল উত্তপ্ত হাওয়া
আমাকে যেতেই হবে

জানি আগুন হয়ে ওঠা কৃষ্ণচূড়া আমি একদিন দেখব না
দেখবনা পানিতে ভেসে থাকা পদ্ম
দেখব না নির্মল হাওয়ায় হয়ে ওঠা সূর্যদয়
দেখব না গ্রীষ্মের উত্তপ্ত বাতাসে হয়ে যাওয়া সূর্যাস্ত

আর কখনও তোমার পাশে বসব না নদীর তীরে
তোমার ঠোটে ঠোট রাখতে কখনোই অধীর হবনা
তোমাকে একদিন মাত্র না দেখার জন্য বিনীদ্র রজনী কাটাব না
আমার অবশ হয়ে আসা অনুভুতিগুল বোধকরি আর কোনদিনই জাগবে না

অভাগাদের অধিকার আদায়ের জন্য হয়ত বা আর কখনোই স্লোগান দেব না
যেতে পারব না কখনোই মিছিলে দৃপ্ত পায়ে
তোমাকে নিয়ে আর কখনোই সপ্ন দেখতে পারব না
আমার আর কখনোই কবি হওয়া হবে না

আমি বেচে থাকতে চাই আরও কয়েক হাজার বছর
বাসতে চাই ভাল তোমাকে
ভালবাসা পেতে চাই মানুষের
হারিয়ে যেতে চাই তোমাতে