world-hunger

httpv://www.youtube.com/watch?v=KMZ4nihvEng&feature=player_embedded

এইমাত্র ক্ষুধার্ত এক শিশু
কিংবা খসখসে চামড়ার পোশাক পরা একটা কংকাল-
মরে বেঁচে গেল, কিছু আগেই যে বেঁচে মরে ছিল।
হে ঈশ্বর,
তোমাকে পাঁচবার জপার আগেই
একই ঘটনার পুনরাবৃত্তি-
আরেকজনকে তুলে দেই তোমার হাতে
দিনে ষোল হাজার, হাজারে হাজার
মৃত্যুর মিছিলে তোমার স্বর্গ নরকে এখন দারুন কোলাহল।

তুমি বলেছিলে-
মানুষের রিজিকের দায় তোমার কাঁধে,
তোমার কাঁধ আর প্রশস্ত নয়?
৮৫৪ মিলিয়ন এর চিৎকার
খাবার না পাওয়ার যন্ত্রণা, কান্না-
তোমার কর্ণকুহরে প্রবেশ করে না?
আর কত জোরে চিৎকার করতে হবে? এই অপুষ্ট শরীর থেকে
কতই বা জোর আওয়াজ বের হয়- তুমিই বলো
মাছিরা পর্যন্ত দয়ার্ত, ফেলে যায় না
কুকুরেরা ছলছল চোখে তাকিয়ে থাকে অপলক
পিঁপড়েরা সুরসুরি দেয়-
কিন্তু তুমি? দেখতে পাও না কিছুই?
শকুন অপেক্ষায় থাকে জমপেশ একটা ফিস্টের আশায়
শিশুটা এবার হুমড়ি খেয়ে পড়লো প্রায়,
কচি শরীরের চোখ-মগজ-নাড়িভুড়ি,
গায়ে তেমন মাংস না থাকলেও জমবে বেশ।

আসল শকুনেরা তো নৃত্য করে জমকালো আসরে
কচি শরীরের চোখ-মগজ-নাড়িভুড়ি নিংড়ে চলে পানাহার সঙ্গীত ও নৃত্য
কচি শরীরের চোখ-মগজ-নাড়িভুড়ি বিকিয়ে পাওয়া ডলারে
আজ কি তোমার হৃদয়টা কেনা যায়?

httpv://www.youtube.com/watch?v=zWXv_QPRHy0

httpv://www.youtube.com/watch?v=i22DvoyuCOc&feature=player_embedded

httpv://www.youtube.com/watch?v=Z82KlkAeqz0&feature=player_embedded

httpv://www.youtube.com/watch?v=993rZrfLBjg&feature=player_embedded