কৃতজ্ঞতা এবং ধন্যবাদ

 

ক্যাথেরীনা রোজারিও কেয়া

 

গত বছর আজকের এই দিনে ডঃ ইরতিশাদ আহমাদের অনুপ্রেরণায় মুক্তমনায় আমার অপরিণত লেখা ছাপার অক্ষরে দেখার স্পর্ধা করেছিলামআমার সেই বাঁধভাঙ্গা দুর্বার উন্নাসিক স্পর্ধাকে গত একটা বছর ধরে পরম  যত্নে লালন করেছেন মডারেটর ফরিদ আহমেদ 

 

আমি বিহবল অনুভুতির দোলায় দুলেছি, আকন্ঠ বিস্ময়ে এবং উচ্ছ্বসিত অগাধ আনন্দে দেখেছি যে আমার কাঁচা হাতের লেখা মুক্তমনা কর্তৃপক্ষ ছাপিয়েছেন আর সুহৃদ পাঠক তা পড়েছেন 

 

কখনো ভাবিনি এভাবে ঘটা করে ধন্যবাদ দেবকিন্তু কেনো যেন মনে  হলো আজকে এই অন্তরঙ্গ দিনে ডঃ ইরতিশাদ  আহমাদ, ফরিদ আহমেদ, মুক্তমনা কর্তৃপক্ষ এবং সব্বাইকে আমার উচ্চকিত নিরন্তর কৃতজ্ঞতা  জানানো একান্ত প্রয়োজন

 

সবাইকে শুচিস্মিত বিনম্র ধন্যবাদ জানাচ্ছি