parimal1
বাহে, অ্যালাও কি টের পান নাই
তোমার দেওয়া সুদের ট্যাকায়
নোবেল পায়, মেডেল পায় !
তোমরা যখন সোউগ হারেয়া কাঁন্দেন
তখন গলাত মেডেল নিয়া হাসে মহাজনেরঘর।
বাহে তোমরা কি টের পান –
তোমাক সোউগ দিবে কয়া
ভোট নিয়া যায় ধনীর ব্যাটারা ।
বাহে তোমরা কি টের পান
তোমার ভোটে ট্যাকার পাহাড় গড়ায়
ওমরা !
বাহে, অ্যালাও কি হুঁশ হয় নাই
মঙ্গা আইলে তোমার ঘরোত আসি
দুয়্যার খটখটায় –
বাহে ট্যাকা ন্যাও, লোন ন্যাও।
গরম ভাতের নেশায়
সুদে বান্ধা পড়েন তোমরা ।
এদোন করি কি বাচা যায় বাহে-
কামের খোঁজত্ গেরাম ছাড়েন
ভাসি যায় বউ ছাওয়া ।
প্যাটোত ক্ষিদায় আগুন জ্বলে তোমার
এতি খোঁজে মহাজন
বাহে, তোমরা কি টের পান ?

(কবিতাটি রংপুরের ভাষায় লেখা )
#বাহে-বাবা হে, রংপুরের জনপ্রিয় সম্বোধন।
অ্যালাও মানে এখনো।
ওমরা-ওরা
খটখটায়া- কড়ায় শব্দ করা।
প্যাটোত- পেটে।